ETV Bharat / state

বউবাজারের ক্ষতিগ্রস্তদের 5 লাখ করে দেবে রাজ্য, ঘোষণা মুখ্যমন্ত্রীর - CM Mamata Banerjee

ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজের জন্যে মধ্য কলকাতার বউবাজার এলাকায় ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করতে রাজি মেট্রো কর্তৃপক্ষ ।

মুখ্যমন্ত্রীর
author img

By

Published : Sep 3, 2019, 4:39 PM IST

Updated : Sep 3, 2019, 8:02 PM IST

কলকাতা, 3 অগাস্ট : বউবাজারের ঘটনাকে বিপর্যয় হিসেবে আখ্যা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । জানিয়ে দিলেন, এই বিষয়ে মুখ্যসচিব মলয় দের নেতৃত্বে একটি কোর কমিটি তৈরি করা হয়েছে । কোর কমিটি গঠনের কথা জানিয়ে তিনি বলেন, "মেট্রোরেল বলছে, কেন এটা ঘটেছে এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না । তবে এটা দোষারোপের সময় নয় । মেট্রো চাইলে রাজ্য সহযোগিতা করতে রাজি ।"

ঘরছাড়া পরিবারগুলির অনেকে বিপদ বুঝে এককাপড়ে বেরিয়ে এসেছেন । তাঁরা আশঙ্কা করছেন এই পরিস্থিতিতে ঘরের মূল্যবান জিনিসপত্র চুরি হতে পারে । সেই কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী আজ বৈঠকের পরে, "কোনওভাবেই কোনও জিনিস চুরি হবে না । প্রয়োজনে CCTV ক্যামেরা দিয়ে নজরদারি চালানো হবে ।" একইসঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে বাড়ি তৈরি করে দেওয়া ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে 5 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান মেট্রোর কাছে ।

এ দিকে ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজের জন্যে মধ্য কলকাতার বউবাজার এলাকায় ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করতে রাজি মেট্রো কর্তৃপক্ষ । তবে উর্ধ্বতন কর্তাদের সঙ্গে কথা বলেই ক্ষতিপূরণের পরিমাণ স্থির করা হবে বলে জানিয়ে দিয়েছেন তারা । আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে একথা জানান উপস্থিত মেট্রো কর্তারা । আজকের বৈঠকে রাজ্য সরকারের তরফে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে এখনই এককালীন পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার আবেদন জানানো হয় । আজ দুপুর পর্যন্ত ওই এলাকার 52 বাড়ি কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে । মেট্রো কর্তৃপক্ষ তাদের বাড়ির পরিবর্তে বাড়ি এবং দোকানের পরিবর্তে নতুন দোকান করে দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছে । যতদিন পর্যন্ত সেই কাজ শেষ না হচ্ছে তাদের অন্যত্র থাকার খরচও মেট্রো বহন করবে ।

এই সংক্রান্ত আরও খবর : সয়েল টেস্টিংয়ে ফাঁক থাকলে এমন দুর্ঘটনা ঘটে, বলছেন বিশেষজ্ঞ

মু্খ্যমন্ত্রী জানান, পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার মুখ্যসচিব মলয় দের নেতৃত্বে একটি কোর কমিটি তৈরি করা হচ্ছে । তারা মেট্রোর সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে । তিনি বলেন, "ভবিষ্যতে এই রকম বিপর্যয় এড়াতে আরও সতর্ক হওয়া উচিত । সম্পূর্ণ ভাবে বিশেষজ্ঞদের দিয়ে সমীক্ষা করে দেখা উচিত যাতে এমন বিপর্যয় ভবিষ্যতে আর না হয় । মুখ্যসচিবের নেতৃত্বে একটি কোর কমিটি তৈরি করে দেওয়া হয়েছে, যারা নিজেদের মধ্যে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে ।"

ক্ষতিগ্রস্ত পরিবারগুলির মধ্যে অন্যতম শীল পরিবার । ওই পরিবার যে বাড়িতে থাকত, সেটি আজ বেলা 12টা নাগাদ ভেঙে পড়ে । ওই পরিবারের মেয়ের বিয়েতে রাজ্য সরকার পাঁচ লাখ টাকা সাহায্য করবে বলে জানান মুখ্যমন্ত্রী । মেট্রোকেও সমপরিমাণ অর্থ সাহায্যের অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী ।

এই সংক্রান্ত আরও খবর : বউবাজারে ভেঙে পড়ল আরও একটি বাড়ি

KMRCL-এর MD মানস সরকার জানিয়ে দিয়েছেন, বউবাজারে এই বিপত্তির জেরে ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ শেষ হতে আরও অন্তত এক বছর সময় বেশি লাগবে । মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি সি শর্মা বলেন, "পরিস্থিতির উন্নতিতে কী ব্যবস্থা নেওয়া যায় তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই সিঙ্গাপুর ও হংকং থেকে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ ইঞ্জিনিয়ারদের নিয়ে আসা হয়েছে । খুব ঘিঞ্জি এলাকা হওয়ায় সেখানে কাজ করতে চূড়ান্ত অসুবিধা হচ্ছে । আগামী দু'দিনের মধ্যে সেখানকার অবস্থার উন্নতি হবে বলে আশা করছি ।"

এই সংক্রান্ত আরও খবর : আপাতত বন্ধ কাজ, হাইকোর্টে জানাল মেট্রোরেল কর্তৃপক্ষ

ঘটনার সূত্রপাত শনিবার সন্ধ্যায় । ওই দিন বউবাজারের দুর্গা পিতুরি লেন ও স্যাঁকরা পাড়া লেনের বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা যায় । শনিবার রাত থেকেই সেই বাড়িগুলি ভেঙে পড়তে শুরু করে । ধসে পড়ে চারটি বাড়ি । বাকি বাড়িগুলি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় । ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায় । জরুরি ভিত্তিতে খালি করে দেওয়া হয় বাড়িগুলি । ঘটনায় ঘরছাড়া হয়েছেন 284 জন । তাদের অনেকেরই ঠাঁই হয়েছে হোটেলে । ইতিমধ্যেই মেট্রো কর্তৃপক্ষের তরফে ঘটনায় ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়েছে । বাড়ি ধসে যাওয়ার এই ঘটনা কানে আসার পরেই সক্রিয় হন মুখ্যমন্ত্রী । তিনি বৈঠক করেন মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে । তারপরেই ঘটনাস্থানে যান ফিরহাদ । খোলা হয় কন্ট্রোল রুম । এই ঘটনা ঘটার পরেই মুখ্যমন্ত্রী গোটা বিষয়টি রেল মন্ত্রী পীযূষ গোয়েল ও রেল মন্ত্রককে জানিয়েছিলেন । আজকের বৈঠকে অন্যান্যদের মধ্যে পৌরমন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম, কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা, রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিত কর পুরকায়স্থ, পূর্ত-বিপর্যয় দপ্তরের সচিব, স্থানীয় বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন ।

এই সংক্রান্ত আরও খবর : "কাজ নয়, এই মুহূর্তে বাসিন্দাদের পুনর্বাসন নিয়ে ভাবছে মেট্রোরেল"

কলকাতা, 3 অগাস্ট : বউবাজারের ঘটনাকে বিপর্যয় হিসেবে আখ্যা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । জানিয়ে দিলেন, এই বিষয়ে মুখ্যসচিব মলয় দের নেতৃত্বে একটি কোর কমিটি তৈরি করা হয়েছে । কোর কমিটি গঠনের কথা জানিয়ে তিনি বলেন, "মেট্রোরেল বলছে, কেন এটা ঘটেছে এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না । তবে এটা দোষারোপের সময় নয় । মেট্রো চাইলে রাজ্য সহযোগিতা করতে রাজি ।"

ঘরছাড়া পরিবারগুলির অনেকে বিপদ বুঝে এককাপড়ে বেরিয়ে এসেছেন । তাঁরা আশঙ্কা করছেন এই পরিস্থিতিতে ঘরের মূল্যবান জিনিসপত্র চুরি হতে পারে । সেই কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী আজ বৈঠকের পরে, "কোনওভাবেই কোনও জিনিস চুরি হবে না । প্রয়োজনে CCTV ক্যামেরা দিয়ে নজরদারি চালানো হবে ।" একইসঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে বাড়ি তৈরি করে দেওয়া ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে 5 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান মেট্রোর কাছে ।

