ETV Bharat / state

Mamata Banerjee on Chandrayaan 3 Success Landing: চন্দ্রযানের সফল অবতরণের পরই উচ্ছ্বসিত মমতা, টুইটে শুভেচ্ছাবার্তা - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়

চন্দ্রযান-3-এর সফল অবতরণের পরই শুভেচ্ছা জানিয়ে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ একই সঙ্গে, বুধবার ইসরোর উচ্ছ্বসিত প্রশংসাও করেছেন মুখ্যমন্ত্রী ৷

Etv Bharat
মমতা
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 23, 2023, 6:33 PM IST

Updated : Aug 23, 2023, 7:36 PM IST

কলকাতা, 23 অগস্ট: চন্দ্রযান-3-এর সফল অবতরণের পরই উচ্ছ্বসিত মমতা । শুভেচ্ছা জানিয়ে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ একই সঙ্গে, বুধবার ইসরোর প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী ৷ এদিন সন্ধ্য়া ছ'টা চার মিনিটে নির্ধারিত সময়েই চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করেছে চন্দ্রযান-3 ৷ এরপরই সরাসরি দক্ষিণ আফ্রিকা থেকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী মোদি ৷ প্রায় সমসময়েই টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷

এদিন টুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, "চন্দ্রযান-৩-এর অসাধারণ সাফল্যে অভিনন্দন ৷" এর সঙ্গেই, ইসরো-কে ট্যাগ করে মুখ্যমন্ত্রী লিখেছেন, "চাঁদে সফলভাবে একটি অন্বেষণ মিশন পাঠানোর ক্ষেত্রে আমাদের দেশের মহৎ কৃতিত্বের জন্য শুভেচ্ছা ৷ আমাদের বিজ্ঞানীরা দেশের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতির সাক্ষ্য দিয়েছেন। ভারত এখন মহাকাশের সুপার লিগে। অভিযানের সকল গর্বিত স্থপতি এবং স্টেকহোল্ডারদের আন্তরিক অভিনন্দন। আসুন আমরা মহিমান্বিত মুহূর্তটি উদযাপন করি এবং জ্ঞানের ক্ষেত্রে ভারতের আরও অগ্রগতির জন্য প্রার্থনা করি।"

  • Hail Chandrayaan-3!
    Hail its stupendous success!!
    Hail @isro!!
    Hail our nation's magnificent achievement in sending an exploration mission successfully to the Moon!!

    Our scientists have testified the country's scientific and technological progress. India is now in the super…

    — Mamata Banerjee (@MamataOfficial) August 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিন চন্দ্রযানের সাফল্যের পর অভিনন্দন জানিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস ৷ তিনি বলেন, "ভারত নিজেও জিতেছে এবং অন্যদেরও জিতিয়েছে। ভারতীয় মনের পক্ষে অসম্ভব বলে কিছু নেই। ভারত আমাদের বিজ্ঞানীদের মাধ্যমে প্রমাণ করেছে 'ঝান্ডা ওঁচা রাহে হামারা', 'মেরা ভারত মহান'। আমি সমগ্র জাতির সঙ্গে ইসরোর টিমকে অভিনন্দন জানাই ৷ যে টিম ইন্ডিয়া এই অসম্ভব মিশনটিকে নির্বিঘ্নে সম্ভব করে করেছে ৷"

আরও পড়ুন: পৃথিবীতে নেওয়া সংকল্প চাঁদে সফল হল, চন্দ্রযান-3 এর সাফল্য নিয়ে মন্তব্য প্রধানমন্ত্রীর

ইসরোকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ও ৷ তিনি লিখেছেন, ভারত গর্ব অনুভব করছে ইসরোর জন্য ৷ এদিন টুইট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তিনি লিখেছেন, ইতিহাস তৈরির জন্য ইসরো অভিনন্দন ৷ চন্দ্রযান-3 মিশনের "বিক্রম" সফলভাবে চাঁদে অবতরণ করেছে। আমরাই প্রথম দেশ যারা চন্দ্রের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করেছি ৷ মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চিনের পরে চাঁদে রোভার চালানোর জন্য সমগ্র বিশ্বের মধ্যে চতুর্থ দেশ। আশা করি ল্যান্ডার "বিক্রম" এবং রোভার "প্রজ্ঞান" সমস্ত কাজ সম্পন্ন করবে এবং চন্দ্রযান-3 লুনার মিশন চূড়ান্ত সফল হবে।"

