ETV Bharat / state

College Service Commission: সহকারী অধ্যাপক নিয়োগ, সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে সিএসসি - Calcutta High Court

সহকারী অধ্যাপক নিয়োগে কলেজ সার্ভিস কমিশনের হলফনামা তলব করেছিল আদালত ৷ সিঙ্গল বেঞ্চের এই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করল কলেজ সার্ভিস কমিশন ৷

ETV Bharat
কলকাতা হাইকোর্ট
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 4, 2023, 2:20 PM IST

কলকাতা, 4 অক্টোবর: সহকারী অধ্যাপক নিয়োগের ক্ষেত্রে কলেজ সার্ভিস কমিশনের হলফনামা তলব করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ সহকারী অধ্যাপক নিয়োগের প্যানেলে অধ্যাপক প্রার্থীদের প্রাপ্ত নম্বর প্রকাশের নিয়ে এই হলফনামা তলব করেছিল আদালত ৷ বুধবার সকালে সিঙ্গল বেঞ্চের এই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করল কলেজ সার্ভিস কমিশন ৷ ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করার অনুমতি দিয়েছে ৷ আগামিকাল শুনানির সম্ভাবনা আছে ৷

এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন নিয়োগে স্বচ্ছতার জন্য প্রার্থীদের প্রাপ্ত নম্বর প্রকাশ করাটা জরুরি ৷ এই ব্যাপারে আগে কলেজ সার্ভিস কমিশনের বক্তব্য শোনা হবে ৷ তারপর সিদ্ধান্ত নেওয়া হবে ৷ 6 অক্টোবরের মধ্যে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি ৷

এদিন কলেজ সার্ভিস কমিশন বা সিএসসির তরফে আইনজীবী কিশোর দত্ত, বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন ৷ তিনি জানান এত কম সময়ে সব প্রার্থীদের প্রাপ্ত নম্বর-সহ তালিকা নিয়ে হলফনামা দেওয়া সম্ভব নয় ৷

কলেজ সার্ভিস কমিশনের এই তালিকা প্রকাশ নিয়ে সম্প্রতি মোনালিসা ঘোষ নামে এক প্রার্থী মামলা করেছেন ৷ তাঁর অভিযোগ, প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেছে কলেজ সার্ভিস কমিশন ৷ কিন্তু কে, কত নম্বর পেয়েছেন, তা জানানো হয়নি ৷ এক প্রার্থীর মাধ্যমিক থেকে পিএইচডি পর্যন্ত ডিগ্রির জন্য আলাদা আলাদা নম্বর থাকে ৷ সেই নম্বর যোগ করে কে কত পেয়েছে তার উল্লেখই নেই সিএসসি'র প্রকাশিত তালিকায় ৷ এই তালিকা প্রকাশের দাবিতে মামলা করেন তিনি ৷

সিঙ্গল বেঞ্চে কলেজ সার্ভিস কমিশনের আইনজীবী দাবি করেন, প্রার্থীদের সব নম্বর খতিয়ে দেখেই এই তালিকা তৈরি করা হয়েছিল ৷ তখন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আদালতে মন্তব্য করেছিলেন, "সিএসসি চেয়ারম্যানের কতগুলি গবেষণাপত্র আছে ? মনে রাখবেন, স্কুলে শিক্ষক নিয়োগে দুর্নীতির দায়ে এসএসসি চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য এখন জেলে রয়েছেন ৷"

2020 সালে কলেজ সার্ভিস কমিশনের সহকারী অধ্যাপক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় ৷ 2022 সালে তার পরীক্ষা এবং পরে প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হয়েছিল ৷ সেই প্যানেল সম্প্রতি প্রকাশিত হয়েছে ৷ তবে সেই প্যানেলে দেখা যাচ্ছে, পিএইচডি করা প্রার্থীদের নাম নেই তালিকায় ৷ এছাড়া প্রাপ্ত নম্বর অনেক বেশি হওয়ার কথা এই রকম বহু প্রার্থীর নাম নেই ৷ এদিকে তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁদের প্রাপ্ত নম্বর যথেষ্ট কম ৷

