কলকাতা, 25 এপ্রিল : রামপুরহাটের বগটুই নিয়ে ফের মামলা হল কলকাতা হাইকোর্টে । অভিযোগ, নিয়ম না মেনেই বগটুইয়ের ঘটনায় ক্ষতিপূরণ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়ােপাধ্য়ায় (CM tries to influence witnesses by compensation in Bagtui case) ।
চাকরি দিয়ে আদতে সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে । সবটাই বেআইনি । মুখ্যমন্ত্রী জনসাধারণের টাকা থেকে ক্ষতিপূরণ এবং চাকরি দিয়েছেন । এটা সম্পূর্ণ আইন বিরুদ্ধ । এই দাবিতে এদিন মামলাকারী রোকাম আলির হয়ে মামলা দায়ের করলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য । প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ রাজ্যের কাছে এ নিয়ে হলফনামা তলব করেছে । 26 জুলাই মামলার পরবর্তী শুনানি ।
আরও পড়ুন : আশিস বন্দ্যোপাধ্যায়কে বগটুই-কাণ্ডের মূল পান্ডা বললেন মিহিলাল, দলের একাংশের চক্রান্ত বলে অভিযোগ বিধায়কের
উল্লেখ্য, গত 25 মার্চ বগটুইয়ের পুড়িয়ে মারার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ । তার আগে মুখ্যমন্ত্রী বগটুই গ্রামে গিয়ে আক্রান্তদের পরিবারকে চাকরি দেওয়ার ও আর্থিক সহযোগিতার আশ্বাস দেন । সঙ্গে সঙ্গে বিরোধী রাজনৈতিক দলগুলির তরফে এর বিরোধিতা করা হলেও সরাসরি আদালতে মামলা দায়ের করা হয়নি ।