কলকাতা, 8 জুলাই : সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পাঠ্যক্রম থেকে বাদ ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্রের পাঠ । কেন্দ্রের এই সিদ্ধান্তে হতবাক মমতা বন্দ্যোপাধ্যায় । অর্থনীতি বিদ্যা এবং রাষ্ট্রবিজ্ঞান থেকে কীভাবে গণতান্ত্রিক অধিকার, যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং ধর্মনিরপেক্ষতার মতো বিষয়গুলিকে বাদ দেওয়া হল সেই নিয়েই প্রশ্ন তোলেন তিনি ।
কোরোনা ভাইরাস সংকটের মাঝে পড়ুয়াদের উপর চাপ কমাতে মূল বিষয়গুলি অপরিবর্তিত রেখে পাঠক্রমের 30 শতাংশ কমানোর সিদ্ধান্ত নেয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক ৷ CBSE-কে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠক্রমটি সংশোধন করার নির্দেশও দেওয়া হয় ৷
এই পদক্ষেপে আজ দৃঢ় আপত্তি জানান মুখ্যমন্ত্রী । তিনি টুইটে লেখেন, " আমি স্তম্ভিত । COVID-19 পরিস্থিতিতে CBSE-র পাঠ্যক্রম সংশোধনের নামে কেন্দ্র নাগরিকত্ব, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, ধর্মনিরপেক্ষতা এবং দেশভাগের মতো বিষয় বাদ দিয়েছে । "
-
Shocked to know that the Central Govt has dropped topics like Citizenship, Federalism, Secularism & Partition in the name of reducing CBSE course during #COVIDCrisis.
— Mamata Banerjee (@MamataOfficial) July 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
We strongly object to this & appeal @HRDMinistry, GoI to ensure these vital lessons aren't curtailed at any cost. https://t.co/pkBaVI4VKM
">Shocked to know that the Central Govt has dropped topics like Citizenship, Federalism, Secularism & Partition in the name of reducing CBSE course during #COVIDCrisis.
— Mamata Banerjee (@MamataOfficial) July 8, 2020
We strongly object to this & appeal @HRDMinistry, GoI to ensure these vital lessons aren't curtailed at any cost. https://t.co/pkBaVI4VKMShocked to know that the Central Govt has dropped topics like Citizenship, Federalism, Secularism & Partition in the name of reducing CBSE course during #COVIDCrisis.
— Mamata Banerjee (@MamataOfficial) July 8, 2020
We strongly object to this & appeal @HRDMinistry, GoI to ensure these vital lessons aren't curtailed at any cost. https://t.co/pkBaVI4VKM
পাঠ্যক্রমের এই পরিবর্তনে দৃঢ় বিরোধিতা করেন মমতা বন্দ্যোপাধ্যায় । টুইটে লেখেন, আমরা এই পদক্ষেপের বিরোধিতা করছি । মানব সম্পদ উন্নয়ন মন্ত্রককে আবেদন করছি যে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলি কোনওভাবেই বাদ দেওয়া যায় না ।