ETV Bharat / state

Mamata Odisha Visit: আজ ওড়িশা সফরে মুখ্যমন্ত্রী, কী কী রয়েছে সফরসূচিতে ?

বাঙালি পর্যটকদের জন্য সুখবর ৷ তাঁদের কথা ভেবে পুরীতে সরকারি গেস্ট হাউস তৈরির ভাবনা রাজ্য সরকারের ৷ আজ ওড়িশা সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ গেস্ট হাউস নির্মাণের জায়গা পরিদর্শনে যাবেন তিনি (Mamata Banerjee News) ৷ এর সঙ্গে বিজেডি প্রধান তথা মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে দেখা করবেন তৃণমূল সুপ্রিমো ৷

Etv Bharat
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Mar 21, 2023, 8:58 AM IST

Updated : Mar 21, 2023, 10:41 AM IST

কলকাতা, 21 মার্চ: আজ প্রতিবেশী রাজ্য ওড়িশার উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে জগন্নাথ মন্দির দর্শন করবেন ও পুজো দেবেন তিনি ৷ এরপর পুরীতে পশ্চিমবঙ্গের গেস্ট হাউস তৈরির জন্য জমি পরিদর্শন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর ৷ পাশাপাশি তিন দিনের এই সফরে বৃহস্পতিবার ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে দেখা করবেন তৃণমূল সুপ্রিমো ৷ রাজনৈতিক মহলের একাংশের মতে, এই সফরের মূল উদ্দেশ্য বিজেপি-বিরোধী এবং অ-কংগ্রেসি জোট গঠন ৷

এর আগে 17 মার্চ মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে আসেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব ৷ এই সাক্ষাতের পর কংগ্রেস-বিরোধী মন্তব্য করেন তৃণমূল নেত্রী ৷ তাই উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি প্রধানের পর ওড়িশার বিজু জনতা দলের (Biju Janata Dal) প্রধানের সঙ্গে সাক্ষাতের নেপথ্যে বিজেপি-বিরোধী এবং কংগ্রেস ছাড়া জোট তৈরির প্রসঙ্গ রয়েছে, মত রাজনৈতিক মহলের একাংশের ৷

পুরীতে ঘুরতে যাওয়া বাঙালিদের জন্য সরকারি গেস্ট হাউসের ভাবনা নেওয়া হয় 2013 সালে । কিন্তু বিভিন্ন জটিলতার কারণে সেই সিদ্ধান্ত বাস্তবায়িত করা যায়নি । এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওড়িশা সফরেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছে রাজ্য সরকার । নবান্ন সূত্রে খবর, এবার পুরীতে রাজ্য থেকে যাওয়া পর্যটকদের কথা মাথায় রেখে বড় আকারের গেস্ট হাউস তৈরি করতে চাইছে রাজ্য । মূলত, এই গেস্ট হাউস রাজ্য যুব কল্যাণ দফতরের হাতে থাকলেও তা তৈরি করবে পূর্ত দফতর । আর সে কারণেই আজ ওড়িশা সফরে এই দুই দফতরের আধিকারিকদের একাংশকে সঙ্গে নিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee visits Odisha)।

যতদূর জানা গিয়েছে, পুরীতে গেস্ট হাউস তৈরির প্রাথমিক পরিকল্পনা সফর শুরুর আগেই নবান্নে বসে করে নিয়েছেন রাজ্যের আধিকারিকরা । সম্ভবত এবার পুরী সফরের ফাঁকে গেস্ট হাউসের জন্য প্রস্তাবিত জমি যা পূর্বেই শনাক্ত করা হয়েছিল তা দেখে আসতে পারেন মুখ্যমন্ত্রী । পরিদর্শনের পর কীভাবে সেখানে গেস্ট হাউস তৈরি হবে সে বিষয়ে তিনি সিদ্ধান্ত নিতে পারেন । এখনও পর্যন্ত যা প্রাথমিক পরিকল্পনা তাতে রাজ্য সরকারের তরফ থেকে পুরীতে একটি বড় মাপের গেস্ট হাউস তৈরি করার উদ্যোগ নেওয়া হচ্ছে । সেই গেস্ট হাউসের বুকিং হবে অনলাইনে । যেখানে গিয়ে কম খরচে থাকতে পারবেন রাজ্য থেকে যাওয়া ভ্রমণ পিপাসু ব্যক্তিরা ৷ মনে করা হচ্ছে, 2025 সালের আগেই এই গেস্ট হাউস তৈরির কাজ শেষ করতে উদ্যোগ নেওয়া হবে ।

এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওড়িশা সফরের যা সূচি রয়েছে সেই অনুযায়ী আজ বিকেলেই তিনি কলকাতা থেকে বিমানে ভুবনেশ্বর উড়ে যাবেন । এরপর বুধবার যেতে পারেন জগন্নাথ মন্দিরে । ওইদিনই তিনি পৌঁছে যেতে পারেন গেস্ট হাউসের জন্য প্রস্তাবিত জমি পরিদর্শনে । তাঁর সঙ্গেই সেই জমি এবং গেস্ট হাউস তৈরির যাবতীয় নকশা ও প্রস্তুতি খতিয়ে দেখবেন পূর্ত দফতরের আধিকারিকরা । প্রয়োজনে এই নির্মাণকাজের জন্য নির্দিষ্ট নির্দেশও দিতে পারেন মুখ্যমন্ত্রী । এরপর বৃহস্পতিবার ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে তাঁর ৷

এমনিতে বছরভর রাজ্যের পর্যটকেরা যান পুরীতে । এক্ষেত্রে সরকারি-বেসরকারি বহু গেস্ট হাউস পুরীতে রয়েছে । কিন্তু এই বিপুল পরিমাণে বাঙালি পর্যটকদের জন্য কোন রাজ্য সরকারি গেস্ট হাউস এতদিন পর্যন্ত ছিল না । এবার বাংলার নিজস্ব গেস্ট হাউস তৈরি করতে চাইছে রাজ্য সরকার । যা সম্পূর্ণ হলে বাংলায় বসেই এর সুবিধা নিতে পারবেন এ রাজ্যের পর্যটকেরা ।

আরও পড়ুন : ওড়িশা থেকে ফিরেই কি বীরভূম নিয়ে বসবেন মমতা ?

কলকাতা, 21 মার্চ: আজ প্রতিবেশী রাজ্য ওড়িশার উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে জগন্নাথ মন্দির দর্শন করবেন ও পুজো দেবেন তিনি ৷ এরপর পুরীতে পশ্চিমবঙ্গের গেস্ট হাউস তৈরির জন্য জমি পরিদর্শন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর ৷ পাশাপাশি তিন দিনের এই সফরে বৃহস্পতিবার ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে দেখা করবেন তৃণমূল সুপ্রিমো ৷ রাজনৈতিক মহলের একাংশের মতে, এই সফরের মূল উদ্দেশ্য বিজেপি-বিরোধী এবং অ-কংগ্রেসি জোট গঠন ৷

এর আগে 17 মার্চ মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে আসেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব ৷ এই সাক্ষাতের পর কংগ্রেস-বিরোধী মন্তব্য করেন তৃণমূল নেত্রী ৷ তাই উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি প্রধানের পর ওড়িশার বিজু জনতা দলের (Biju Janata Dal) প্রধানের সঙ্গে সাক্ষাতের নেপথ্যে বিজেপি-বিরোধী এবং কংগ্রেস ছাড়া জোট তৈরির প্রসঙ্গ রয়েছে, মত রাজনৈতিক মহলের একাংশের ৷

