ETV Bharat / state

নিউটাউনে অধ্যাপককে মারধরে অভিযুক্ত প্রতিবেশী অধ্যাপক

অভিযোগ, ভাইকে সঙ্গে নিয়ে মেহেদি হাসান আবাসনের লিফটের মধ্যে অঙ্কুর রায়ের উপর চড়াও হন৷ লোহার পাইপ দিয়ে বেধড়ক মারধর করা হয় অঙ্কুর রায়কে৷ বাদ যায়নি অঙ্কুরের স্ত্রী-ছেলেও৷

newtown
newtown
author img

By

Published : Nov 20, 2020, 11:03 PM IST

নিউটাউন, 20 নভেম্বর : আবাসনের নিচে গাড়ি রাখাকে কেন্দ্র করে আক্রান্ত সেন্ট জেভিয়ার্স কলেজের কেমিস্ট্রি বিভাগের হেড অফ দা ডিপার্টমেন্ট অঙ্কুর রায় ৷ আবাসনের নিচে গাড়ি পার্কিংয়ের জায়গায় কয়েকজন দুষ্কৃতী তাঁর উপর চড়াও হয় ৷ লোহার পাইপ দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ ৷ এই ঘটনায় অভিযুক্তও অধ্যাপক ৷ নাম মেহেদি হাসান ৷ মালদার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের আরবি স্টাডির প্রফেসর ৷ নিউটাউনের AL ব্লকের এক অভিজাত আবাসনের ঘটনা ৷

17 নভেম্বর সন্ধেয় ওই আবাসনের নিচে গাড়ি রাখা নিয়ে বচসা বাধে আঙ্কুর রায়ের সঙ্গে প্রতিবেশী মেহেদি হাসানের ৷ ছেলে-স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরে আবাসনের নিচে গাড়ি পার্কিং করে লিফটে ওঠার সময় কয়েকজন দুষ্কৃতী তাঁদের উপর চড়াও হয় বলে অভিযোগ। তাঁদের মধ্যে ছিলেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেহেদি হোসেন ও তাঁর ভাই । প্রথমে অঙ্কুরকে লোহার পাইপ দিয়ে মারধর করা হয়৷ স্ত্রী সাবিনা খাতুনকেও দুষ্কৃতীরা ওই রড দিয়ে মারধর করে বলে অভিযোগ অঙ্কুরের। বাদ যায়নি তাঁদের 14 বছরের ছেলেও।

এরপরই নিউটাউন থানায় মেহেদি হাসানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অঙ্কুর রায়৷ ঘটনার তদন্তে নেমেছে নিউটাউন থানার পুলিশ জানতে পারে যে গত এক বছর ধরে ওই পার্কিং জায়গা নিয়ে হাইকোর্টে মামলা চলছে দুই অধ্যাপকের মধ্যে ৷ পুলিশের একাংশের অনুমান পুরানো বিবাদের থেকেই এই ঘটনা ৷ তবে এখনও অভিযুক্তদের খোঁজ পায়নি পুলিশ ৷

নিউটাউন, 20 নভেম্বর : আবাসনের নিচে গাড়ি রাখাকে কেন্দ্র করে আক্রান্ত সেন্ট জেভিয়ার্স কলেজের কেমিস্ট্রি বিভাগের হেড অফ দা ডিপার্টমেন্ট অঙ্কুর রায় ৷ আবাসনের নিচে গাড়ি পার্কিংয়ের জায়গায় কয়েকজন দুষ্কৃতী তাঁর উপর চড়াও হয় ৷ লোহার পাইপ দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ ৷ এই ঘটনায় অভিযুক্তও অধ্যাপক ৷ নাম মেহেদি হাসান ৷ মালদার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের আরবি স্টাডির প্রফেসর ৷ নিউটাউনের AL ব্লকের এক অভিজাত আবাসনের ঘটনা ৷

17 নভেম্বর সন্ধেয় ওই আবাসনের নিচে গাড়ি রাখা নিয়ে বচসা বাধে আঙ্কুর রায়ের সঙ্গে প্রতিবেশী মেহেদি হাসানের ৷ ছেলে-স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরে আবাসনের নিচে গাড়ি পার্কিং করে লিফটে ওঠার সময় কয়েকজন দুষ্কৃতী তাঁদের উপর চড়াও হয় বলে অভিযোগ। তাঁদের মধ্যে ছিলেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেহেদি হোসেন ও তাঁর ভাই । প্রথমে অঙ্কুরকে লোহার পাইপ দিয়ে মারধর করা হয়৷ স্ত্রী সাবিনা খাতুনকেও দুষ্কৃতীরা ওই রড দিয়ে মারধর করে বলে অভিযোগ অঙ্কুরের। বাদ যায়নি তাঁদের 14 বছরের ছেলেও।

এরপরই নিউটাউন থানায় মেহেদি হাসানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অঙ্কুর রায়৷ ঘটনার তদন্তে নেমেছে নিউটাউন থানার পুলিশ জানতে পারে যে গত এক বছর ধরে ওই পার্কিং জায়গা নিয়ে হাইকোর্টে মামলা চলছে দুই অধ্যাপকের মধ্যে ৷ পুলিশের একাংশের অনুমান পুরানো বিবাদের থেকেই এই ঘটনা ৷ তবে এখনও অভিযুক্তদের খোঁজ পায়নি পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.