কলকাতা, 23 অগস্ট: চন্দ্রযান-3-এর সফল অবতরণের পরই উচ্ছ্বসিত মমতা । শুভেচ্ছা জানিয়ে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ একই সঙ্গে, বুধবার ইসরোর প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী ৷ এদিন সন্ধ্য়া ছ'টা চার মিনিটে নির্ধারিত সময়েই চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করেছে চন্দ্রযান-3 ৷ এরপরই সরাসরি দক্ষিণ আফ্রিকা থেকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী মোদি ৷ প্রায় সমসময়েই টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷

এদিন টুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, "চন্দ্রযান-৩-এর অসাধারণ সাফল্যে অভিনন্দন ৷" এর সঙ্গেই, ইসরো-কে ট্যাগ করে মুখ্যমন্ত্রী লিখেছেন, "চাঁদে সফলভাবে একটি অন্বেষণ মিশন পাঠানোর ক্ষেত্রে আমাদের দেশের মহৎ কৃতিত্বের জন্য শুভেচ্ছা ৷ আমাদের বিজ্ঞানীরা দেশের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতির সাক্ষ্য দিয়েছেন। ভারত এখন মহাকাশের সুপার লিগে। অভিযানের সকল গর্বিত স্থপতি এবং স্টেকহোল্ডারদের আন্তরিক অভিনন্দন। আসুন আমরা মহিমান্বিত মুহূর্তটি উদযাপন করি এবং জ্ঞানের ক্ষেত্রে ভারতের আরও অগ্রগতির জন্য প্রার্থনা করি।"

  • Hail Chandrayaan-3!
    Hail its stupendous success!!
    Hail @isro!!
    Hail our nation's magnificent achievement in sending an exploration mission successfully to the Moon!!

    Our scientists have testified the country's scientific and technological progress. India is now in the super…

    — Mamata Banerjee (@MamataOfficial) August 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিন চন্দ্রযানের সাফল্যের পর অভিনন্দন জানিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস ৷ তিনি বলেন, "ভারত নিজেও জিতেছে এবং অন্যদেরও জিতিয়েছে। ভারতীয় মনের পক্ষে অসম্ভব বলে কিছু নেই। ভারত আমাদের বিজ্ঞানীদের মাধ্যমে প্রমাণ করেছে 'ঝান্ডা ওঁচা রাহে হামারা', 'মেরা ভারত মহান'। আমি সমগ্র জাতির সঙ্গে ইসরোর টিমকে অভিনন্দন জানাই ৷ যে টিম ইন্ডিয়া এই অসম্ভব মিশনটিকে নির্বিঘ্নে সম্ভব করে করেছে ৷"

আরও পড়ুন: পৃথিবীতে নেওয়া সংকল্প চাঁদে সফল হল, চন্দ্রযান-3 এর সাফল্য নিয়ে মন্তব্য প্রধানমন্ত্রীর

ইসরোকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ও ৷ তিনি লিখেছেন, ভারত গর্ব অনুভব করছে ইসরোর জন্য ৷ এদিন টুইট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তিনি লিখেছেন, ইতিহাস তৈরির জন্য ইসরো অভিনন্দন ৷ চন্দ্রযান-3 মিশনের "বিক্রম" সফলভাবে চাঁদে অবতরণ করেছে। আমরাই প্রথম দেশ যারা চন্দ্রের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করেছি ৷ মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চিনের পরে চাঁদে রোভার চালানোর জন্য সমগ্র বিশ্বের মধ্যে চতুর্থ দেশ। আশা করি ল্যান্ডার "বিক্রম" এবং রোভার "প্রজ্ঞান" সমস্ত কাজ সম্পন্ন করবে এবং চন্দ্রযান-3 লুনার মিশন চূড়ান্ত সফল হবে।"

Last Updated : Aug 23, 2023, 7:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.