পুরীতে ঘুরতে যাওয়া বাঙালিদের জন্য সরকারি গেস্ট হাউসের ভাবনা নেওয়া হয় 2013 সালে । কিন্তু বিভিন্ন জটিলতার কারণে সেই সিদ্ধান্ত বাস্তবায়িত করা যায়নি । এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওড়িশা সফরেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছে রাজ্য সরকার । নবান্ন সূত্রে খবর, এবার পুরীতে রাজ্য থেকে যাওয়া পর্যটকদের কথা মাথায় রেখে বড় আকারের গেস্ট হাউস তৈরি করতে চাইছে রাজ্য । মূলত, এই গেস্ট হাউস রাজ্য যুব কল্যাণ দফতরের হাতে থাকলেও তা তৈরি করবে পূর্ত দফতর । আর সে কারণেই আজ ওড়িশা সফরে এই দুই দফতরের আধিকারিকদের একাংশকে সঙ্গে নিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee visits Odisha)।

যতদূর জানা গিয়েছে, পুরীতে গেস্ট হাউস তৈরির প্রাথমিক পরিকল্পনা সফর শুরুর আগেই নবান্নে বসে করে নিয়েছেন রাজ্যের আধিকারিকরা । সম্ভবত এবার পুরী সফরের ফাঁকে গেস্ট হাউসের জন্য প্রস্তাবিত জমি যা পূর্বেই শনাক্ত করা হয়েছিল তা দেখে আসতে পারেন মুখ্যমন্ত্রী । পরিদর্শনের পর কীভাবে সেখানে গেস্ট হাউস তৈরি হবে সে বিষয়ে তিনি সিদ্ধান্ত নিতে পারেন । এখনও পর্যন্ত যা প্রাথমিক পরিকল্পনা তাতে রাজ্য সরকারের তরফ থেকে পুরীতে একটি বড় মাপের গেস্ট হাউস তৈরি করার উদ্যোগ নেওয়া হচ্ছে । সেই গেস্ট হাউসের বুকিং হবে অনলাইনে । যেখানে গিয়ে কম খরচে থাকতে পারবেন রাজ্য থেকে যাওয়া ভ্রমণ পিপাসু ব্যক্তিরা ৷ মনে করা হচ্ছে, 2025 সালের আগেই এই গেস্ট হাউস তৈরির কাজ শেষ করতে উদ্যোগ নেওয়া হবে ।

এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওড়িশা সফরের যা সূচি রয়েছে সেই অনুযায়ী আজ বিকেলেই তিনি কলকাতা থেকে বিমানে ভুবনেশ্বর উড়ে যাবেন । এরপর বুধবার যেতে পারেন জগন্নাথ মন্দিরে । ওইদিনই তিনি পৌঁছে যেতে পারেন গেস্ট হাউসের জন্য প্রস্তাবিত জমি পরিদর্শনে । তাঁর সঙ্গেই সেই জমি এবং গেস্ট হাউস তৈরির যাবতীয় নকশা ও প্রস্তুতি খতিয়ে দেখবেন পূর্ত দফতরের আধিকারিকরা । প্রয়োজনে এই নির্মাণকাজের জন্য নির্দিষ্ট নির্দেশও দিতে পারেন মুখ্যমন্ত্রী । এরপর বৃহস্পতিবার ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে তাঁর ৷

এমনিতে বছরভর রাজ্যের পর্যটকেরা যান পুরীতে । এক্ষেত্রে সরকারি-বেসরকারি বহু গেস্ট হাউস পুরীতে রয়েছে । কিন্তু এই বিপুল পরিমাণে বাঙালি পর্যটকদের জন্য কোন রাজ্য সরকারি গেস্ট হাউস এতদিন পর্যন্ত ছিল না । এবার বাংলার নিজস্ব গেস্ট হাউস তৈরি করতে চাইছে রাজ্য সরকার । যা সম্পূর্ণ হলে বাংলায় বসেই এর সুবিধা নিতে পারবেন এ রাজ্যের পর্যটকেরা ।

আরও পড়ুন : ওড়িশা থেকে ফিরেই কি বীরভূম নিয়ে বসবেন মমতা ?

Last Updated : Mar 21, 2023, 10:41 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.