কলকাতা, 3 নভেম্বর: পাড়ার জগদ্ধাত্রী পুজো নিয়ে বিধায়ক বনাম কাউন্সিলর 'কাজিয়া'। কলকাতার পৌরনিগমের 68 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায় বনাম প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্তমানের তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয় গোষ্ঠীর কাজিয়া চরমে উঠেছে বলে দাবি রাজনৈতিক পর্যবেক্ষকদের একটা অংশের । রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের হাত ধরে 68 নম্বর ওয়ার্ডের ফার্ন রোডে দীর্ঘদিন জগদ্ধাত্রী পুজো আয়োজিত হয়ে আসছে । কিন্তু সুব্রতবাবুর প্রয়াণের পর পুজো কমিটিতে রদবদল হয় । সেখান থেকেই দ্বন্দ্বের সূত্রপাত (Subrata Mukherjee Jagadhatri Puja) ।
গঠিত হয় দু'টি পুজো কমিটি । একটি পুজোর সভাপতি হন স্থানীয় তৃণমূল কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায় । আর দ্বিতীয় পুজোর সভাপতি তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয় । তাই এবার জগদ্ধাত্রী পুজোয় দু'টি কমিটি আলাদা আলাদা পুজোর আয়োজন করেছে । কারা প্রকৃতপক্ষে সুব্রত মুখোপাধ্যআয়ের উত্তরসূরি তা নিয়ে দু'পক্ষ পরস্পরের মধ্যে কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে ।
বাবুল প্রভাবিত পুজো কমিটির সেক্রেটারি অরুণ কুমার মণ্ডলের বক্তব্য, "তিন বছর আগে সুব্রত মুখোপাধ্যায়ের হাত ধরে ফার্ন রোডে জগদ্ধাত্রী পুজোর সূচনা হয় । কিন্তু সুব্রতবাবুর মৃত্যুর পর পরিস্থিতির বদল ঘটেছে । যে জায়গায় পুজোর আয়োজন হত, এবার সেখানে তাদের পুজো করতে দেননি কাউন্সিলরের অনুগামীরা। তাই বাধ্য হয়ে পাশের গলিতে গাড়িতে প্রতিমা রেখে পুজোর আয়োজন চলছে । একই সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামীতে আর তারা ফার্ন রোডে জগদ্ধাত্রী পুজো করতে চান । বিধায়ক বাবুল সুপ্রিয়র নির্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । কারণ, বাবুল সুপ্রিয় চান না একই দলে থেকে নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি চলুক ।"
আরও পড়ুন: শাসকদলের দুই যুযুধান একমঞ্চে, গোলপার্কের জগদ্ধাত্রী পুজোর ব্যানারে বড় চমক
অভিযোগ অস্বীকার করে কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়পন্থী পুজো কমিটির সদস্য বিজয় রায় বলেন, "এলাকার বাসিন্দা না হওয়া সত্ত্বেও কসবা থেকে বেশ কয়েকজন লোক এপাড়ায় এসে জোরজবরদস্তি জগদ্ধাত্রী পুজোর আয়োজন করেছে । কমিটি বদলের পর স্থানীয়রাই কাউন্সিলরকে সভাপতি করেছে, বাবুল সুপ্রিয়কে নয় । কারণ এখনও পর্যন্ত বিধায়ক বাবুল সুপ্রিয়র সঙ্গে আমাদের আলাপ হয়নি । তিনি আসুন । নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে আগামীতেও প্রয়োজনে তাঁকে সভাপতি করা হবে । এখানে তো দ্বন্দ্বের কোনও কারণ নেই ।"