ETV Bharat / state

Cattle Smuggling Case: তিন ভাগনের হদিশ পেতে শুক্রবার তিহাড়ে এনামুলকে জেরা করবে সিআইডি - সিআইডি

গরুপাচার কাণ্ডে (Cattle Smuggling Case) অন্যতম অভিযুক্ত এনামুল হক (Enamul Haque) ৷ তিনি আপাতত দিল্লির তিহাড় জেলে বন্দি ৷ তাঁকে আগামিকাল শুক্রবার জেরা করবে সিআইডি (CID) ৷ সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে ৷ মূলত, এনামুলের তিন ভাগনের খোঁজ পেতেই এই জেরা বলে জানা গিয়েছে ওই সূত্র থেকে ৷

cid-will-interrogate-enamul-haque-in-tihar-jail-on-cattle-smuggling-case
Cattle Smuggling Case: তিন ভাগনের হদিশ পেতে শুক্রবার তিহাড়ে এনামুলকে জেরা করবে সিআইডি
author img

By

Published : Dec 1, 2022, 4:58 PM IST

কলকাতা, 1 ডিসেম্বর: ইতিমধ্যেই গরুপাচার কাণ্ডে (Cattle Smuggling Case) কেন্দ্রীয় তদন্তকারীদের হাতে গ্রেফতার এনামুল হকের (Enamul Haque) তিন ভাগনের খোঁজে হন্যে হয়ে ঘুরছে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা থেকে রাজ্য পুলিশের গোয়েন্দা বাহিনী । খোঁজ না পেয়ে অবশেষে এনামুল হকের তিন ভাগনের বিরুদ্ধে ইতিমধ্যেই চার্জশিটও পেশ করেছে সিআইডি (CID) । এবার ওই তিনজনের খোঁজ পেতে এবং গরুপাচার কাণ্ডে একাধিক অজানা তথ্য হাতে পেতে ভবানী ভবন থেকে ছ’সদস্যের একটি বিশেষ দল ইতিমধ্যেই হাজির হয়েছে দিল্লিতে ।

সিআইডি সূত্রের খবর, আগামিকাল শুক্রবার দিল্লির তিহাড় জেলে (Tihar Jail) গিয়ে গরুপাচার কাণ্ডে বন্দি এনামুল হককে জেরা করতে চলেছে সিআইডির বিশেষ প্রতিনিধি দল । যদিও এই বিষয়ে সিআইডির তরফে কেউই এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি ।

জানা গিয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পাশাপাশি গরুপাচার কাণ্ডে কোমর বেঁধে তদন্তে নেমেছে সিআইডি । এর আগে এনামুলের সঙ্গে সরাসরি ভাবে কোনও কথা বলেনি সিআইডি । গ্রেফতারির পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা এনামুলকে দিল্লির তিহাড় জেলে রাখার ব্যবস্থা করে ।

অভিযোগ, গরুপাচার কাণ্ডে সরাসরি ভাবে যুক্ত রয়েছে এনামুলের তিন ভাগনেও । ফলে সমান্তরালভাবে তদন্ত শুরু করে এনামুলের তিন ভাগনের খোঁজে রাজ্যের একাধিক জায়গায় এবং কলকাতার একাধিক জায়গায় তল্লাশি চালায় সিআইডি । তাছাড়াও এনামুলের তিন ভাগনের অফিসেও তল্লাশি চালায় সিআইডি । কিন্তু তাদের কোনও সন্ধান পাওয়া যায়নি । ফলে একপ্রকার বাধ্য হয়ে ওই তিনজনের নামে চার্জশিট পেশ করে সিআইডি । সূত্রের খবর, এবার তিন পলাতক ভাগনের সন্ধান পেতে দিল্লির তিহার জেলে গরুপাচার কাণ্ডে এনামুল হককে জেরা করতে চলেছে সিআইডি ।

আরও পড়ুন: বাংলাদেশের পদ্মা সেতু নির্মাণে গরুপাচারের টাকা ! সিআইডি তদন্তে তথ্য

কলকাতা, 1 ডিসেম্বর: ইতিমধ্যেই গরুপাচার কাণ্ডে (Cattle Smuggling Case) কেন্দ্রীয় তদন্তকারীদের হাতে গ্রেফতার এনামুল হকের (Enamul Haque) তিন ভাগনের খোঁজে হন্যে হয়ে ঘুরছে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা থেকে রাজ্য পুলিশের গোয়েন্দা বাহিনী । খোঁজ না পেয়ে অবশেষে এনামুল হকের তিন ভাগনের বিরুদ্ধে ইতিমধ্যেই চার্জশিটও পেশ করেছে সিআইডি (CID) । এবার ওই তিনজনের খোঁজ পেতে এবং গরুপাচার কাণ্ডে একাধিক অজানা তথ্য হাতে পেতে ভবানী ভবন থেকে ছ’সদস্যের একটি বিশেষ দল ইতিমধ্যেই হাজির হয়েছে দিল্লিতে ।

সিআইডি সূত্রের খবর, আগামিকাল শুক্রবার দিল্লির তিহাড় জেলে (Tihar Jail) গিয়ে গরুপাচার কাণ্ডে বন্দি এনামুল হককে জেরা করতে চলেছে সিআইডির বিশেষ প্রতিনিধি দল । যদিও এই বিষয়ে সিআইডির তরফে কেউই এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি ।

জানা গিয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পাশাপাশি গরুপাচার কাণ্ডে কোমর বেঁধে তদন্তে নেমেছে সিআইডি । এর আগে এনামুলের সঙ্গে সরাসরি ভাবে কোনও কথা বলেনি সিআইডি । গ্রেফতারির পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা এনামুলকে দিল্লির তিহাড় জেলে রাখার ব্যবস্থা করে ।

অভিযোগ, গরুপাচার কাণ্ডে সরাসরি ভাবে যুক্ত রয়েছে এনামুলের তিন ভাগনেও । ফলে সমান্তরালভাবে তদন্ত শুরু করে এনামুলের তিন ভাগনের খোঁজে রাজ্যের একাধিক জায়গায় এবং কলকাতার একাধিক জায়গায় তল্লাশি চালায় সিআইডি । তাছাড়াও এনামুলের তিন ভাগনের অফিসেও তল্লাশি চালায় সিআইডি । কিন্তু তাদের কোনও সন্ধান পাওয়া যায়নি । ফলে একপ্রকার বাধ্য হয়ে ওই তিনজনের নামে চার্জশিট পেশ করে সিআইডি । সূত্রের খবর, এবার তিন পলাতক ভাগনের সন্ধান পেতে দিল্লির তিহার জেলে গরুপাচার কাণ্ডে এনামুল হককে জেরা করতে চলেছে সিআইডি ।

আরও পড়ুন: বাংলাদেশের পদ্মা সেতু নির্মাণে গরুপাচারের টাকা ! সিআইডি তদন্তে তথ্য

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.