ETV Bharat / state

হাত স‍্যানিটাইজ় করে কোরোনা বৈঠকে যোগ মমতা-সহ মন্ত্রীদের

author img

By

Published : Mar 16, 2020, 4:26 PM IST

Updated : Mar 16, 2020, 9:59 PM IST

সাংবাদিক বৈঠকে বারবার বলেছেন সাবধানতা অবলম্বন করতে । এবার নবান্নে বৈঠকে ঢোকার আগে নিজেই হাতে স্যনিটাইজ়ার লাগালেন মুখ্যমন্ত্রী । তাঁর সঙ্গে বাকিরাও স্যানিটাইজ়ার লাগিয়ে ঢুকলেন বৈঠকে ।

CM
নবান্ন

কলকাতা, 16 মার্চ : কোরোনা আতঙ্কে জেরবার মমতা বন্দ্যোপাধ্যায় থেকে মন্ত্রী-আমলারা । বারবার যা নিয়ে রাজ্যবাসীকে সতর্ক করেছেন খোদ মুখ্যমন্ত্রী । সাংবাদিক বৈঠকে বলেছেন সাবধানতা অবলম্বন করতে । আজ নবান্নে কোরোনা নিয়ে বৈঠকে যোগ দেওয়ার আগে প্রত্যেককেই সাবধানতা মেনে দু'হাতে স্যানিটাইজ়ার লাগাতে দেখা যায় । এক্ষেত্রে ছিল না সামান্যতম বিরক্তির ছাপ । বরং মুখ্যমন্ত্রী ও মন্ত্রী-সচিবেরা নিজেদের তাগিদেই মানলেন নিয়ম ।

কোরোনা নিয়ে বৈঠক শুরুর অনেক আগে থেকেই জোরকদমে নবান্ন সভাগৃহে চলে পরিষ্কার-পরিচ্ছন্নতা পালা‌ । স‍্যানিটাইজ়েশন করা হয় গোটা সভাগৃহ । বৈঠকে উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ রাজ্যের মন্ত্রী, সচিব, আমলারা ছিলেন বেশ সতর্ক । সকলকে স‍্যানেটাইজ়ার দিতে নবান্ন সভাগৃহের দু'দিকের প্রবেশদ্বারে হাজির ছিলেন দুই ব্যক্তি । মুখ্যমন্ত্রীসহ মন্ত্রী, সচিবরা নিজেদের হাত স‍্যানেটাইজ করেন । পরিষ্কার-পরিচ্ছন্ন হাত ছাড়া কারও বৈঠকে প্রবেশের অধিকার ছিল না বলেই জানা যায় । তবে গোটা বিষয়টি নিয়ে আতঙ্কিত রাজ্যের মন্ত্রী, আমলারা । তাঁদের চোখে মুখে সেই ছাপ স্পষ্ট । ফলে আতঙ্কের মধ্যে নিয়ম মেনে উৎসাহের সঙ্গে হাত পরিষ্কার-পরিচ্ছন্ন করে নিয়ে বৈঠকে প্রবেশ করলেন তাঁরা ।

বৈঠকে স্যানিটাইজ়ার লাগিয়ে ঢুকলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 16 মার্চ : কোরোনা আতঙ্কে জেরবার মমতা বন্দ্যোপাধ্যায় থেকে মন্ত্রী-আমলারা । বারবার যা নিয়ে রাজ্যবাসীকে সতর্ক করেছেন খোদ মুখ্যমন্ত্রী । সাংবাদিক বৈঠকে বলেছেন সাবধানতা অবলম্বন করতে । আজ নবান্নে কোরোনা নিয়ে বৈঠকে যোগ দেওয়ার আগে প্রত্যেককেই সাবধানতা মেনে দু'হাতে স্যানিটাইজ়ার লাগাতে দেখা যায় । এক্ষেত্রে ছিল না সামান্যতম বিরক্তির ছাপ । বরং মুখ্যমন্ত্রী ও মন্ত্রী-সচিবেরা নিজেদের তাগিদেই মানলেন নিয়ম ।

কোরোনা নিয়ে বৈঠক শুরুর অনেক আগে থেকেই জোরকদমে নবান্ন সভাগৃহে চলে পরিষ্কার-পরিচ্ছন্নতা পালা‌ । স‍্যানিটাইজ়েশন করা হয় গোটা সভাগৃহ । বৈঠকে উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ রাজ্যের মন্ত্রী, সচিব, আমলারা ছিলেন বেশ সতর্ক । সকলকে স‍্যানেটাইজ়ার দিতে নবান্ন সভাগৃহের দু'দিকের প্রবেশদ্বারে হাজির ছিলেন দুই ব্যক্তি । মুখ্যমন্ত্রীসহ মন্ত্রী, সচিবরা নিজেদের হাত স‍্যানেটাইজ করেন । পরিষ্কার-পরিচ্ছন্ন হাত ছাড়া কারও বৈঠকে প্রবেশের অধিকার ছিল না বলেই জানা যায় । তবে গোটা বিষয়টি নিয়ে আতঙ্কিত রাজ্যের মন্ত্রী, আমলারা । তাঁদের চোখে মুখে সেই ছাপ স্পষ্ট । ফলে আতঙ্কের মধ্যে নিয়ম মেনে উৎসাহের সঙ্গে হাত পরিষ্কার-পরিচ্ছন্ন করে নিয়ে বৈঠকে প্রবেশ করলেন তাঁরা ।

বৈঠকে স্যানিটাইজ়ার লাগিয়ে ঢুকলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Last Updated : Mar 16, 2020, 9:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.