সল্টলেক, 16 জানুয়ারি: আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধনের সময়ের পরিবর্তন হল। বিকেল সাড়ে চারটের পরিবর্তে এবার দুপুর 2টোর সময় 46তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন হবে । 30 জানুয়ারি বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) । মুখ্যমন্ত্রীর নির্দেশে বইমেলা প্রাঙ্গণে সমস্ত এজেন্সিদের নিয়ে একটা ফলো-আপ মিটিং ডাকা হয়েছিল । সোমবার দুপুরে সল্টলেকে মেলা প্রাঙ্গণ পরিদর্শন করতে এসে এমনটাই জানালেন গিল্ডের সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় । এছাড়াও ছিলেন গিল্ডের সভাপতি সুধাংশুশেখর দে, বিধাননগর পুলিশ কমিশনার গৌরব শর্মা-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা ।
ত্রিদিব চট্টোপাধ্যায় বলেন, "একটা ফলো-আপ মিটিং ডাকা হয়েছিল সমস্ত এজেন্সিদের নিয়ে । দমকল ছিল, হেলথ ছিল, আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট ছিল, কেএমডিএ ছিল, বিধাননগর পৌরনিগমের কর্তারা ছিলেন, বিধাননগর পুলিশ কর্তারা ছিলেন । সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট নিয়ে কথা হয়েছে । সিসিটিভি ক্যামেরা আরও বাড়ানো হবে। সর্বত্র বুক ফেয়ারস বাস টার্মিনাস আলাদা করে করা হয় । বিভিন্ন জায়গার ট্রাফিক ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা হয়েছে ।"
তিনি আরও বলেন, "আগামী বছরের জন্য আন্ডারপাস তৈরি হচ্ছে এখানে ৷ এবছর একটু কষ্ট করতে হবে । যেখানে মেট্রো থেকে বা ট্যাক্সি থেকে নেমে সোজা বইমেলা প্রাঙ্গণে আসতে পারবেন সকলে । পুলিশের স্থায়ী একটি কন্ট্রোল রুমও খোলা হয়েছে । দমকলের একটি কন্ট্রোল রুম করা হয়েছে । তাছাড়া আমাদের গিল্ডের একটি কন্ট্রোল রুম করা হয়েছে । এছাড়া ওয়াচ টাওয়ার, নিরাপত্তার জন্য ব্যবস্থা করা হয়েছে । মেলা প্রাঙ্গণ পরিস্কার করার ব্যবস্থা থাকবে । প্রচুর টয়লেট করা হবে ৷ এছাড়াও বায়ো টয়লেটের ব্যবস্থা করা হবে। পার্কিং জোনের জন্য ব্যবস্থা থাকবে সিসিটিভি ক্যামেরার । সল্টলেকের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে সিসিটিভি ক্যামেরা ব্যবস্থা থাকবে ।"
জানা গিয়েছে, মেলা প্রাঙ্গনে মশার তেল দেওয়ার জন্য ব্যবস্থা থাকবে । কেএমডি-এর পক্ষ থেকে মাঠ সাজানোরও ব্যবস্থা নেওয়া হয়েছে । আলোকিত করার ব্যবস্থা নিয়েছে বিধাননগর পৌরনিগম এবং কেএমডিএ । মেলার মধ্যে যে রান্নার ব্যবস্থা করা হতো সেগুলো এখন মেলা প্রাঙ্গনের বাইরে করা হবে । এবার বইমেলা (Kolkata Book Fair) উদ্বোধন হবে বেলা দু'টোর সময় । প্রায় 900 স্টল থাকবে । প্রথম মেট্রোর সুবিধা পাওয়া যাবে । গিল্ডের পক্ষ থেকে রবিবারও মেট্রো চালানোর আবেদন করা হয়েছে বলে খবর ।