ETV Bharat / state

বাংলায় সময় নষ্ট করছেন রাহুল গান্ধি : ফিরহাদ - firhad hakim

কংগ্রেসের বাংলায় কোনও গুরুত্ব নেই। সময় নষ্ট করছে রাহুল গান্ধি। বাংলায় BJP-কে আটকাতে পারেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন ফিরহাদ হাকিম।

ফিরহাদ হাকিম
author img

By

Published : Mar 23, 2019, 9:52 PM IST

Updated : Mar 23, 2019, 11:55 PM IST

কলকাতা, 23 মার্চ : "কংগ্রেসের এখানে কোনও গুরুত্ব নেই। সময় নষ্ট করছেন রাহুল গান্ধি। যেখানে BJP-র বিরুদ্ধে লড়াই সেখানে গিয়ে লড়াই করুক। এখানে BJP-কে আটকাতে পারেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। সব মানুষ মমতাদির দিকেই আছে।" আজ মালদায় রাহুল গান্ধির সভা নিয়ে এই প্রতিক্রিয়া দিলেন ফিরহাদ হাকিম।

আজ মালদায় রাজনৈতিক প্রচারে এসে নরেন্দ্র মোদি এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে একযোগে নিশানা করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। তিনি বলেন, "প্রতিশ্রুতি মতো ২ কোটি কর্মসংস্থান করেনি মোদি সরকার। কৃষি ঋণ মকুবও করেনি। বাংলার বেকারদের চাকরি নেই। বাংলার চাষিদের জন্য কিছু করেননি মমতা বন্দ্যোপাধ্যায়ও।"

শুনুন ভিডিয়োয় বক্তব্য

রাহুল গান্ধির মন্তব্যের জবাব দেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। তাঁর বক্তব্য, "বাংলায় কৃষকের আয় বেড়েছে তিনগুণ। কৃষকদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা কী, এটা রাহুল গান্ধি জানেন না। উনি জানেন না কিষাণ ক্রেডিট কার্ড কী। চাষিদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কী কী কাজ করেছেন তাও উনি জানেন না। কংগ্রেস নেতাদের সেই গভীরতা নেই। যে থিসিস করবে এইসব নিয়ে।"

কলকাতা, 23 মার্চ : "কংগ্রেসের এখানে কোনও গুরুত্ব নেই। সময় নষ্ট করছেন রাহুল গান্ধি। যেখানে BJP-র বিরুদ্ধে লড়াই সেখানে গিয়ে লড়াই করুক। এখানে BJP-কে আটকাতে পারেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। সব মানুষ মমতাদির দিকেই আছে।" আজ মালদায় রাহুল গান্ধির সভা নিয়ে এই প্রতিক্রিয়া দিলেন ফিরহাদ হাকিম।

আজ মালদায় রাজনৈতিক প্রচারে এসে নরেন্দ্র মোদি এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে একযোগে নিশানা করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। তিনি বলেন, "প্রতিশ্রুতি মতো ২ কোটি কর্মসংস্থান করেনি মোদি সরকার। কৃষি ঋণ মকুবও করেনি। বাংলার বেকারদের চাকরি নেই। বাংলার চাষিদের জন্য কিছু করেননি মমতা বন্দ্যোপাধ্যায়ও।"

শুনুন ভিডিয়োয় বক্তব্য

রাহুল গান্ধির মন্তব্যের জবাব দেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। তাঁর বক্তব্য, "বাংলায় কৃষকের আয় বেড়েছে তিনগুণ। কৃষকদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা কী, এটা রাহুল গান্ধি জানেন না। উনি জানেন না কিষাণ ক্রেডিট কার্ড কী। চাষিদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কী কী কাজ করেছেন তাও উনি জানেন না। কংগ্রেস নেতাদের সেই গভীরতা নেই। যে থিসিস করবে এইসব নিয়ে।"

Last Updated : Mar 23, 2019, 11:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.