কলকাতা, 7 মে : এবার কোরোনার হানা ভারতীয় জাদুঘরে । কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল ভারতীয় জাদুঘরের এক CISF কর্মীর। আজ সকালে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয় তাঁর। মৃত্যুর পর রিপোর্ট এলে জানা যায়, তিনি কোরোনা পজ়িটিভ ।
কয়েকদিন আগে জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি হন ওই CISF কর্মী । আজ সকালে সেখানেই মৃত্যু হয় তাঁর । এরপরই জাদুঘরের অন্য কেউ সংক্রমিত কি না তা জানার ব্যবস্থা করা হচ্ছে । কোরোনা সংক্রমণ পরীক্ষার জন্য রাজ্যের স্বাস্থ্যসচিব এবং মুখ্যসচিবকে জরুরি ভিত্তিতে চিঠি পাঠাচ্ছেন ভারতীয় জাদুঘরের অধিকর্তা অরিজিৎ দত্ত চৌধুরি । জাদুঘরে এই মুহূর্তে 33 জন CISF কর্মী রয়েছেন। তাদেরও স্বাস্থ্য পরীক্ষা করা শুরু হয়েছে ।
মৃতের সংস্পর্শে আসা ব্যক্তিদের তালিকা তৈরি হচ্ছে । পাশাপাশি দ্রুত স্যানিটাইজ়েশনের কাজও শুরু হবে ।