কলকাতা, 2 এপ্রিল : কোরোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা নিয়ে রাজ্যের মানুষকে বিভ্রান্ত করছেন মুখ্যমন্ত্রী। গতকাল ও আজ রাজ্য সরকারের তরফে কোরোনা সংক্রান্ত ভিন্ন তথ্য দেওয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করল বিরোধীরা । বাম ও কংগ্রেস নেতাদের বক্তব্য, এতদিন অভিনয় করছিলেন মমতা । উদ্দেশ্যপ্রণোদিতভাবে মৃতের সংখ্যা কমাচ্ছেন তিনি ।
গতকাল মুখ্যমন্ত্রী দাবি করেন, রাজ্যে ছ'জন নয়, তিনজনের মৃত্যু হয়েছে । আজ দু'ঘণ্টার ফারাকে আলাদা আালাদা তথ্য দেওয়া হয় রাজ্য সরকারের দুই প্রতিনিধির তরফে । রাজ্যের বিশেষজ্ঞরা বলেন, এপর্যন্ত রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা 53 । অন্যদিকে রাজ্যের মুখ্যসচিব জানান আক্রান্তের সংখ্যাটা 53 নয় 34 । এরপরই সরব হয় বিরোধীরা । তাদের দাবি, ভুল তথ্য দিচ্ছেন মুখ্যমন্ত্রী । বিভ্রান্ত করা হচ্ছে রাজ্যবাসীকে ।
এ বিষয়ে বিধানসভার বিরোধী দলনেতা আবদুল মান্নান বলেন, "রোগ নিয়ে ছিনিমিনি খেলবেন না মুখ্যমন্ত্রী। এই ভয়াবহ পরিস্থিতিতে মানুষকে বিভ্রান্ত করবেন না। দলবাজি করছেন সেটা আমরা দেখতে পাচ্ছি । মানুষের সর্বনাশ আর আপনার পৌষমাস করার চেষ্টা করবেন না। মানুষ আতঙ্কে রয়েছে । আর আপনি মানুষকে ভুল তথ্য দিচ্ছেন। কিছু স্তাবক আপনার প্রশংসা করবে। বহুমুখী প্রতিভার অধিকারী আপনি। আপনার পাশে মুখ্যসচিবকে বসিয়ে সাংবাদিক বৈঠক করে নবান্নে যে তথ্য দিচ্ছেন, তাতে সরকারের সঙ্গে আপনার বক্তব্যের ফারাক রয়েছে। দয়া করে মানুষের মৃত্যু নিয়ে ছিনিমিনি খেলবেন না।"
CPI(M) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেন, "প্রথমের দিকে মুখ্যমন্ত্রী সদিচ্ছার নাটক দেখাচ্ছিলেন। আসলে পুরোটাই অভিনয়। অতীতেও একাধিক বিপর্যয়ে মুখ্যমন্ত্রী তথ্য গোপন করেন। এক্ষেত্রেও তাই হল । কোরোনা আক্রান্ত রোগীর মৃত্যুর সংখ্যা নিয়েও চাপানউতোর রয়েছে মুখ্যমন্ত্রীর মধ্যে। কী কারণে তিনি মৃতের সংখ্যা কমিয়ে দেখাচ্ছেন? তাহলে কি চিকিৎসায় রাজ্য সরকারের কোনও গাফিলতি ছিল? রাজ্য সরকারের জন্য তো কোরোনা রোগ সৃষ্টি হয়নি। তাহলে কেন তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে মৃতের সংখ্যা কমাচ্ছেন? মুখ্যমন্ত্রীর উচিত সঠিক তথ্য রাজ্যের মানুষকে জানিয়ে আরও বেশি সতর্ক করা।"
রাজ্যে কোরোনা পরিস্থিতির মোকাবিলায় ইতিমধ্যেই একের পর এক পদক্ষেপ করেছেন মুখ্যমন্ত্রী । আইসোলেশন ওয়ার্ড, বিনামূল্যে রেশন থেকে জরুরি ত্রাণ তহবিল সহ একাধিক সিদ্ধান্ত নিয়েছেন। কখনও বাজার পরিদর্শনে গিয়ে, কখনও নিজে রাস্তায় চক দিয়ে দাগ কেটে মানুষকে সচেতনতার বার্তা দিয়েছেন। ইতিমধ্যেই তাঁর এই পদক্ষেপের প্রশংসা করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী ।