কলকাতা, ২৬ জানুয়ারি: বিষ্ণুপুরের BJP প্রার্থী সৌমিত্র খাঁয়ের বিতর্কিত মন্তব্য নিয়ে রিপোর্ট চাইল রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর। এবিষয়ে পূর্ব বর্ধমানের জেলাশাসককে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। সূত্রের খবর, তাঁকে শোকজ় করা হতে পারে।
রবিবার বর্ধমানের উৎসব ময়দানে BJP-র মহিলা মোর্চার একটি সম্মেলনে সৌমিত্র খাঁ বলেন, "কালীঘাটের ব্যানার্জি পরিবারের সম্পত্তি বাড়ছে। থাইল্যান্ড থেকে ২ কিলো সোনা নিয়ে আসছিল ব্যানার্জি পরিবারের লোক। কী করে ৩ হাজার কোটি টাকার মালিক হল? সারদা-নারদের টাকায় বড়লোক হয়েছে। রাজ্যে একটা রাক্ষসী আছে। এই রাজ্যকে রাক্ষসী মুক্ত করতে হবে। আপনারা বঁটি, খুন্তি দিয়ে তৈরি থাকুন। কোনওভাবেই ভয় পাবেন না। "
সূত্রের খবর, বিষয়টি নিয়ে অভিযোগ জমা পড়ে কমিশনে। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের মিডিয়া ওয়াচেও ধরা পড়ে বিষয়টি। পূর্ব বর্ধমানের ডিসট্রিক্ট ইলেকশন অফিসার তথা জেলাশাসক সৌমিত্রবাবুকে শোকজ় করতে পারে বলে খবর।