ETV Bharat / state

Weather Forcast : সোমবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায় - Northbengal Weather

বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ায় এখনই মুক্তি নেই বৃষ্টির হাত থেকে ৷ কলকাতায় তেমন ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও, আকাশ মেঘলা থাকবে ৷ সঙ্গে থাকবে ঘর্মাক্ত গরম ৷ তবে উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি হতে পারে ৷

কলকাতায় আকাশ মেঘলা থাকবে
কলকাতায় আকাশ মেঘলা থাকবে
author img

By

Published : Sep 5, 2021, 6:38 AM IST

কলকাতা, 5 সেপ্টেম্বর : বঙ্গোপসাগরের উপর নতুন করে নিম্নচাপ তৈরি হয়েছে ৷ তা আরও ঘনীভূত হলে সোমবার থেকে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে পারে । দক্ষিণবঙ্গের 3 জেলায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । তাছাড়া দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।

সোমবার থেকে উপকূলের 3 জেলা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । হুগলি, হাওড়া, নদিয়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাতের কথা জানানো হয়েছে । মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে । তবে কলকাতায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই । হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ।

আজ উত্তরবঙ্গের বেশকিছু জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী উত্তরের 5 জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতে হতে পারে । মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। লাগাতার বৃষ্টিতে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় ধসের সম্ভাবনা রয়েছে । একইসঙ্গে নদীগুলিতে জলস্তর বৃদ্ধি পেতে পারে ।

আরও পড়ুন : উত্তরবঙ্গে ব্ল্যাক ফাংগাসের বাড়বাড়ন্তের কারণ স্যাঁতসেঁতে আবহাওয়া, মত বিশেষজ্ঞদের

আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরমের অনুভূতি হবে । আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 34° ও সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । গত 24 ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.9° সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2° কম । সর্বনিম্ন তাপমাত্রা 27.2° সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1° বেশি । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ 95 শতাংশ । বৃষ্টি হয়েছে সামান্য ।

বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ায় বেশ কিছু সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস । মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে । যাঁরা সমুদ্রে গিয়েছেন, তাঁদের আজই ফিরে আসতে বলা হয়েছে । এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা গোয়া থেকে মালদা হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে । এর প্রভাবে উত্তরবঙ্গে বেশি বৃষ্টি হচ্ছে ।

কলকাতা, 5 সেপ্টেম্বর : বঙ্গোপসাগরের উপর নতুন করে নিম্নচাপ তৈরি হয়েছে ৷ তা আরও ঘনীভূত হলে সোমবার থেকে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে পারে । দক্ষিণবঙ্গের 3 জেলায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । তাছাড়া দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।

সোমবার থেকে উপকূলের 3 জেলা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । হুগলি, হাওড়া, নদিয়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাতের কথা জানানো হয়েছে । মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে । তবে কলকাতায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই । হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ।

আজ উত্তরবঙ্গের বেশকিছু জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী উত্তরের 5 জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতে হতে পারে । মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। লাগাতার বৃষ্টিতে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় ধসের সম্ভাবনা রয়েছে । একইসঙ্গে নদীগুলিতে জলস্তর বৃদ্ধি পেতে পারে ।

আরও পড়ুন : উত্তরবঙ্গে ব্ল্যাক ফাংগাসের বাড়বাড়ন্তের কারণ স্যাঁতসেঁতে আবহাওয়া, মত বিশেষজ্ঞদের

আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরমের অনুভূতি হবে । আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 34° ও সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । গত 24 ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.9° সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2° কম । সর্বনিম্ন তাপমাত্রা 27.2° সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1° বেশি । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ 95 শতাংশ । বৃষ্টি হয়েছে সামান্য ।

বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ায় বেশ কিছু সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস । মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে । যাঁরা সমুদ্রে গিয়েছেন, তাঁদের আজই ফিরে আসতে বলা হয়েছে । এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা গোয়া থেকে মালদা হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে । এর প্রভাবে উত্তরবঙ্গে বেশি বৃষ্টি হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.