কলকাতা, 14 অগাস্ট : আজ নজরুল মঞ্চে ষষ্ঠ কন্যাশ্রী দিবস পালন অনুষ্ঠানে নতুন ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । জেলায় জেলায় কন্যাশ্রী কলেজ গড়ার পরিকল্পনা নিচ্ছেন তিনি । মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমাদের ছাত্র-ছাত্রীদের আরও বেশি করে শিক্ষা-দীক্ষা হোক । কন্যাশ্রী মেয়েদের জন্য বিশ্ববিদ্যালয় হচ্ছে । আমরা পরিকল্পনা নিচ্ছি প্রতি জেলায় কন্যাশ্রী কলেজ গড়ার ।"
প্রতিবারের মতো এবারেও নজরুল মঞ্চে ঘটা করে পালন হল কন্যাশ্রী দিবস । আজ ছয় বছরে পা দিল রাজ্য সরকারের এই প্রকল্প । প্রথা মেনেই বিভিন্ন স্কুল কলেজের ছাত্রীদের প্রদান করা হয় বিশেষ কন্যাশ্রী পুরস্কার । মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন নারী ও সমাজ কল্যাণ মন্ত্রী শশী পাঁজা, সাংসদ শান্তনু সেনসহ বিশিষ্টজনেরা । হল ভরতি করে হাজির ছিল একাধিক জেলার বিভিন্ন স্কুলের ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকা ।
আজ কন্যাশ্রীর মঞ্চ থেকে ছাত্রীদের বিভিন্ন পরামর্শ দেন মুখ্যমন্ত্রী । রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, স্বামী বিবেকানন্দসহ একাধিক মনীষীর কথা বলে নিজেদের জীবন তৈরির পরামর্শ দেন তিনি । এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় জানান, কন্যাশ্রী মেয়েদের জন্য বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে । নেওয়া হচ্ছে প্রতিটি জেলায় কন্যাশ্রী কলেজ গড়ার পরিকল্পনা । এছাড়াও ছাত্রীদের স্কিল ডেভেলপমেন্টের জন্য উদ্যোগ নেওয়ার কথা ঘোষণা করেন । পাশাপাশি 'উৎকর্ষ বাংলা' প্রকল্পকে কন্যাশ্রীর আওতাভুক্ত করার নির্দেশ দেন মন্ত্রী শশী পাঁজাকে ।