কলকাতা, 31 অগস্ট: পয়লা সেপ্টেম্বর 'পুলিশ দিবস'। তার আগে বুধবার রাজ্য ও কলকাতা পুলিশের সকল আধিকারিক ও কর্মীকে অভিনন্দন জানিয়ে রাজ্য ও কলকাতা পুলিশ বাহিনীর বিভিন্ন পদের জন্য একগুচ্ছ উন্নয়নমূলক সিদ্ধান্ত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee on WB police recruitment)। এই সিদ্ধান্তের মধ্যে একদিকে যেমন আছে কনস্টেবল পদে নিয়োগের জন্য বয়সের উর্দ্ধসীমার পরিবর্তন, তেমনই রয়েছে পুলিশ বিভাগে কর্মরত চুক্তিভিত্তিক গাড়িচালকদের মাসিক বেতন বৃদ্ধি-সহ একাধিক ঘোষণা(Mamata on Police Recruitment)৷
এদিন মুখ্যমন্ত্রী জানান, পুলিশ কনস্টেবল পদে নিয়োগের বয়সের ঊর্ধ্বসীমা বেড়ে হল 30 বছর । আগে এই বয়সসীমা ছিল 27 বছর । একই সঙ্গে তিনি আরও জানান, পুলিশে কর্তব্যরত অবস্থায় কারও মৃত্যু হলে পরিবর্তে পরিবারের কাউকে পুলিশের চাকরির ক্ষেত্রে শারীরিক সক্ষমতা এবং বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে । একইসঙ্গে সিভিক ভলান্টিয়ার্স, ভিলেজ পুলিশ, হোমগার্ড ও সিভিল ডিফেন্স থেকে পুলিশ কনস্টেবলে পদোন্নতির ক্ষেত্রেও বয়সেও ছাড় দেওয়া হয়েছে । পদোন্নতিতে বয়সের ঊর্ধ্বসীমা 27 এর পরিবর্তে হল এখন থেকে হবে 35 বছর ।
এছাড়াও এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, এবার থেকে রাজ্য পুলিশের গাড়ি চালকরা পাবেন 15 হাজার টাকা মাসিক বেতন এবং কলকাতা পুলিশের গাড়ি চালকরা 13 হাজার 500 টাকা মাসিক বেতন পাবেন ।
আরও পড়ুন : এই রকম ডার্টি পলিটিক্স হবে জানলে রাজনীতি ছেড়ে দিতাম, অভিমানী মমতা
রাজ্য পুলিশের গাড়ির চুক্তিভিত্তিক চালকরা এতদিন পেতেন 13 হাজার 500 টাকা । সেই বেতন বেড়ে হল 15 হাজার টাকা । এই ঘোষণা অনুযায়ী, কলকাতা এবং রাজ্য পুলিশের ওয়ারলেস অপারেটরা দীর্ঘদিন পদোন্নতি পাননি । এবার কনস্টেবল থেকে অ্যাসিট্যান্ট সাব-ইন্সপেক্টর, অ্যাসিট্যান্ট সাব-ইন্সপেক্টর থেকে সাব-ইন্সপেক্টর পদে থাকছে পদোন্নতির সুযোগ । অশ্বারোহী পুলিশের সহিসদেরও জন্যও থাকছে পদোন্নতির সুযোগ ।
এবার থেকে সমস্ত পুলিশ কর্মচারীদের জন্য ইউনিফর্ম অ্যালাউন্স দেওয়া হবে । এ বছর কলকাতা পুলিশের এসিপি এবং ডিসিপিরা ইউনিফর্ম অ্যালাউন্স বা পোশাক ভাতা হিসেবে বছরে 15 হাজার টাকা পাবেন । পুলিশের এসআই, এএসআই এবং কনস্টেবলরা এতদিন ইউনিফর্মের কিট পেতেন । পরের আর্থিক বছর থেকে ইউনিফর্ম ভাতা পাবেন । ইন্সপেক্টর পাবেন 10 হাজার টাকা, সাব-ইন্সপেক্টর পাবেন সাড়ে 7 হাজার, অ্যাসিট্যান্ট সাব-ইন্সপেক্টর পাবেন 6 হাজার ও কনস্টেবলরা পাবেন 5 হাজার টাকা ।
এবছর তাঁরা কিট পেয়েছেন । তাই পোশাক রক্ষণাবেক্ষণের দরুণ কিছু টাকা দেওয়া হবে । এক্ষেত্রে ইন্সপেক্টর ও সাব-ইন্সপেক্টররা পাবেন সাড়ে 4 হাজার টাকা, অ্যাসিট্যান্ট সাব-ইন্সপেক্টর পাবেন 3 হাজার টাকা, কনস্টেবল পাবেন 3 হাজার টাকা ।
আরও পড়ুন : আমার পরিবারের নামে জমি দখল প্রমাণ হলে বুলডোজার দিয়ে ভেঙে দিন, চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর