ETV Bharat / state

Egra Blast Case: মৃত ভানু বাগের স্ত্রীর খোঁজে বালাসোরে রাজ্য সিআইডি - ভানু বাগ

ওড়িশার কামারদায় লুকিয়ে রয়েছেন এগরা বিস্ফোরণ-কাণ্ডে মূল অভিযুক্ত মৃত ভানু বাগের স্ত্রী ৷ এমনই খবর পেয়েছে রাজ্য সিআইডি ৷ তাই বালাসোরের কামারদায় আজ সিআইডি-র একটি দল হানা দিয়েছে ৷

Egra Blast Case ETV BHARAT
Egra Blast Case
author img

By

Published : May 20, 2023, 1:56 PM IST

বালাসোর (ওড়িশা), 20 মে: এগরা বিস্ফোরণ-কাণ্ডে এবার মৃত কৃষ্ণপদ তথা ভানু বাগের স্ত্রীর খোঁজ শুরু করল সিআইডি ৷ শনিবার সকালে পশ্চিমবঙ্গ সিআইডি-র একটি দল তাঁর খোঁজে ওড়িশার বালাসোর জেলার জলেশ্বরের কামারদায় যায় ৷ ওড়িশা পুলিশের সূত্রে খবর, ভানু বাগের স্ত্রী বালাসোরে কামারদায় আত্মগোপন করে রয়েছেন ৷ গত মঙ্গলবারের বিস্ফোরণের ঘটনায় ভানু বাগের ছেলে এবং ভাইপোকে গ্রেফতার করে পুলিশ ৷ অন্যদিকে, প্রায় 70 শতাংশ দগ্ধ অবস্থায় শুক্রবার ভোররাতে কটকের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে মূল অভিযুক্ত ভানু বাগের ৷

এগরার খাদিকূলের বিস্ফোরণের ঘটনায় সিআইডি তদন্তে নেমে জানতে পেরেছে, ভানু বাগের সঙ্গে কেবল তাঁর ছেলে পৃথ্বীজিৎ এবং ভাইপো ইন্দ্রজিৎ বাগ পালাননি, তাঁর স্ত্রীও ঘটনার দিন সেখান থেকে পালিয়ে যান ৷ তিনি ওড়িশার বালাসোরে জলেশ্বরের কামারদা এলাকায় আত্মগোপন করে রয়েছেন ৷ কামারদা পুলিশের সাহায্যে প্রয়াত ভানু বাগের স্ত্রীর খোঁজ শুরু করেছে সিআইডি ৷ দ্রুত তাঁর হদিশ মিলবে বলে আশা করছেন তদন্তকারীরা ৷

বৃহস্পতিবার সকালে ভানু বাগের প্রথম খোঁজ পাওয়া যায় ৷ এরপরই ওড়িশা পুলিশের সাহায্যে এগরা বিস্ফোরণ-কাণ্ডে রাজ্য সিআইডি ভানু বাগকে গ্রেফতার করে ৷ কিন্তু, বিস্ফোরণের কারণে শরীর 70 শতাংশ অংশ পুড়ে গিয়েছিল তাঁর ৷ কটকের একটি বেসরকারি হাসপাতালে তিনি ভরতি ছিলেন ৷ ফলে চিকিৎসকরা ভানু বাগকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেননি ৷ শুক্রবার ভোরে শরীরের একাধিক অঙ্গপ্রত্যঙ্গ বিকল হওয়ায় ভানু বাগের মৃত্যু হয় ৷

আরও পড়ুন: এগরা বিস্ফোরণ-কাণ্ডে ভানু বাগের ছেলের 10 দিনের সিআইডি হেফাজত

যদিও, বৃহস্পতিবার সকালেই ভানু বাগের ভাইপো ইন্দ্রজিৎকে গ্রেফতার করেছিল সিআইডি ৷ তাঁকে ওই দিনই রাজ্যে নিয়ে এসে কাঁথি মহকুমা আদালতে পেশ করা হয় ৷ 8 দিনের সিআইডি হেফাজতে রয়েছেন তিনি ৷ সেই রাতেই ভানু বাগের ছেলে পৃথ্বীজিৎকেও গ্রেফতার করা হয় কটকের 16 নম্বর জাতীয় সড়কের উপর থেকে ৷ তাঁকে গতকাল রাজ্যে এনে আদালতে তোলা হলে 10 দিনের সিআইডি হেফাজত দিয়েছেন বিচারক ৷ এবার সিআইডি-র নজরে ভানু বাগের পলাতক স্ত্রী ৷ মনে করা হচ্ছে দ্রুত তাঁর হদিশ পাওয়া যাবে ৷

