ETV Bharat / state

এডিজি সিআইডিকে উলেন রায়ের মৃত্যু তদন্তের নির্দেশ সার্কিট বেঞ্চের - cid investigation of bjp worker ulen roy death

জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ উত্তরকন্যা অভিযানে মৃত উলেন রায়ের মৃত্যু তদন্তের নির্দেশ দিল সিআইডিকে । আগামী চার সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করে চূড়ান্ত রিপোর্ট জমা দিতে হবে কোর্টে । পরিবারের তরফে সিবিআই তদন্তের আবেদন খারিজ করে দিল কোর্ট ।

কী বললেন আইনজীবী । দেখুন ভিডিয়ো...
কী বললেন আইনজীবী । দেখুন ভিডিয়ো...
author img

By

Published : Jan 28, 2021, 10:22 PM IST

জলপাইগুড়ি, 28 জানুয়ারি : বিজেপি কর্মী উলেন রায়ের মৃত্যুর ঘটনায় এডিজি সিআইডিকে তদন্তভারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ । এছাড়া আগামী চার সপ্তাহের মধ্যে তদন্তের চূড়ান্ত ফলাফল জানানোর নির্দেশ দেওয়া হয়েছে । তার আগে অবশ্য তদন্তের গতি প্রকৃতি নিয়ে আগামী মাসের 22 তারিখে সিআইডিকে রিপোর্ট জমা দিতে হবে । গতকাল মামলার শুনানির পর আজ জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি মৌসুমি ভট্টাচার্য এই রায় দিয়েছেন । অন্যদিকে পরিবারের তরফে সিবিআই তদন্তের আবেদন জানানো হয়েছিল, তা খারিজ করে দিল জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ ।

ডিসেম্বরের 7 তারিখে বিজেপির উত্তরকন্যা অভিযানে মৃত্যু হয় উলেন রায়ের । অভিযোগ উঠেছিল, পুলিশের গুলিতেই তিনি নিহত হয়েছেন । পরে চলতি বছরের 18 জানুয়ারি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে সিবিআই তদন্ত চেয়ে আবেদন জানান উলেন রায়ের স্ত্রী মালতী রায় । তা খারিজ হয়ে যায় ।

কী বললেন আইনজীবী । দেখুন ভিডিয়ো...

আরও পড়ুন : আইনি জটিলতায় ঝুলে উলেন রায়ের মৃতদেহের সৎকার

এই বিষয়ে সরকারি তরফের আইনজীবী বিক্রমাদিত্য ঘোষ বলেন, "জলপাইগুড়ির সার্কিট বেঞ্চের বিচারপতি সিবিআইকে কেসটি দেয়নি । তিনি এডিজি পদমর্যাদার এক সিআইডির অফিসারকে তদন্ত করে রিপোর্ট জমা দিতে বলেছেন । আসলে সুপ্রিম কোর্ট তদন্তের স্বার্থে যে যে প্যারামিটার বেঁধেছে, সিবিআই-র হাতে দেওয়ার জন্য সেগুলি এই কেসে নেই । 5 মার্চের মধ্যে সিআইডিকে ঘটনার তদন্তের চূড়ান্ত রিপোর্ট জমা দিতে হবে ।"

জলপাইগুড়ি, 28 জানুয়ারি : বিজেপি কর্মী উলেন রায়ের মৃত্যুর ঘটনায় এডিজি সিআইডিকে তদন্তভারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ । এছাড়া আগামী চার সপ্তাহের মধ্যে তদন্তের চূড়ান্ত ফলাফল জানানোর নির্দেশ দেওয়া হয়েছে । তার আগে অবশ্য তদন্তের গতি প্রকৃতি নিয়ে আগামী মাসের 22 তারিখে সিআইডিকে রিপোর্ট জমা দিতে হবে । গতকাল মামলার শুনানির পর আজ জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি মৌসুমি ভট্টাচার্য এই রায় দিয়েছেন । অন্যদিকে পরিবারের তরফে সিবিআই তদন্তের আবেদন জানানো হয়েছিল, তা খারিজ করে দিল জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ ।

ডিসেম্বরের 7 তারিখে বিজেপির উত্তরকন্যা অভিযানে মৃত্যু হয় উলেন রায়ের । অভিযোগ উঠেছিল, পুলিশের গুলিতেই তিনি নিহত হয়েছেন । পরে চলতি বছরের 18 জানুয়ারি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে সিবিআই তদন্ত চেয়ে আবেদন জানান উলেন রায়ের স্ত্রী মালতী রায় । তা খারিজ হয়ে যায় ।

কী বললেন আইনজীবী । দেখুন ভিডিয়ো...

আরও পড়ুন : আইনি জটিলতায় ঝুলে উলেন রায়ের মৃতদেহের সৎকার

এই বিষয়ে সরকারি তরফের আইনজীবী বিক্রমাদিত্য ঘোষ বলেন, "জলপাইগুড়ির সার্কিট বেঞ্চের বিচারপতি সিবিআইকে কেসটি দেয়নি । তিনি এডিজি পদমর্যাদার এক সিআইডির অফিসারকে তদন্ত করে রিপোর্ট জমা দিতে বলেছেন । আসলে সুপ্রিম কোর্ট তদন্তের স্বার্থে যে যে প্যারামিটার বেঁধেছে, সিবিআই-র হাতে দেওয়ার জন্য সেগুলি এই কেসে নেই । 5 মার্চের মধ্যে সিআইডিকে ঘটনার তদন্তের চূড়ান্ত রিপোর্ট জমা দিতে হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.