ETV Bharat / state

Bangla Shasya Bima: 'বাংলা শস্য বিমা'র আওতায় ক্ষতিগ্রস্ত চাষীদের জন্য 197 কোটি টাকা বরাদ্দ নবান্নের - মমতা বন্দ্যোপাধ্যায়

Aid for Affected Farmers Under Bangla Shasya Bima: রাজ্যের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য পুজোর মুখে 197 কোটি টাকা সাহায্য ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ‘বাংলা শস্য বিমা’র আওতায় এই টাকা জমা দেবে রাজ্য সরকার ৷

ETV BAHRAT
ETV BAHRAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 17, 2023, 7:26 PM IST

কলকাতা, 17 অক্টোবর: পুজোর শুরুতেই রাজ্যের সকল কৃষকদের জন্য সুখবর ৷ খরা ও অতিবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য পুজোর মুখে 197 কোটি টাকা অর্থ সাহায্য ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এ বছরের শুরুতে অনাবৃষ্টি এবং বছর শেষের দিকে অতিবৃষ্টি ৷ এই জোড়া ফলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন বাংলার বহু কৃষক ৷ যার জেরে উৎসবের মরশুমে আর্থিক সংকটের মুখে রাজ্যের কৃষকরা ৷ তাঁদের এই অর্থকষ্ট দূর করতে শস্য বীমার আওতায় এই আর্থিক সাহায্য় ঘোষণা করেছেন ৷

মুখ্য়মন্ত্রী এ দিন তাঁর সোশাল মিডিয়া হ্যান্ডেল এক্সে একটি পোস্ট করেন ৷ সেখানে তিনি লেখেন, ‘‘আমরা 2 লক্ষ 46 হাজার ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য 197 কোটি টাকা বরাদ্দ করছি ৷ মূলত, যাঁরা অনাবৃষ্টির কারণে ধান বপন করতে পারেনি, তাঁদের জন্য এই বরাদ্দ করা হচ্ছে ৷ রাজ্য সরকারের তরফে তৈরি করা শস্য বিমার প্রকল্প, ‘বাংলা শস্য বিমা’র মাধ্যমে এই টাকা দেওয়া হচ্ছে ৷ এই বিমার টাকার পুরোটাই রাজ্য সরকারের তরফে জমা দেওয়া হবে ৷ কৃষকদের এর জন্য একটি টাকাও খরচ করতে হবে না ৷’’

মমতা এও জানান, 2019 সালে এই প্রকল্পটি চালু করার পর থেকে এখনও পর্যন্ত রাজ্য সরকার 85 লক্ষ কৃষকের বীমার জন্য 2400 কোটি টাকা জমা দিয়েছে ৷ সেই সঙ্গেও এটাও স্পষ্ট করে দিলেন, প্রথমে বৃষ্টির ঘাটতি এবং সম্প্রতি অতিরিক্ত বৃষ্টির কারণে কৃষকদের যে ক্ষতি হয়েছে, তার জন্য সরকারের তরফে সমস্ত ঋণ মুকুব করে দেওয়া হল ৷ এই বিমার টাকা রাজ্য সরকার জমা দিলে প্রায় আড়াই লক্ষ কৃষকের মুখে হাসি ফুটবে ৷

আরও পড়ুন: 4 শিল্প করিডরকে সামনে রেখে শিল্পায়নের স্বপ্নে নবান্ন, বৈঠক মুখ্যসচিবের

একশো দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়ার অভিযোগে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে রাজ্যের শাসকদল ৷ সম্প্রতি দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছিলেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এই পরিস্থিতিতে রাজ্য সরকারের কৃষকদের ঋণ মুকুবের বিষয়টি আসন্ন লোকসভা নির্বাচনের আগে মাস্টার স্ট্রোক তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷

কলকাতা, 17 অক্টোবর: পুজোর শুরুতেই রাজ্যের সকল কৃষকদের জন্য সুখবর ৷ খরা ও অতিবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য পুজোর মুখে 197 কোটি টাকা অর্থ সাহায্য ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এ বছরের শুরুতে অনাবৃষ্টি এবং বছর শেষের দিকে অতিবৃষ্টি ৷ এই জোড়া ফলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন বাংলার বহু কৃষক ৷ যার জেরে উৎসবের মরশুমে আর্থিক সংকটের মুখে রাজ্যের কৃষকরা ৷ তাঁদের এই অর্থকষ্ট দূর করতে শস্য বীমার আওতায় এই আর্থিক সাহায্য় ঘোষণা করেছেন ৷

মুখ্য়মন্ত্রী এ দিন তাঁর সোশাল মিডিয়া হ্যান্ডেল এক্সে একটি পোস্ট করেন ৷ সেখানে তিনি লেখেন, ‘‘আমরা 2 লক্ষ 46 হাজার ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য 197 কোটি টাকা বরাদ্দ করছি ৷ মূলত, যাঁরা অনাবৃষ্টির কারণে ধান বপন করতে পারেনি, তাঁদের জন্য এই বরাদ্দ করা হচ্ছে ৷ রাজ্য সরকারের তরফে তৈরি করা শস্য বিমার প্রকল্প, ‘বাংলা শস্য বিমা’র মাধ্যমে এই টাকা দেওয়া হচ্ছে ৷ এই বিমার টাকার পুরোটাই রাজ্য সরকারের তরফে জমা দেওয়া হবে ৷ কৃষকদের এর জন্য একটি টাকাও খরচ করতে হবে না ৷’’

মমতা এও জানান, 2019 সালে এই প্রকল্পটি চালু করার পর থেকে এখনও পর্যন্ত রাজ্য সরকার 85 লক্ষ কৃষকের বীমার জন্য 2400 কোটি টাকা জমা দিয়েছে ৷ সেই সঙ্গেও এটাও স্পষ্ট করে দিলেন, প্রথমে বৃষ্টির ঘাটতি এবং সম্প্রতি অতিরিক্ত বৃষ্টির কারণে কৃষকদের যে ক্ষতি হয়েছে, তার জন্য সরকারের তরফে সমস্ত ঋণ মুকুব করে দেওয়া হল ৷ এই বিমার টাকা রাজ্য সরকার জমা দিলে প্রায় আড়াই লক্ষ কৃষকের মুখে হাসি ফুটবে ৷

আরও পড়ুন: 4 শিল্প করিডরকে সামনে রেখে শিল্পায়নের স্বপ্নে নবান্ন, বৈঠক মুখ্যসচিবের

একশো দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়ার অভিযোগে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে রাজ্যের শাসকদল ৷ সম্প্রতি দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছিলেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এই পরিস্থিতিতে রাজ্য সরকারের কৃষকদের ঋণ মুকুবের বিষয়টি আসন্ন লোকসভা নির্বাচনের আগে মাস্টার স্ট্রোক তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.