ETV Bharat / state

মুর্শিদাবাদের তৃণমূল নেতা খুন, জেলাশাসকের কাছে রিপোর্ট চাইল কমিশন - tmc leader

মুর্শিদাবাদের তৃণমূল নেতা খুনের ঘটনায় জেলাশাসকের কাছে রিপোর্ট তলব করল কমিশন।

ফাইল ফোটো
author img

By

Published : Mar 19, 2019, 3:18 PM IST

কলকাতা, ১৯ মার্চ : মুর্শিদাবাদের তৃণমূল নেতা খুনের ঘটনায় জেলাশাসকের কাছে রিপোর্ট তলব করল কমিশন। গতকাল দলীয় নেতার মৃত্যুকে রাজনৈতিক বলে দাবি করেন সৌমিক হোসেন। তিনি বলেন, "কংগ্রেস ও CPI(M) খুনের রাজনীতি শুরু করে তৃণমূলকে দমাতে চাইছে। খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।"

গতকাল কুপিয়ে খুন করা হয় আফতাব শেখ (৪৫) নামে এক তৃণমূল নেতাকে। মুর্শিদাবাদের ডোমকলের কুচিয়ামোড়া গ্রামের ঘটনা। আফতাব ডোমকল পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ। ঘটনায় সাবির শেখ নামে আরও এক তৃণমূল কর্মীকে গুরুতর জখম হয়ে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়।

জানা গেছে, গতকাল সন্ধ্যায় সাহাদিয়ার স্কুলে লোকসভা নির্বাচন সংক্রান্ত সভা ছিল। সভা সেরে একই মোটরবাইকে বাড়ি ফিরছিলেন আফতাব ও সাবির। গ্রামে ঢোকার আগে মোল্লাপাড়ায় সামনের দিক থেকে একটি মারুতি ভ্যান মোটরবাইকে ধাক্কা মারে। ধাক্কার চোটে মাটিতে পড়ে যান দু'জন। অভিযোগ, এরপর হঠাৎই কয়েকজন দুষ্কৃতী আফতাব ও সাবিরের উপরে হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে। বোমাবাজিও চলে। ঘটনাস্থানেই মৃত্যু হয় আবতাব শেখের। জখম অবস্থায় কোনও রকমে পালিয়ে প্রাণে বাঁচে গড়াইমারি ৯ নম্বর পঞ্চায়েতের উপপ্রধান সাবির শেখ। স্থানীয়রা তাঁকে ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে যায়। পরে তাঁকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ও হাসপাতলে রেফার করা হয়। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। সাবির শেখ দুষ্কৃতীদের শনাক্ত করতে পেরেছেন বলে জানতে পারা গিয়েছে। ঘটনায় কংগ্রেস ও CPI(M)-র দিকে অভিযোগের আঙুল তোলা হয়। বলা হয় এই খুন রাজনৈতিক। এরপর ওই খুন আদৌ রাজনৈতিক কিনা তা জানতে চেয়ে মুর্শিদাবাদের জেলাশাসককে রিপোর্ট তলব করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর।

কলকাতা, ১৯ মার্চ : মুর্শিদাবাদের তৃণমূল নেতা খুনের ঘটনায় জেলাশাসকের কাছে রিপোর্ট তলব করল কমিশন। গতকাল দলীয় নেতার মৃত্যুকে রাজনৈতিক বলে দাবি করেন সৌমিক হোসেন। তিনি বলেন, "কংগ্রেস ও CPI(M) খুনের রাজনীতি শুরু করে তৃণমূলকে দমাতে চাইছে। খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।"

গতকাল কুপিয়ে খুন করা হয় আফতাব শেখ (৪৫) নামে এক তৃণমূল নেতাকে। মুর্শিদাবাদের ডোমকলের কুচিয়ামোড়া গ্রামের ঘটনা। আফতাব ডোমকল পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ। ঘটনায় সাবির শেখ নামে আরও এক তৃণমূল কর্মীকে গুরুতর জখম হয়ে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়।

জানা গেছে, গতকাল সন্ধ্যায় সাহাদিয়ার স্কুলে লোকসভা নির্বাচন সংক্রান্ত সভা ছিল। সভা সেরে একই মোটরবাইকে বাড়ি ফিরছিলেন আফতাব ও সাবির। গ্রামে ঢোকার আগে মোল্লাপাড়ায় সামনের দিক থেকে একটি মারুতি ভ্যান মোটরবাইকে ধাক্কা মারে। ধাক্কার চোটে মাটিতে পড়ে যান দু'জন। অভিযোগ, এরপর হঠাৎই কয়েকজন দুষ্কৃতী আফতাব ও সাবিরের উপরে হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে। বোমাবাজিও চলে। ঘটনাস্থানেই মৃত্যু হয় আবতাব শেখের। জখম অবস্থায় কোনও রকমে পালিয়ে প্রাণে বাঁচে গড়াইমারি ৯ নম্বর পঞ্চায়েতের উপপ্রধান সাবির শেখ। স্থানীয়রা তাঁকে ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে যায়। পরে তাঁকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ও হাসপাতলে রেফার করা হয়। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। সাবির শেখ দুষ্কৃতীদের শনাক্ত করতে পেরেছেন বলে জানতে পারা গিয়েছে। ঘটনায় কংগ্রেস ও CPI(M)-র দিকে অভিযোগের আঙুল তোলা হয়। বলা হয় এই খুন রাজনৈতিক। এরপর ওই খুন আদৌ রাজনৈতিক কিনা তা জানতে চেয়ে মুর্শিদাবাদের জেলাশাসককে রিপোর্ট তলব করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর।

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.