ETV Bharat / state

Circular Rail Service: মহালয়ায় তর্পণের জন্য যাত্রী সুবিধার্থে নিয়ন্ত্রণ করা হবে চক্ররেল পরিষেবা - Circular rail services will be controlled

মহালয়ার দিন তর্পণের করতে বিভিন্ন ঘাটে ভিড় জমাবেন সাধারণ মানুষ ৷ যাত্রীদের সুবিধার্থে ও ভিড়ের কথা ভেবে চক্ররেল পরিষেবা নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছে পূর্বরেল ৷

Etv Bharat
চক্ররেল
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 12, 2023, 8:56 PM IST

কলকাতা, 12 অক্টোবর: আগামী 14 অক্টোবর শনিবার পিতৃপক্ষের অবসানে মাতৃপক্ষের সূচনা হবে ৷ আর মহালয়ার এই দিন পূর্বপুরুষদের আত্মার শান্তির কামনায় বিভিন্ন ঘাটে তর্পণের জন্য ভিড় জমান হাজার হাজার সাধারণ মানুষ ৷ এই পরিস্থিতিতে আউটরাম ঘাট-সহ এলাকার বিভিন্ন ঘাটে তর্পণ করতে আসা মানুষদের যাতে কোনও সমস্যা না-হয় তাই মহালয়ার দিন পূর্বরেলের চক্ররেল পরিষেবা নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ ।

তাই আগামী 14 অক্টোবর অর্থাৎ শনিবার ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত সার্কুলার তথা চক্ররেলের পরিষেবা নিয়ন্ত্রণ করা হবে । যাত্রীদের সুবিধার্থে আগেভাগেই নিয়ন্ত্রিত পরিষেবার বিষয়ে বিস্তারিত জানিয়ে দিয়েছে চক্ররেল কর্তৃপক্ষ ৷ এক নজরে দেখে নিন পরিবর্তিত সেই তালিকা :

  • ছয় জোড়া ইএমইউ লোকাল কলকাতা স্টেশন থেকে সংক্ষিপ্ত শুরু এবং শেষ করবে ।
  • তিন জোড়া ইএমইউ লোকাল ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে । ওই তিন জোড়া ট্রেন শিয়ালদা উত্তর স্টেশন থেকে যাত্রা শুরু করে ওখানেই যাত্রা সম্পূর্ণ করবে ।
  • তিন জোড়া ইএমইউ লোকাল বালিগঞ্জ স্টেশন যাত্রা শুরু করবে এবং ওই স্টেশনেই যাত্রা সম্পন্ন করবে । এই তিন জোড়া ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করে বালিগঞ্জ-কাঁকুড়গাছি রোড দিয়ে যাবে ।
  • দুটি ইএমইউ লোকাল যাত্রাপথ পরিবর্তন করে কাঁকুড়গাছি রোড ও বালিগঞ্জ হয়ে মাঝেরহাট স্টেশন পৌঁছবে ।
  • এছাড়াও চারটি ইএমইউ লোকাল 30412, 30416, 30411 এবং 30451 বাতিল করা হয়েছে ।
  • এর পাশাপাশি 30135 মাঝেরহাট-রাণাঘাট স্পেশাল যেটি টালা স্টেশন হয়ে যাতায়াত করে, সেই ট্রেনটি মাঝেরহাট স্টেশন থেকে বিকেল 6টা 13 মিনিটে ছাড়বে। এই ট্রেনটি বালিগঞ্জ জংশন হয়ে যাবে ।

ট্রেনগুলিতে মহালয়ার এই বিশেষ দিনে ভিড় এড়ানোর জন্য চক্ররেল নিয়ন্ত্রণের এই ব্যবস্থা বলে জানানো হয়েছে পূর্বরেলের তরফে ৷

আরও পড়ুন : কলকাতায় এবার পেপার টিকিটেও মেট্রো সফর! কোথায় ও কবে থেকে চালু ?

কলকাতা, 12 অক্টোবর: আগামী 14 অক্টোবর শনিবার পিতৃপক্ষের অবসানে মাতৃপক্ষের সূচনা হবে ৷ আর মহালয়ার এই দিন পূর্বপুরুষদের আত্মার শান্তির কামনায় বিভিন্ন ঘাটে তর্পণের জন্য ভিড় জমান হাজার হাজার সাধারণ মানুষ ৷ এই পরিস্থিতিতে আউটরাম ঘাট-সহ এলাকার বিভিন্ন ঘাটে তর্পণ করতে আসা মানুষদের যাতে কোনও সমস্যা না-হয় তাই মহালয়ার দিন পূর্বরেলের চক্ররেল পরিষেবা নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ ।

তাই আগামী 14 অক্টোবর অর্থাৎ শনিবার ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত সার্কুলার তথা চক্ররেলের পরিষেবা নিয়ন্ত্রণ করা হবে । যাত্রীদের সুবিধার্থে আগেভাগেই নিয়ন্ত্রিত পরিষেবার বিষয়ে বিস্তারিত জানিয়ে দিয়েছে চক্ররেল কর্তৃপক্ষ ৷ এক নজরে দেখে নিন পরিবর্তিত সেই তালিকা :

  • ছয় জোড়া ইএমইউ লোকাল কলকাতা স্টেশন থেকে সংক্ষিপ্ত শুরু এবং শেষ করবে ।
  • তিন জোড়া ইএমইউ লোকাল ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে । ওই তিন জোড়া ট্রেন শিয়ালদা উত্তর স্টেশন থেকে যাত্রা শুরু করে ওখানেই যাত্রা সম্পূর্ণ করবে ।
  • তিন জোড়া ইএমইউ লোকাল বালিগঞ্জ স্টেশন যাত্রা শুরু করবে এবং ওই স্টেশনেই যাত্রা সম্পন্ন করবে । এই তিন জোড়া ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করে বালিগঞ্জ-কাঁকুড়গাছি রোড দিয়ে যাবে ।
  • দুটি ইএমইউ লোকাল যাত্রাপথ পরিবর্তন করে কাঁকুড়গাছি রোড ও বালিগঞ্জ হয়ে মাঝেরহাট স্টেশন পৌঁছবে ।
  • এছাড়াও চারটি ইএমইউ লোকাল 30412, 30416, 30411 এবং 30451 বাতিল করা হয়েছে ।
  • এর পাশাপাশি 30135 মাঝেরহাট-রাণাঘাট স্পেশাল যেটি টালা স্টেশন হয়ে যাতায়াত করে, সেই ট্রেনটি মাঝেরহাট স্টেশন থেকে বিকেল 6টা 13 মিনিটে ছাড়বে। এই ট্রেনটি বালিগঞ্জ জংশন হয়ে যাবে ।

ট্রেনগুলিতে মহালয়ার এই বিশেষ দিনে ভিড় এড়ানোর জন্য চক্ররেল নিয়ন্ত্রণের এই ব্যবস্থা বলে জানানো হয়েছে পূর্বরেলের তরফে ৷

আরও পড়ুন : কলকাতায় এবার পেপার টিকিটেও মেট্রো সফর! কোথায় ও কবে থেকে চালু ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.