ETV Bharat / state

আজই কলকাতায় ফিরছেন কাঞ্চনজঙ্ঘা জয়ী রুদ্রপ্রসাদ ও রমেশ - Ramesh

কাঞ্চনজঙ্ঘা জয় করে কলকাতা ফিরছেন রুদ্রপ্রসাদ হালদার ও রমেশ রায় । গত বুধবার কাঞ্চনজঙ্ঘা জয় করেন তাঁরা ।

ফাইল ফোটো
author img

By

Published : May 20, 2019, 2:33 PM IST

কলকাতা, 20 মে : কাঞ্চনজঙ্ঘা অভিযান সেরে আজ কলকাতায় ফিরবেন রুদ্রপ্রসাদ হালদার ও রমেশ রায় । ইতিমধ্যেই উত্তর 24 পরগনার ইচ্ছাপুরে ফিরেছেন শেখ সাহাবুদ্দিন । এই তিনজনই সামিট করেছেন কাঞ্চনজঙ্ঘায়।

8ই এপ্রিল একসঙ্গে কলকাতা ছেড়েছিলেন সোনারপুরের আরোহী ক্লাবের বিপ্লব বৈদ্য ও কলকাতা পুলিশের পক্ষ থেকে রুদ্রপ্রসাদ হালদার । তাঁদের সঙ্গে গেছিলেন হাওড়া মাউন্টেনারিং ক্লাবের সদস্য কুন্তল কাঁড়া । পরে এই দলের সঙ্গে যোগ দেন নৈহাটির বাসিন্দা শেখ সাহাবুদ্দিন ও বারাসতের বাসিন্দা রমেশ রায় । গত বুধবার সকালে কাঞ্চনজঙ্ঘা সামিট করেন বিপ্লব, রুদ্রপ্রসাদ, রমেশ ও সাহাবুদ্দিন । ৮৫৮৬ মিটার উচ্চতায় তেরঙা ওড়ান তাঁরা ।

কিন্তু, কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গে ওঠার আগেই অসুস্থ হয়ে পড়েন কুন্তল । কাঞ্চনজঙ্ঘা সামিট করে ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন বিপ্লবও । পথেই মৃত্যু হয় দুজনের । কাঞ্চনজঙ্ঘা জয় করে নিচে নামার সময় অসুস্থ হয়ে পড়েন রুদ্রপ্রসাদ ও রমেশ । 17 মে কাঞ্চনজঙ্ঘার ক্যাম্প টু থেকে হেলিকপ্টারে তাঁদের উদ্ধার করে কাঠমান্ডুর হাসপাতালে ভরতি করা হয় । সেখানেই এতদিন তাঁদের চিকিৎসা চলছিল । দু'জনেই ফ্রস্টবাইটে আক্রান্ত হয়েছিলেন ।

পাশাপাশি নিখোঁজ হওয়ার তিনদিন পর বিপ্লব ও কুন্তলের দেহ উদ্ধার করে ছয় শেরপার দল । তাঁদের দেহ ক্যাম্প টুতে নিয়ে যাওয়া হয় । গতকাল ক্যাম্প টু থেকে নামিয়ে তাঁদের দেহ হাসপাতালে আনা হয় । শনিবার কলকাতায় বিপ্লব ও কুন্তলের মৃতদেহ নিয়ে আসা হতে পারে ।

অন্যদিকে মাকালু অভিযানে গিয়ে এখনও পর্যন্ত নিখোঁজ আরেক বাঙালি পর্বতারোহী দীপঙ্কর ঘোষ । এখনও পর্যন্ত তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি । হেলিকপ্টারে করে তাঁর খোঁজ চালানো হচ্ছে । রাজ্য সরকারের পক্ষ থেকে উদ্ধার কাজের তদারকি করা হচ্ছে ।

কলকাতা, 20 মে : কাঞ্চনজঙ্ঘা অভিযান সেরে আজ কলকাতায় ফিরবেন রুদ্রপ্রসাদ হালদার ও রমেশ রায় । ইতিমধ্যেই উত্তর 24 পরগনার ইচ্ছাপুরে ফিরেছেন শেখ সাহাবুদ্দিন । এই তিনজনই সামিট করেছেন কাঞ্চনজঙ্ঘায়।

8ই এপ্রিল একসঙ্গে কলকাতা ছেড়েছিলেন সোনারপুরের আরোহী ক্লাবের বিপ্লব বৈদ্য ও কলকাতা পুলিশের পক্ষ থেকে রুদ্রপ্রসাদ হালদার । তাঁদের সঙ্গে গেছিলেন হাওড়া মাউন্টেনারিং ক্লাবের সদস্য কুন্তল কাঁড়া । পরে এই দলের সঙ্গে যোগ দেন নৈহাটির বাসিন্দা শেখ সাহাবুদ্দিন ও বারাসতের বাসিন্দা রমেশ রায় । গত বুধবার সকালে কাঞ্চনজঙ্ঘা সামিট করেন বিপ্লব, রুদ্রপ্রসাদ, রমেশ ও সাহাবুদ্দিন । ৮৫৮৬ মিটার উচ্চতায় তেরঙা ওড়ান তাঁরা ।

কিন্তু, কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গে ওঠার আগেই অসুস্থ হয়ে পড়েন কুন্তল । কাঞ্চনজঙ্ঘা সামিট করে ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন বিপ্লবও । পথেই মৃত্যু হয় দুজনের । কাঞ্চনজঙ্ঘা জয় করে নিচে নামার সময় অসুস্থ হয়ে পড়েন রুদ্রপ্রসাদ ও রমেশ । 17 মে কাঞ্চনজঙ্ঘার ক্যাম্প টু থেকে হেলিকপ্টারে তাঁদের উদ্ধার করে কাঠমান্ডুর হাসপাতালে ভরতি করা হয় । সেখানেই এতদিন তাঁদের চিকিৎসা চলছিল । দু'জনেই ফ্রস্টবাইটে আক্রান্ত হয়েছিলেন ।

পাশাপাশি নিখোঁজ হওয়ার তিনদিন পর বিপ্লব ও কুন্তলের দেহ উদ্ধার করে ছয় শেরপার দল । তাঁদের দেহ ক্যাম্প টুতে নিয়ে যাওয়া হয় । গতকাল ক্যাম্প টু থেকে নামিয়ে তাঁদের দেহ হাসপাতালে আনা হয় । শনিবার কলকাতায় বিপ্লব ও কুন্তলের মৃতদেহ নিয়ে আসা হতে পারে ।

অন্যদিকে মাকালু অভিযানে গিয়ে এখনও পর্যন্ত নিখোঁজ আরেক বাঙালি পর্বতারোহী দীপঙ্কর ঘোষ । এখনও পর্যন্ত তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি । হেলিকপ্টারে করে তাঁর খোঁজ চালানো হচ্ছে । রাজ্য সরকারের পক্ষ থেকে উদ্ধার কাজের তদারকি করা হচ্ছে ।

Betul (Madhya Pradesh), May 19 (ANI): A massive fire broke out at a Maruti Suzuki car showroom in Madhya Pradesh's Betul district today. The fire incident occurred due to short circuit in the early morning. Several cars were burnt due to massive fire at the showroom. Fire tenders reached at the spot. No injuries have been reported yet. Fire has been doused off now. More details are awaited.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.