কলকাতা, ২০ ফেব্রুয়ারি : বাংলার দুই শহিদের পরিবারকে ৫ লাখ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি পরিবারের একজনকে চাকরির আশ্বাসও দেন তিনি।
আজ নবান্ন থেকে বাড়ি ফেরার পথে মুখ্যমন্ত্রী বলেন, "পুলওয়ামায় বাংলার দুই শহিদের পরিবারকে ৫ লাখ টাকা করে আমরা আর্থিক সাহায্য করব। জানি এটা কিছুই নয়। তাও যেটুকু সম্ভব আমরা চেষ্টা করছি। আর পরিবারের একজনের চাকরির ব্যবস্থা করা হবে।"
প্রসঙ্গত, পুলওয়ামায় জঙ্গি হামলায় শহিদ হন ৪৫ জওয়ান। যার মধ্যে ছিলেন নদিয়ার সুদীপ বিশ্বাস ও হাওড়া বাবলু সাঁতরা।