ETV Bharat / state

Jadavpur University: যাদবপুরের রসায়ন বিভাগের প্রধানকে হেনস্থা ! গঠিত 8 সদস্যের তদন্ত কমিটি

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) রসায়ন বিভাগের প্রধানকে হেনস্থার অভিযোগ খতিয়ে দেখতে 8 সদস্যের তদন্ত কমিটি গঠিত হল (Investigation committee formed)৷ অভিযুক্ত কর্মচারী আপাতত বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না ৷

committee formed to investigate allegation of harassing head of chemistry department of Jadavpur University
যাদবপুরের রসায়ন বিভাগের প্রধানকে হেনস্থা ! গঠিত 8 সদস্যের তদন্ত কমিটি
author img

By

Published : Dec 6, 2022, 5:12 PM IST

কলকাতা, 6 ডিসেম্বর: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) রসায়ন বিভাগের বিভাগীয় প্রধানকে শারীরিক এবং মানসিক ভাবে হেনস্থা করার অভিযোগে এ বার 8 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হল (Investigation committee formed)। যে কর্মচারীর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে তদন্ত চলাকালীন তাঁর যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রবেশ করার অনুমতি নেই । পাশাপাশি এই ঘটনার সঙ্গে জড়িত যে চারজনের নাম প্রকাশ্যে এসেছে তাঁদের শো কজ করা হয়েছে ।

যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় বলেন, "যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধানকে হেনস্থার ঘটনায় 8 সদস্যের তদন্ত কমিটি গঠিত করা হল । এই তদন্ত কমিটিতে 4 জন ডিন এবং 4 জন অধ্যাপক আছেন । তদন্ত কমিটি রসায়নের বিভাগীয় প্রধানকে হেনস্থার ঘটনায় কারা জড়িত ছিল সেটা খতিয়ে দেখবে । এই কমিটি সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাফাই কর্মী সুকান্ত দাসকে হেনস্থার ঘটনায় বিনয় সিং ও জড়িত অন্যান্যদের ভূমিকা খতিয়ে দেখবে । এছাড়াও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান বিনয় সিংহ-এর বিরুদ্ধে অভিযোগেরও তদন্ত করবে ।"

আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপককে হেনস্থা, অভিযুক্ত শিক্ষাকর্মীকে শো-কজ

প্রসঙ্গত, যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (JUTA)-র পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছিল যে, রসায়ন বিভাগের 64 বছরের বিভাগীয় প্রধানকে শিক্ষাকর্মী নেতা বিনয় সিংহের নেতৃত্বে চরম শারীরিক ও মানসিক হেনস্থা করা হয়েছে । সেই অভিযোগই খতিয়ে দেখবে তদন্ত কমিটি ৷

কলকাতা, 6 ডিসেম্বর: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) রসায়ন বিভাগের বিভাগীয় প্রধানকে শারীরিক এবং মানসিক ভাবে হেনস্থা করার অভিযোগে এ বার 8 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হল (Investigation committee formed)। যে কর্মচারীর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে তদন্ত চলাকালীন তাঁর যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রবেশ করার অনুমতি নেই । পাশাপাশি এই ঘটনার সঙ্গে জড়িত যে চারজনের নাম প্রকাশ্যে এসেছে তাঁদের শো কজ করা হয়েছে ।

যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় বলেন, "যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধানকে হেনস্থার ঘটনায় 8 সদস্যের তদন্ত কমিটি গঠিত করা হল । এই তদন্ত কমিটিতে 4 জন ডিন এবং 4 জন অধ্যাপক আছেন । তদন্ত কমিটি রসায়নের বিভাগীয় প্রধানকে হেনস্থার ঘটনায় কারা জড়িত ছিল সেটা খতিয়ে দেখবে । এই কমিটি সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাফাই কর্মী সুকান্ত দাসকে হেনস্থার ঘটনায় বিনয় সিং ও জড়িত অন্যান্যদের ভূমিকা খতিয়ে দেখবে । এছাড়াও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান বিনয় সিংহ-এর বিরুদ্ধে অভিযোগেরও তদন্ত করবে ।"

আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপককে হেনস্থা, অভিযুক্ত শিক্ষাকর্মীকে শো-কজ

প্রসঙ্গত, যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (JUTA)-র পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছিল যে, রসায়ন বিভাগের 64 বছরের বিভাগীয় প্রধানকে শিক্ষাকর্মী নেতা বিনয় সিংহের নেতৃত্বে চরম শারীরিক ও মানসিক হেনস্থা করা হয়েছে । সেই অভিযোগই খতিয়ে দেখবে তদন্ত কমিটি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.