ETV Bharat / state

Mamata Monsoon Session: সোমবার মণিপুর নিয়ে আলোচনা বিধানসভায়, বলবেন মমতাও - Monsoon Session

আগামিকাল রাজ্য বিধানসভায় মণিপুর নিয়ে আলোচনা রয়েছে ৷ তাতে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখান থেকেই ডাবল ইঞ্জিন সরকারের বিরুদ্ধে আক্রমণ শানাতে পারেন মুখ্যমন্ত্রী।

Monsoon Session
বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Jul 30, 2023, 1:57 PM IST

কলকাতা, 30 জুলাই: শনিবার থেকেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্বাস্থ্যের প্রতি নজর রাজ্যবাসীর। কিন্তু আগামিকাল সকলের নজর থাকবে রাজ্য বিধানসভার দিকে। কারণ আগামিকাল রাজ্য বিধানসভায় মণিপুর নিয়ে আলোচনা হবে। উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বক্তা তালিকাতেও থাকছেন তিনি। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই প্রস্তাব রাজ্য বিধানসভায় নিয়ে আনা হবে। প্রস্তাবক পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ৷

বক্তার তালিকায় নাম রয়েছে, শাসকদলের মুখ্য সচেতক নির্মল ঘোষ, উপমুখ্য সচেতক তাপস রায়, রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা, বিধায়ক রাজ চক্রবর্তী, জুন মালিয়া, কল্লোল খান, অশোক দেব। এদের মধ্য থেকেই শাসকদলের তরফ থেকে এই ইস্যুতে বক্তব্য রাখবেন একাধিক মন্ত্রী ও বিধায়করা। অন্যদিকে, ওইদিন এই আলোচনায় উপস্থিত থাকবেন বিরোধী বিধায়করাও। যেহেতু আলোচনার মূল বিষয়ের মধ্যে বেশিরভাগটাই থাকবে নারী নির্যাতন তাই এই আলোচনায় বক্তা হিসাবে থাকবেন অগ্নিমিত্রা পল, শ্রীরূপা মিত্রের মতো মহিলা বিধায়করা।

আরও পড়ুন: বাদল অধিবেশনে আসতে পারে দু’টি অর্থ বিল, রাজ্যপালকে আগাম জানিয়ে এলেন মুখ্যমন্ত্রী

এই আলোচনায় অংশগ্রহণ করতে পারেন একমাত্র আইএসএফের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকীও। এখনও পর্যন্ত যতদূর জানা যাচ্ছে এই প্রস্তাব থেকে শুধু মণিপুরে বর্তমান পরিস্থিতির নিয়ে নিন্দা নয় নতুন করে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল পাঠানোর বিষয়টিও উঠতে পারে আলোচনায়, এমনটাই তৃণমূল কংগ্রেস সূত্রে খবর। এছাড়া এদিনের এই আলোচনা থেকেই ডাবল ইঞ্জিন সরকারের বিরুদ্ধে আক্রমণ শানাতে পারেন মুখ্যমন্ত্রী।

অন্যদিকে, বিরোধী শিবির প্রস্তুত হচ্ছে, এই রাজ্যে একের পর এক যে নারী নির্যাতনের ঘটনা সংবাদ শিরোনামে এসেছে সেগুলিকে তুলে ধরে সরকার পক্ষকে কোণঠাসা করতে। খুব স্বাভাবিকভাবেই এসবের মাঝেই আরও একবার সরগরম হওয়ার আশঙ্কা থাকছে রাজ্য বিধানসভা। এই অবস্থায় আগামিকাল অর্থাৎ সোমবার কী হয় সেটাই এখন দেখার।

আরও পড়ুন: নারী নির্যাতন নিয়ে মুলতুবি প্রস্তাব আনতে না পেরে বিধানসভায় বিজেপির ওয়াক আউট

কলকাতা, 30 জুলাই: শনিবার থেকেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্বাস্থ্যের প্রতি নজর রাজ্যবাসীর। কিন্তু আগামিকাল সকলের নজর থাকবে রাজ্য বিধানসভার দিকে। কারণ আগামিকাল রাজ্য বিধানসভায় মণিপুর নিয়ে আলোচনা হবে। উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বক্তা তালিকাতেও থাকছেন তিনি। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই প্রস্তাব রাজ্য বিধানসভায় নিয়ে আনা হবে। প্রস্তাবক পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ৷

বক্তার তালিকায় নাম রয়েছে, শাসকদলের মুখ্য সচেতক নির্মল ঘোষ, উপমুখ্য সচেতক তাপস রায়, রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা, বিধায়ক রাজ চক্রবর্তী, জুন মালিয়া, কল্লোল খান, অশোক দেব। এদের মধ্য থেকেই শাসকদলের তরফ থেকে এই ইস্যুতে বক্তব্য রাখবেন একাধিক মন্ত্রী ও বিধায়করা। অন্যদিকে, ওইদিন এই আলোচনায় উপস্থিত থাকবেন বিরোধী বিধায়করাও। যেহেতু আলোচনার মূল বিষয়ের মধ্যে বেশিরভাগটাই থাকবে নারী নির্যাতন তাই এই আলোচনায় বক্তা হিসাবে থাকবেন অগ্নিমিত্রা পল, শ্রীরূপা মিত্রের মতো মহিলা বিধায়করা।

আরও পড়ুন: বাদল অধিবেশনে আসতে পারে দু’টি অর্থ বিল, রাজ্যপালকে আগাম জানিয়ে এলেন মুখ্যমন্ত্রী

এই আলোচনায় অংশগ্রহণ করতে পারেন একমাত্র আইএসএফের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকীও। এখনও পর্যন্ত যতদূর জানা যাচ্ছে এই প্রস্তাব থেকে শুধু মণিপুরে বর্তমান পরিস্থিতির নিয়ে নিন্দা নয় নতুন করে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল পাঠানোর বিষয়টিও উঠতে পারে আলোচনায়, এমনটাই তৃণমূল কংগ্রেস সূত্রে খবর। এছাড়া এদিনের এই আলোচনা থেকেই ডাবল ইঞ্জিন সরকারের বিরুদ্ধে আক্রমণ শানাতে পারেন মুখ্যমন্ত্রী।

অন্যদিকে, বিরোধী শিবির প্রস্তুত হচ্ছে, এই রাজ্যে একের পর এক যে নারী নির্যাতনের ঘটনা সংবাদ শিরোনামে এসেছে সেগুলিকে তুলে ধরে সরকার পক্ষকে কোণঠাসা করতে। খুব স্বাভাবিকভাবেই এসবের মাঝেই আরও একবার সরগরম হওয়ার আশঙ্কা থাকছে রাজ্য বিধানসভা। এই অবস্থায় আগামিকাল অর্থাৎ সোমবার কী হয় সেটাই এখন দেখার।

আরও পড়ুন: নারী নির্যাতন নিয়ে মুলতুবি প্রস্তাব আনতে না পেরে বিধানসভায় বিজেপির ওয়াক আউট

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.