কলকাতা, 3 অগাস্ট : বউবাজারের ঘটনাকে বিপর্যয় হিসেবে আখ্যা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । জানিয়ে দিলেন, এই বিষয়ে মুখ্যসচিব মলয় দের নেতৃত্বে একটি কোর কমিটি তৈরি করা হয়েছে । কোর কমিটি গঠনের কথা জানিয়ে তিনি বলেন, "মেট্রোরেল বলছে, কেন এটা ঘটেছে এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না । তবে এটা দোষারোপের সময় নয় । মেট্রো চাইলে রাজ্য সহযোগিতা করতে রাজি ।"
ঘরছাড়া পরিবারগুলির অনেকে বিপদ বুঝে এককাপড়ে বেরিয়ে এসেছেন । তাঁরা আশঙ্কা করছেন এই পরিস্থিতিতে ঘরের মূল্যবান জিনিসপত্র চুরি হতে পারে । সেই কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী আজ বৈঠকের পরে, "কোনওভাবেই কোনও জিনিস চুরি হবে না । প্রয়োজনে CCTV ক্যামেরা দিয়ে নজরদারি চালানো হবে ।" একইসঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে বাড়ি তৈরি করে দেওয়া ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে 5 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান মেট্রোর কাছে ।
এ দিকে ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজের জন্যে মধ্য কলকাতার বউবাজার এলাকায় ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করতে রাজি মেট্রো কর্তৃপক্ষ । তবে উর্ধ্বতন কর্তাদের সঙ্গে কথা বলেই ক্ষতিপূরণের পরিমাণ স্থির করা হবে বলে জানিয়ে দিয়েছেন তারা । আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে একথা জানান উপস্থিত মেট্রো কর্তারা । আজকের বৈঠকে রাজ্য সরকারের তরফে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে এখনই এককালীন পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার আবেদন জানানো হয় । আজ দুপুর পর্যন্ত ওই এলাকার 52 বাড়ি কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে । মেট্রো কর্তৃপক্ষ তাদের বাড়ির পরিবর্তে বাড়ি এবং দোকানের পরিবর্তে নতুন দোকান করে দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছে । যতদিন পর্যন্ত সেই কাজ শেষ না হচ্ছে তাদের অন্যত্র থাকার খরচও মেট্রো বহন করবে ।
এই সংক্রান্ত আরও খবর : সয়েল টেস্টিংয়ে ফাঁক থাকলে এমন দুর্ঘটনা ঘটে, বলছেন বিশেষজ্ঞ
মু্খ্যমন্ত্রী জানান, পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার মুখ্যসচিব মলয় দের নেতৃত্বে একটি কোর কমিটি তৈরি করা হচ্ছে । তারা মেট্রোর সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে । তিনি বলেন, "ভবিষ্যতে এই রকম বিপর্যয় এড়াতে আরও সতর্ক হওয়া উচিত । সম্পূর্ণ ভাবে বিশেষজ্ঞদের দিয়ে সমীক্ষা করে দেখা উচিত যাতে এমন বিপর্যয় ভবিষ্যতে আর না হয় । মুখ্যসচিবের নেতৃত্বে একটি কোর কমিটি তৈরি করে দেওয়া হয়েছে, যারা নিজেদের মধ্যে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে ।"
ক্ষতিগ্রস্ত পরিবারগুলির মধ্যে অন্যতম শীল পরিবার । ওই পরিবার যে বাড়িতে থাকত, সেটি আজ বেলা 12টা নাগাদ ভেঙে পড়ে । ওই পরিবারের মেয়ের বিয়েতে রাজ্য সরকার পাঁচ লাখ টাকা সাহায্য করবে বলে জানান মুখ্যমন্ত্রী । মেট্রোকেও সমপরিমাণ অর্থ সাহায্যের অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী ।
এই সংক্রান্ত আরও খবর : বউবাজারে ভেঙে পড়ল আরও একটি বাড়ি
KMRCL-এর MD মানস সরকার জানিয়ে দিয়েছেন, বউবাজারে এই বিপত্তির জেরে ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ শেষ হতে আরও অন্তত এক বছর সময় বেশি লাগবে । মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি সি শর্মা বলেন, "পরিস্থিতির উন্নতিতে কী ব্যবস্থা নেওয়া যায় তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই সিঙ্গাপুর ও হংকং থেকে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ ইঞ্জিনিয়ারদের নিয়ে আসা হয়েছে । খুব ঘিঞ্জি এলাকা হওয়ায় সেখানে কাজ করতে চূড়ান্ত অসুবিধা হচ্ছে । আগামী দু'দিনের মধ্যে সেখানকার অবস্থার উন্নতি হবে বলে আশা করছি ।"
এই সংক্রান্ত আরও খবর : আপাতত বন্ধ কাজ, হাইকোর্টে জানাল মেট্রোরেল কর্তৃপক্ষ
ঘটনার সূত্রপাত শনিবার সন্ধ্যায় । ওই দিন বউবাজারের দুর্গা পিতুরি লেন ও স্যাঁকরা পাড়া লেনের বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা যায় । শনিবার রাত থেকেই সেই বাড়িগুলি ভেঙে পড়তে শুরু করে । ধসে পড়ে চারটি বাড়ি । বাকি বাড়িগুলি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় । ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায় । জরুরি ভিত্তিতে খালি করে দেওয়া হয় বাড়িগুলি । ঘটনায় ঘরছাড়া হয়েছেন 284 জন । তাদের অনেকেরই ঠাঁই হয়েছে হোটেলে । ইতিমধ্যেই মেট্রো কর্তৃপক্ষের তরফে ঘটনায় ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়েছে । বাড়ি ধসে যাওয়ার এই ঘটনা কানে আসার পরেই সক্রিয় হন মুখ্যমন্ত্রী । তিনি বৈঠক করেন মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে । তারপরেই ঘটনাস্থানে যান ফিরহাদ । খোলা হয় কন্ট্রোল রুম । এই ঘটনা ঘটার পরেই মুখ্যমন্ত্রী গোটা বিষয়টি রেল মন্ত্রী পীযূষ গোয়েল ও রেল মন্ত্রককে জানিয়েছিলেন । আজকের বৈঠকে অন্যান্যদের মধ্যে পৌরমন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম, কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা, রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিত কর পুরকায়স্থ, পূর্ত-বিপর্যয় দপ্তরের সচিব, স্থানীয় বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন ।
এই সংক্রান্ত আরও খবর : "কাজ নয়, এই মুহূর্তে বাসিন্দাদের পুনর্বাসন নিয়ে ভাবছে মেট্রোরেল"