ETV Bharat / state

কলেজ স্ট্রিটে গরিবদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ সিটি কলেজ অফ কমার্সের ছাত্রদের - Amphan effect

আমফানে ভালোই ক্ষতি হয়েছে বইপাড়ার । আজ সেখানেই যান সিটি কলেজ অফ কমার্স অ্যান্ড বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশনের প্রাক্তন ছাত্ররা । কলেজ স্ট্রিট ক্যাম্পাস সংলগ্ন এলাকায় প্রায় 250 জন মানুষের হাতে নিত্যপ্রয়োজনীয় 18 রকমের খাদ্য সামগ্রী তুলে দেন তাঁরা । সেখানে উপস্থিত ছিলেন CITU-র রাজ্য সম্পাদক অনাদি সাহু ।

College Street
কলকাতা
author img

By

Published : Jun 1, 2020, 7:53 AM IST

কলকাতা , 1 জুন : মার্চ মাস থেকেই দফায় দফায় চলছে লকডাউন । কর্মহীন হয়েছে বহু মানুষ । অনাহারের মধ্যে দিয়ে দিন যাপন করতে হয়েছে গরিব মানুষগুলিকে । তবে এই দিন আনা দিন খাওয়া মানুষগুলির পাশে থাকতে দেখা গেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাগুলিকে । বিভিন্ন সময় তাদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়েছে । লকডাউনের শুরুতেই এই একই উদ্যোগ নিয়েছিল সিটি কলেজ অফ কমার্স অ্যান্ড বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশনের প্রাক্তন ছাত্ররা । গতকাল তাঁরা ফের পথে নামেন । এবার ভয়াবহ ঘূর্ণিঝড় আমফানে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের হাতে নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন তাঁরা ।

আমফানে বিপুল ক্ষতি হয়েছে বইপাড়ার । আজ সেখানেই যান সিটি কলেজ অফ কমার্স অ্যান্ড বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশনের প্রাক্তন ছাত্ররা । কলেজ স্ট্রিট ক্যাম্পাস সংলগ্ন এলাকায় প্রায় 250 জন মানুষের হাতে নিত্যপ্রয়োজনীয় 18 রকমের খাদ্য সামগ্রী তুলে দেন তাঁরা । সেখানে উপস্থিত ছিলেন CITU-র রাজ্য সম্পাদক অনাদি সাহু ।

ছাত্রনেতা অর্জুন রায় জানিয়েছেন , এই কোরোনা ও আমফানের যৌথ প্রকোপে মানুষ এখন ভয়ঙ্কর অসহায় । মানুষের দুর্দশাও বেড়ে গিয়েছে । আগামী দিন আরও খারাপ হতে চলেছে । স্বাভাবিকভাবে সাধারণ মানুষের টাকায় বিপদগ্রস্ত মানুষের পাশে থাকার কাজটাও এভাবেই চলবে । রাজ্য সরকারের পক্ষ থেকে কোনও উদ্যোগ না থাকায় পথে নামতে হয়েছে সাধারণ মানুষকে । বিপন্ন অসহায় মানুষের পাশে লাগাতার রয়েছে বামপন্থীরা । শহরের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই বিনা পয়সার বাজার থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিনামূল্যে বিতরণের ব্যবস্থা করা হয়েছে । আগামী দিনে অন্যান্য কলেজ সংলগ্ন এলাকায় অসহায় মানুষের জন্যও নিত্য প্রয়োজনীয় দ্রব্য দিয়ে তাদের সাহায্য করা হবে ।

কলকাতা , 1 জুন : মার্চ মাস থেকেই দফায় দফায় চলছে লকডাউন । কর্মহীন হয়েছে বহু মানুষ । অনাহারের মধ্যে দিয়ে দিন যাপন করতে হয়েছে গরিব মানুষগুলিকে । তবে এই দিন আনা দিন খাওয়া মানুষগুলির পাশে থাকতে দেখা গেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাগুলিকে । বিভিন্ন সময় তাদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়েছে । লকডাউনের শুরুতেই এই একই উদ্যোগ নিয়েছিল সিটি কলেজ অফ কমার্স অ্যান্ড বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশনের প্রাক্তন ছাত্ররা । গতকাল তাঁরা ফের পথে নামেন । এবার ভয়াবহ ঘূর্ণিঝড় আমফানে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের হাতে নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন তাঁরা ।

আমফানে বিপুল ক্ষতি হয়েছে বইপাড়ার । আজ সেখানেই যান সিটি কলেজ অফ কমার্স অ্যান্ড বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশনের প্রাক্তন ছাত্ররা । কলেজ স্ট্রিট ক্যাম্পাস সংলগ্ন এলাকায় প্রায় 250 জন মানুষের হাতে নিত্যপ্রয়োজনীয় 18 রকমের খাদ্য সামগ্রী তুলে দেন তাঁরা । সেখানে উপস্থিত ছিলেন CITU-র রাজ্য সম্পাদক অনাদি সাহু ।

ছাত্রনেতা অর্জুন রায় জানিয়েছেন , এই কোরোনা ও আমফানের যৌথ প্রকোপে মানুষ এখন ভয়ঙ্কর অসহায় । মানুষের দুর্দশাও বেড়ে গিয়েছে । আগামী দিন আরও খারাপ হতে চলেছে । স্বাভাবিকভাবে সাধারণ মানুষের টাকায় বিপদগ্রস্ত মানুষের পাশে থাকার কাজটাও এভাবেই চলবে । রাজ্য সরকারের পক্ষ থেকে কোনও উদ্যোগ না থাকায় পথে নামতে হয়েছে সাধারণ মানুষকে । বিপন্ন অসহায় মানুষের পাশে লাগাতার রয়েছে বামপন্থীরা । শহরের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই বিনা পয়সার বাজার থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিনামূল্যে বিতরণের ব্যবস্থা করা হয়েছে । আগামী দিনে অন্যান্য কলেজ সংলগ্ন এলাকায় অসহায় মানুষের জন্যও নিত্য প্রয়োজনীয় দ্রব্য দিয়ে তাদের সাহায্য করা হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.