বালাসোর (ওড়িশা), 20 মে: এগরা বিস্ফোরণ-কাণ্ডে এবার মৃত কৃষ্ণপদ তথা ভানু বাগের স্ত্রীর খোঁজ শুরু করল সিআইডি ৷ শনিবার সকালে পশ্চিমবঙ্গ সিআইডি-র একটি দল তাঁর খোঁজে ওড়িশার বালাসোর জেলার জলেশ্বরের কামারদায় যায় ৷ ওড়িশা পুলিশের সূত্রে খবর, ভানু বাগের স্ত্রী বালাসোরে কামারদায় আত্মগোপন করে রয়েছেন ৷ গত মঙ্গলবারের বিস্ফোরণের ঘটনায় ভানু বাগের ছেলে এবং ভাইপোকে গ্রেফতার করে পুলিশ ৷ অন্যদিকে, প্রায় 70 শতাংশ দগ্ধ অবস্থায় শুক্রবার ভোররাতে কটকের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে মূল অভিযুক্ত ভানু বাগের ৷

এগরার খাদিকূলের বিস্ফোরণের ঘটনায় সিআইডি তদন্তে নেমে জানতে পেরেছে, ভানু বাগের সঙ্গে কেবল তাঁর ছেলে পৃথ্বীজিৎ এবং ভাইপো ইন্দ্রজিৎ বাগ পালাননি, তাঁর স্ত্রীও ঘটনার দিন সেখান থেকে পালিয়ে যান ৷ তিনি ওড়িশার বালাসোরে জলেশ্বরের কামারদা এলাকায় আত্মগোপন করে রয়েছেন ৷ কামারদা পুলিশের সাহায্যে প্রয়াত ভানু বাগের স্ত্রীর খোঁজ শুরু করেছে সিআইডি ৷ দ্রুত তাঁর হদিশ মিলবে বলে আশা করছেন তদন্তকারীরা ৷

বৃহস্পতিবার সকালে ভানু বাগের প্রথম খোঁজ পাওয়া যায় ৷ এরপরই ওড়িশা পুলিশের সাহায্যে এগরা বিস্ফোরণ-কাণ্ডে রাজ্য সিআইডি ভানু বাগকে গ্রেফতার করে ৷ কিন্তু, বিস্ফোরণের কারণে শরীর 70 শতাংশ অংশ পুড়ে গিয়েছিল তাঁর ৷ কটকের একটি বেসরকারি হাসপাতালে তিনি ভরতি ছিলেন ৷ ফলে চিকিৎসকরা ভানু বাগকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেননি ৷ শুক্রবার ভোরে শরীরের একাধিক অঙ্গপ্রত্যঙ্গ বিকল হওয়ায় ভানু বাগের মৃত্যু হয় ৷

আরও পড়ুন: এগরা বিস্ফোরণ-কাণ্ডে ভানু বাগের ছেলের 10 দিনের সিআইডি হেফাজত

যদিও, বৃহস্পতিবার সকালেই ভানু বাগের ভাইপো ইন্দ্রজিৎকে গ্রেফতার করেছিল সিআইডি ৷ তাঁকে ওই দিনই রাজ্যে নিয়ে এসে কাঁথি মহকুমা আদালতে পেশ করা হয় ৷ 8 দিনের সিআইডি হেফাজতে রয়েছেন তিনি ৷ সেই রাতেই ভানু বাগের ছেলে পৃথ্বীজিৎকেও গ্রেফতার করা হয় কটকের 16 নম্বর জাতীয় সড়কের উপর থেকে ৷ তাঁকে গতকাল রাজ্যে এনে আদালতে তোলা হলে 10 দিনের সিআইডি হেফাজত দিয়েছেন বিচারক ৷ এবার সিআইডি-র নজরে ভানু বাগের পলাতক স্ত্রী ৷ মনে করা হচ্ছে দ্রুত তাঁর হদিশ পাওয়া যাবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.