এ দিকে ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজের জন্যে মধ্য কলকাতার বউবাজার এলাকায় ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করতে রাজি মেট্রো কর্তৃপক্ষ । তবে উর্ধ্বতন কর্তাদের সঙ্গে কথা বলেই ক্ষতিপূরণের পরিমাণ স্থির করা হবে বলে জানিয়ে দিয়েছেন তারা । আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে একথা জানান উপস্থিত মেট্রো কর্তারা । আজকের বৈঠকে রাজ্য সরকারের তরফে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে এখনই এককালীন পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার আবেদন জানানো হয় । আজ দুপুর পর্যন্ত ওই এলাকার 52 বাড়ি কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে । মেট্রো কর্তৃপক্ষ তাদের বাড়ির পরিবর্তে বাড়ি এবং দোকানের পরিবর্তে নতুন দোকান করে দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছে । যতদিন পর্যন্ত সেই কাজ শেষ না হচ্ছে তাদের অন্যত্র থাকার খরচও মেট্রো বহন করবে ।

এই সংক্রান্ত আরও খবর : সয়েল টেস্টিংয়ে ফাঁক থাকলে এমন দুর্ঘটনা ঘটে, বলছেন বিশেষজ্ঞ

মু্খ্যমন্ত্রী জানান, পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার মুখ্যসচিব মলয় দের নেতৃত্বে একটি কোর কমিটি তৈরি করা হচ্ছে । তারা মেট্রোর সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে । তিনি বলেন, "ভবিষ্যতে এই রকম বিপর্যয় এড়াতে আরও সতর্ক হওয়া উচিত । সম্পূর্ণ ভাবে বিশেষজ্ঞদের দিয়ে সমীক্ষা করে দেখা উচিত যাতে এমন বিপর্যয় ভবিষ্যতে আর না হয় । মুখ্যসচিবের নেতৃত্বে একটি কোর কমিটি তৈরি করে দেওয়া হয়েছে, যারা নিজেদের মধ্যে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে ।"

ক্ষতিগ্রস্ত পরিবারগুলির মধ্যে অন্যতম শীল পরিবার । ওই পরিবার যে বাড়িতে থাকত, সেটি আজ বেলা 12টা নাগাদ ভেঙে পড়ে । ওই পরিবারের মেয়ের বিয়েতে রাজ্য সরকার পাঁচ লাখ টাকা সাহায্য করবে বলে জানান মুখ্যমন্ত্রী । মেট্রোকেও সমপরিমাণ অর্থ সাহায্যের অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী ।

এই সংক্রান্ত আরও খবর : বউবাজারে ভেঙে পড়ল আরও একটি বাড়ি

KMRCL-এর MD মানস সরকার জানিয়ে দিয়েছেন, বউবাজারে এই বিপত্তির জেরে ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ শেষ হতে আরও অন্তত এক বছর সময় বেশি লাগবে । মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি সি শর্মা বলেন, "পরিস্থিতির উন্নতিতে কী ব্যবস্থা নেওয়া যায় তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই সিঙ্গাপুর ও হংকং থেকে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ ইঞ্জিনিয়ারদের নিয়ে আসা হয়েছে । খুব ঘিঞ্জি এলাকা হওয়ায় সেখানে কাজ করতে চূড়ান্ত অসুবিধা হচ্ছে । আগামী দু'দিনের মধ্যে সেখানকার অবস্থার উন্নতি হবে বলে আশা করছি ।"

