কলকাতা, 23 ফেব্রুয়ারি: আগামী 27 ফেব্রুয়ারি মুর্শিদাবাদের সাগারদিঘী বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন (Sagardighi Bye Elections 2023) । আর তার আগেই একাধিক অভিযোগ নিয়ে নালিশ জানাতে নির্বাচন কমিশনের (ECI) দ্বারস্থ হল প্রদেশ কংগ্রেস । তাদের অভিযোগ, সাগারদিঘিতে কংগ্রেস (Congress) প্রার্থী থেকে কংগ্রেস কর্মী-সমর্থকদের উপর অত্যাচার চালাচ্ছে শাসক দল । এই ক্ষেত্রে পুলিশ তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) দলদাসের ভূমিকা পালন করছে । বৃহস্পতিবার কংগ্রেসের প্রতিনিধিদল ডেপুটেশন জমা দেয় নির্বাচন কমিশনার আরিজ আফতাবের কাছে । কংগ্রেসের পক্ষ থেকে আশুতোষ চট্টোপাধ্যায়, অসিত মিত্র ও সৌম্য আইচ আসেন কমিশনে ।
সৌম্য আইচ বলেন, "সাগরদিঘী উপনির্বাচনের আর মাত্র বাকি কয়েক দিন ৷ কিন্তু ওই কেন্দ্রে কংগ্রেসকে বিভিন্নভাবে তৃণমূল কংগ্রেস হেনস্তা করার চেষ্টা চালাচ্ছে । আগে তৃণমূল কংগ্রেস বিভিন্ন ভাবে কংগ্রেস কর্মী সমর্থকদের ভয় দেখাচ্ছে এবং হেনস্তা করছে । শুধু তাই নয় পুলিশের একাংশ তৃণমূল কংগ্রেসের দলদাস হিসেবে কাজ করছে ।’’
তিনি আরও বলেন, ‘‘পুলিশকে দিয়ে আমাদের প্রার্থী বাইরন বিশ্বাসকে হেনস্থা করার পরিকল্পনা করা হচ্ছে । সম্প্রতি আমাদের প্রার্থী বাইরন বিশ্বাসের নামে একাধিক মিথ্যে মামলা সাজিয়ে সাঁকরাইল থানায় অভিযোগ জানিয়েছে । এর ফলে তাঁর সম্মান ক্ষুন্ন করার চেষ্টা করা হচ্ছে । আমাদের প্রার্থীর নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত । এভাবে উপনির্বাচনের আগে সাগরদিঘীর শান্তিপূর্ণ পরিস্থিতি নষ্ট করে সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা চালানো হচ্ছে ।"
এর পর তিনি বলেন, "তৃণমূল আসলে এভাবে সাগরদিঘীতে কংগ্রেসের জনপ্রিয়তা খর্ব করার চেষ্টা করছে । মিথ্যে মামলা এবং চক্রান্ত করে কিছুদিন আগে কংগ্রেসের সাইদুর রহমানের বিরুদ্ধে সাগরদিঘী থানায় অভিযোগ করা হয় । এর ফলে সাইদুর রহমানকে তাঁর বাড়ি পাটকেলডাঙ্গা থেকে গ্রেফতার করা হয় । এভাবে ওই কেন্দ্রের ভোটারদের ভয় দেখানো হচ্ছে এবং প্রভাবিত করা হচ্ছে ।"
আরও পড়ুন: কংগ্রেস নেতাকে গ্রেফতারের প্রতিবাদে থানা ঘেরাও করে বিক্ষোভ