আরও পড়ুন: স্কুল ইউনিফর্ম বিতরণ প্রকল্পে আর্থিক দুর্নীতির অভিযোগ, তদন্তের নির্দেশ হাইকোর্টে

কলকাতা, 4 অক্টোবর: সহকারী অধ্যাপক নিয়োগের ক্ষেত্রে কলেজ সার্ভিস কমিশনের হলফনামা তলব করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ সহকারী অধ্যাপক নিয়োগের প্যানেলে অধ্যাপক প্রার্থীদের প্রাপ্ত নম্বর প্রকাশের নিয়ে এই হলফনামা তলব করেছিল আদালত ৷ বুধবার সকালে সিঙ্গল বেঞ্চের এই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করল কলেজ সার্ভিস কমিশন ৷ ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করার অনুমতি দিয়েছে ৷ আগামিকাল শুনানির সম্ভাবনা আছে ৷

এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন নিয়োগে স্বচ্ছতার জন্য প্রার্থীদের প্রাপ্ত নম্বর প্রকাশ করাটা জরুরি ৷ এই ব্যাপারে আগে কলেজ সার্ভিস কমিশনের বক্তব্য শোনা হবে ৷ তারপর সিদ্ধান্ত নেওয়া হবে ৷ 6 অক্টোবরের মধ্যে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি ৷

এদিন কলেজ সার্ভিস কমিশন বা সিএসসির তরফে আইনজীবী কিশোর দত্ত, বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন ৷ তিনি জানান এত কম সময়ে সব প্রার্থীদের প্রাপ্ত নম্বর-সহ তালিকা নিয়ে হলফনামা দেওয়া সম্ভব নয় ৷

কলেজ সার্ভিস কমিশনের এই তালিকা প্রকাশ নিয়ে সম্প্রতি মোনালিসা ঘোষ নামে এক প্রার্থী মামলা করেছেন ৷ তাঁর অভিযোগ, প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেছে কলেজ সার্ভিস কমিশন ৷ কিন্তু কে, কত নম্বর পেয়েছেন, তা জানানো হয়নি ৷ এক প্রার্থীর মাধ্যমিক থেকে পিএইচডি পর্যন্ত ডিগ্রির জন্য আলাদা আলাদা নম্বর থাকে ৷ সেই নম্বর যোগ করে কে কত পেয়েছে তার উল্লেখই নেই সিএসসি'র প্রকাশিত তালিকায় ৷ এই তালিকা প্রকাশের দাবিতে মামলা করেন তিনি ৷

সিঙ্গল বেঞ্চে কলেজ সার্ভিস কমিশনের আইনজীবী দাবি করেন, প্রার্থীদের সব নম্বর খতিয়ে দেখেই এই তালিকা তৈরি করা হয়েছিল ৷ তখন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আদালতে মন্তব্য করেছিলেন, "সিএসসি চেয়ারম্যানের কতগুলি গবেষণাপত্র আছে ? মনে রাখবেন, স্কুলে শিক্ষক নিয়োগে দুর্নীতির দায়ে এসএসসি চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য এখন জেলে রয়েছেন ৷"

2020 সালে কলেজ সার্ভিস কমিশনের সহকারী অধ্যাপক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় ৷ 2022 সালে তার পরীক্ষা এবং পরে প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হয়েছিল ৷ সেই প্যানেল সম্প্রতি প্রকাশিত হয়েছে ৷ তবে সেই প্যানেলে দেখা যাচ্ছে, পিএইচডি করা প্রার্থীদের নাম নেই তালিকায় ৷ এছাড়া প্রাপ্ত নম্বর অনেক বেশি হওয়ার কথা এই রকম বহু প্রার্থীর নাম নেই ৷ এদিকে তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁদের প্রাপ্ত নম্বর যথেষ্ট কম ৷

আরও পড়ুন: স্কুল ইউনিফর্ম বিতরণ প্রকল্পে আর্থিক দুর্নীতির অভিযোগ, তদন্তের নির্দেশ হাইকোর্টে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.