ETV Bharat / state

জেরার পরই অসুস্থ বিকাশ মিশ্র, ভর্তি হাসপাতালে - হাসপাতালে বিকাশ মিশ্র

দফায় দফায় চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন সিবিআইয়ের গোয়েন্দারা । সংশ্লিষ্ট হাসপাতালের কেবিনের বাইরে বিশাল নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন রয়েছে ।

coal-smuggling
coal-smuggling
author img

By

Published : Apr 19, 2021, 12:20 PM IST

কলকাতা, 19 এপ্রিল : অসুস্থ বিকাশ মিশ্র । কয়লা পাচার কাণ্ডে জড়িত অনুপ মাঝি ওরফে লালার মুখোমুখি বসে জেরা চলার পরপরই অসুস্থ হয়ে পড়েন বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্র । তাকে কলকাতার শম্ভুনাথ পন্ডিত হাসপাতালে ভরতি করা হয়েছে ।

দফায় দফায় চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন সিবিআইয়ের গোয়েন্দারা । সংশ্লিষ্ট হাসপাতালের কেবিনের বাইরে বিশাল নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন রয়েছে । সিবিআই সূত্রে খবর, বিকাশ মিশ্রের লিভারের সমস্যা দেখা গিয়েছে । সিবিআই সূত্রের খবর বেশকিছু দিন ধরে বিকাশ মিশ্র হেফাজতে থাকাকালীন খাওয়াদাওয়া ছেড়ে দিয়েছিলেন । কোনও কথা বলছিলেন না । লালার মুখোমুখি বসিয়ে বিকাশকে জিজ্ঞাসাবাদ করার পর থেকে তাঁর শরীর দুর্বল হয়ে যায় । তারপরই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। আজ হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে ফের কথা বলবেন সিবিআইয়ের গোয়েন্দারা । পরে বিকাশের মেডিকেল বোড তৈরি করা হবে ।

আরও পড়ুন : কলকাতায় প্রচারে না মমতার, জেলার কর্মসূচিতেও কাটছাঁট ; টুইট ডেরেকের

সম্প্রতি দিল্লি থেকে গ্রেফতার হন বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্র । তাঁকে গ্রেফতার করে ইডি । পাশাপাশি তাঁর কথাবার্তায় ছিল বিস্তর অসঙ্গতি । টাকার হিসাব পাওয়া না যাওয়াতেই তাঁকে দিল্লি থেকে গ্রেফতার করেছিল ইডি । পরে বেশ কিছুদিন বিকাশ মিশ্রকে রাখা হয়েছিল তিহার জেলে । এরপর তাঁকে আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করা হয় । নিজেদের হেফাজতে চায় সিবিআই । আদালতের নির্দেশ পাওয়ার পর বিকাশ মিশ্রকে নিজেদের হেফাজতে নেয় সিবিআই । কিন্তু সিবিআই হেফাজতে আসার পরেই মুখে কুলুপ এঁটেছিলেন বিকাশ মিশ্র । পাশাপাশি ঠিকভাবে খাওয়াদাওয়া করছিলেন না । এতেই অসুস্থ হয়ে পড়েন ।

কলকাতা, 19 এপ্রিল : অসুস্থ বিকাশ মিশ্র । কয়লা পাচার কাণ্ডে জড়িত অনুপ মাঝি ওরফে লালার মুখোমুখি বসে জেরা চলার পরপরই অসুস্থ হয়ে পড়েন বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্র । তাকে কলকাতার শম্ভুনাথ পন্ডিত হাসপাতালে ভরতি করা হয়েছে ।

দফায় দফায় চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন সিবিআইয়ের গোয়েন্দারা । সংশ্লিষ্ট হাসপাতালের কেবিনের বাইরে বিশাল নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন রয়েছে । সিবিআই সূত্রে খবর, বিকাশ মিশ্রের লিভারের সমস্যা দেখা গিয়েছে । সিবিআই সূত্রের খবর বেশকিছু দিন ধরে বিকাশ মিশ্র হেফাজতে থাকাকালীন খাওয়াদাওয়া ছেড়ে দিয়েছিলেন । কোনও কথা বলছিলেন না । লালার মুখোমুখি বসিয়ে বিকাশকে জিজ্ঞাসাবাদ করার পর থেকে তাঁর শরীর দুর্বল হয়ে যায় । তারপরই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। আজ হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে ফের কথা বলবেন সিবিআইয়ের গোয়েন্দারা । পরে বিকাশের মেডিকেল বোড তৈরি করা হবে ।

আরও পড়ুন : কলকাতায় প্রচারে না মমতার, জেলার কর্মসূচিতেও কাটছাঁট ; টুইট ডেরেকের

সম্প্রতি দিল্লি থেকে গ্রেফতার হন বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্র । তাঁকে গ্রেফতার করে ইডি । পাশাপাশি তাঁর কথাবার্তায় ছিল বিস্তর অসঙ্গতি । টাকার হিসাব পাওয়া না যাওয়াতেই তাঁকে দিল্লি থেকে গ্রেফতার করেছিল ইডি । পরে বেশ কিছুদিন বিকাশ মিশ্রকে রাখা হয়েছিল তিহার জেলে । এরপর তাঁকে আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করা হয় । নিজেদের হেফাজতে চায় সিবিআই । আদালতের নির্দেশ পাওয়ার পর বিকাশ মিশ্রকে নিজেদের হেফাজতে নেয় সিবিআই । কিন্তু সিবিআই হেফাজতে আসার পরেই মুখে কুলুপ এঁটেছিলেন বিকাশ মিশ্র । পাশাপাশি ঠিকভাবে খাওয়াদাওয়া করছিলেন না । এতেই অসুস্থ হয়ে পড়েন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.