এই সংক্রান্ত আরও খবর : আপাতত বন্ধ কাজ, হাইকোর্টে জানাল মেট্রোরেল কর্তৃপক্ষ

ঘটনার সূত্রপাত শনিবার সন্ধ্যায় । ওই দিন বউবাজারের দুর্গা পিতুরি লেন ও স্যাঁকরা পাড়া লেনের বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা যায় । শনিবার রাত থেকেই সেই বাড়িগুলি ভেঙে পড়তে শুরু করে । ধসে পড়ে চারটি বাড়ি । বাকি বাড়িগুলি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় । ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায় । জরুরি ভিত্তিতে খালি করে দেওয়া হয় বাড়িগুলি । ঘটনায় ঘরছাড়া হয়েছেন 284 জন । তাদের অনেকেরই ঠাঁই হয়েছে হোটেলে । ইতিমধ্যেই মেট্রো কর্তৃপক্ষের তরফে ঘটনায় ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়েছে । বাড়ি ধসে যাওয়ার এই ঘটনা কানে আসার পরেই সক্রিয় হন মুখ্যমন্ত্রী । তিনি বৈঠক করেন মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে । তারপরেই ঘটনাস্থানে যান ফিরহাদ । খোলা হয় কন্ট্রোল রুম । এই ঘটনা ঘটার পরেই মুখ্যমন্ত্রী গোটা বিষয়টি রেল মন্ত্রী পীযূষ গোয়েল ও রেল মন্ত্রককে জানিয়েছিলেন । আজকের বৈঠকে অন্যান্যদের মধ্যে পৌরমন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম, কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা, রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিত কর পুরকায়স্থ, পূর্ত-বিপর্যয় দপ্তরের সচিব, স্থানীয় বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন ।

এই সংক্রান্ত আরও খবর : "কাজ নয়, এই মুহূর্তে বাসিন্দাদের পুনর্বাসন নিয়ে ভাবছে মেট্রোরেল"

Intro:কলকাতা, ৩ অগাস্ট: বউবাজারের ঘটনাকে বিপর্যয় হিসেবে আখ্যা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন, এই বিষয়ে মুখ্যসচিব মলয় দের নেতৃত্বে একটি কোর গ্রুপ তৈরি করা হয়েছে। মেট্রোরেল বলছে, কেন এটা ঘটেছে এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। তবে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, এটা দোষারোপের সময় নয়। পাশাপাশি তিনি জানিয়েছেন, মেট্রো চাইলে রাজ্য সহযোগিতা করতে রাজি।Body:ঘরছাড়া পরিবারগুলির অনেকে বিপদ বুঝে এক কাপড়ে বেরিয়ে এসেছেন। তারা আশঙ্কা করছেন এই পরিস্থিতিতে ঘরের মূল্যবান জিনিসপত্র চুরি হতে পারে। মুখ্যমন্ত্রী আজ বৈঠকের পরে জানিয়ে দিয়েছেন, কোনভাবেই কোন জিনিস চুরি হবে না। প্রয়োজনে সিসিটিভি ক্যামেরা দিয়ে নজরদারি চালানো হবে। একইসঙ্গে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে বাড়ি তৈরি করে দেওয়ার জন্য দাবি জানিয়েছেন তিনি। কোন বাড়িতে কে ছিলেন তা খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছেন। চারজাতি প্রত্যেকটি ক্ষতিগ্রস্ত পরিবারকে মিনিমাম 5 লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে।Conclusion:ঘটনার সূত্রপাত শনিবার সন্ধ্যায়। ওই দিন বউ বাজারের দুর্গা পিতুরি লেন ও স্যাঁকরা পাড়া লেনের বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা যায়। শনিবার রাত থেকেই সেই বাড়িগুলি ভেঙে পড়তে শুরু করে। ধসে পড়ে চারটি বাড়ি। বাকি বাড়িগুলি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। জরুরী ভিত্তিতে খালি করে দেওয়া হয় বাড়িগুলি। ঘটনায় ঘরছাড়া হয়েছেন ২৮৪ জন। তাদের অনেকেরই ঠাঁই হয়েছে হোটেলে। ইতিমধ্যেই মেট্রো কর্তৃপক্ষের তরফে অবশ্য ঘটনায় ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়েছে।

বাড়ি ধসে যাওয়ার এই ঘটনা কানে আসার পরেই সক্রিয় হন মুখ্যমন্ত্রী। তিনি বৈঠক করেন মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে। তারপরেই ঘটনাস্থানে যান ফিরহাদ। খোলা হয় কন্ট্রোল রুম। পাশাপাশি নবান্নের তরফে চিঠি লিখে আজ ইস্ট-ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষকে নবান্নে ডাকা হয় বলে খবর। বৈঠকে ছিলেন মেয়র ফিরহাদ হাকিমও।
Last Updated : Sep 3, 2019, 8:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.