ETV Bharat / state

কোরোনায় মৃত্য়ু GRSEL-র আরও এক CISF জওয়ানের - গার্ডেনরিচ শিপ বিল্ডারস অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড

সুশান্তকুমার ঘোষ নামে আরও এক CISF জওয়ানের কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল । মুর্শিদাবাদের বাসিন্দা ছিলেন তিনি ।

ছবি
ছবি
author img

By

Published : May 29, 2020, 5:54 PM IST

কলকাতা, 29 মে : কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল গার্ডেনরিচ শিপ বিল্ডারস অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের আরও এক CISF জওয়ানের । GRSEL সূত্রে খবর, কোরোনায় মৃত হেড কনস্টেবল সুশান্তকুমার ঘোষ(58) মুর্শিদাবাদের বাসিন্দা ছিলেন । কলকাতার এই জাহাজ প্রস্তুতকারী সংস্থার CISF ইউনিটে এনিয়ে এটি দ্বিতীয় মৃত্যু ।

এপর্যন্ত GRSEL-এ মোট 40 জন CISF জওয়ান কোরোনায় আক্রান্ত হয়েছেন । এর মধ্যে দু'জনের মৃত্যু হয়েছে । একজন চিকিৎসাধীন । বাকিরা সুস্থ হয়ে উঠেছেন। এর আগে, এই CISF ইউনিট থেকে 55 বছর বয়সি এক ASI পদমর্যাদার আধিকারিকের কোরোনায় মৃত্যু হয় । শিপ ইয়ার্ডের ক্যান্টিনে খেতে আসা জাহাজের কর্মীদের থেকে সংক্রমণ ছড়িয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান কর্তৃপক্ষের । ইতিমধ্যেই CISF ইউনিট জীবাণুমুক্ত করার কাজ শুরু হয়েছে ।

প্রতিরক্ষা মন্ত্রকের এই নিয়ন্ত্রণাধীন গার্ডেনরিচ শিপ বিল্ডারস অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড (GRSEL) । এই সংস্থাকে নৌসেনার জন্য চারটি অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার করভেটস (ASWCs) নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছিল । ইতিমধ্য়েই তা তৈরি করে নৌসেনার হাতে তুলে দেওয়া হয়েছে সংস্থার তরফে। এই যুদ্ধজাহাজ প্রস্তুতকারী সংস্থা শুধুমাত্র নৌসেনা নয়, উপকূলরক্ষী বাহিনীর জাহাজ নির্মাণেও উল্লেখযোগ্য ভূমিকা নেয়।

দিন কয়েক আগে কলকাতা জাদুঘরে কর্তব্যরত এক CISF জওয়ানেরও কোরোনায় মৃত্যু হয় ।

কলকাতা, 29 মে : কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল গার্ডেনরিচ শিপ বিল্ডারস অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের আরও এক CISF জওয়ানের । GRSEL সূত্রে খবর, কোরোনায় মৃত হেড কনস্টেবল সুশান্তকুমার ঘোষ(58) মুর্শিদাবাদের বাসিন্দা ছিলেন । কলকাতার এই জাহাজ প্রস্তুতকারী সংস্থার CISF ইউনিটে এনিয়ে এটি দ্বিতীয় মৃত্যু ।

এপর্যন্ত GRSEL-এ মোট 40 জন CISF জওয়ান কোরোনায় আক্রান্ত হয়েছেন । এর মধ্যে দু'জনের মৃত্যু হয়েছে । একজন চিকিৎসাধীন । বাকিরা সুস্থ হয়ে উঠেছেন। এর আগে, এই CISF ইউনিট থেকে 55 বছর বয়সি এক ASI পদমর্যাদার আধিকারিকের কোরোনায় মৃত্যু হয় । শিপ ইয়ার্ডের ক্যান্টিনে খেতে আসা জাহাজের কর্মীদের থেকে সংক্রমণ ছড়িয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান কর্তৃপক্ষের । ইতিমধ্যেই CISF ইউনিট জীবাণুমুক্ত করার কাজ শুরু হয়েছে ।

প্রতিরক্ষা মন্ত্রকের এই নিয়ন্ত্রণাধীন গার্ডেনরিচ শিপ বিল্ডারস অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড (GRSEL) । এই সংস্থাকে নৌসেনার জন্য চারটি অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার করভেটস (ASWCs) নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছিল । ইতিমধ্য়েই তা তৈরি করে নৌসেনার হাতে তুলে দেওয়া হয়েছে সংস্থার তরফে। এই যুদ্ধজাহাজ প্রস্তুতকারী সংস্থা শুধুমাত্র নৌসেনা নয়, উপকূলরক্ষী বাহিনীর জাহাজ নির্মাণেও উল্লেখযোগ্য ভূমিকা নেয়।

দিন কয়েক আগে কলকাতা জাদুঘরে কর্তব্যরত এক CISF জওয়ানেরও কোরোনায় মৃত্যু হয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.