কলকাতা, 4 সেপ্টেম্বর: সিবিআই, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট রাজ্যে গরুপাচার কাণ্ডের তদন্তে নেমেছে ৷ এর সমান্তরালে তদন্ত করছে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি । সম্প্রতি বীরভূম এবং মুর্শিদাবাদের একাধিক জায়গায় পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে পঞ্চায়েতের একাধিক কর্মীকে গরুপাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদ করে প্রাথমিক তদন্ত সেরেছে সিআইডি (CID arrests Enamul Haque close aide in cattle smuggling case from Murshidabad) ।
গরুপাচারে নতুন করে সিআইডির তৎপরতা চোখে পড়ল । জানা গিয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্তে আটক করা গরুগুলি ফের কিনে সেগুলি নিলাম করে পাচার করত এক ব্যক্তি । শনিবার সন্ধেয় তাকে আটক করে সিআইডি ৷ আজ তাকে গ্রেফতার করা হয়েছে । ধৃতের নাম জেনারুল । ভবানী ভবন সূত্রে খবর, সে মুর্শিদাবাদের জঙ্গিপুরে একজন ব্যবসায়ী এবং এনামুল হকের ঘনিষ্ঠ । গরুপাচার কাণ্ডে এবার তার নামও জড়াল ৷
আরও পড়ুন: দিল্লিতে ইডির হাতে গ্রেফতার গরু পাচারকাণ্ডের মাথা এনামূল হক
এনামুল হকের এই ঘনিষ্ঠকে গ্রেফতার করে ভবানী ভবনে নিয়ে আসবেন সিআইডির গোয়েন্দারা । এই জেনারুল নামে ব্যক্তির সঙ্গে আরও অনেকে যুক্ত বলে জানা গিয়েছে । গোয়েন্দাদের অনুমান, এই ঘটনায় সীমান্ত রক্ষী বাহিনী এবং রাজ্য পুলিশের একাংশও এর সঙ্গে জড়িত ৷ সিআইডির অভিযোগ, রাজ্যের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে গরুগুলিকে আটক করে রাখা হত ৷ সেখান থেকে ফের চড়া দামে কেনা এবং নিলাম ডাকার প্রক্রিয়া চলত ৷ পরে গরুগুলি বাংলাদেশে পাচার হত ।