কলকাতা, 25 ডিসেম্বর: মাধুর্য বাড়ছে এই পাড়ার লাল রঙের বাড়িগুলির ৷ তার টানেই বড়দিনের মরশুমে কলকাতার এক টুকরো অ্যাংলো পাড়ায় ঝাঁকে ঝাঁকে কালো মাথার ভিড় ৷ শতাব্দী প্রাচীন বো ব্যারাকসে বসবাস অ্যাংলো-ইন্ডিয়ানদের ৷ বড়দিন থেকে ইংরেজি নববর্ষের উদযাপন- এই সময়ে নতুন করে সেজে ওঠে গোটা চত্বর ৷
চারদিকে আলোর রোশনাই ৷ উৎসবের মেজাজ প্রতিটি গলিতে ৷ রাস্তার মাঝে বিশাল বড়ো খ্রিসমাস ট্রি ৷ পুরনো চুন সুরকির বাড়িরগুলির গায়ে লেগেছে রঙের প্রলেপ ৷ মাথার উপরেও আলোর মালায় কোথাও তারা, কোথাও বা দেবদূত ৷ তিলোত্তমার মধ্যে অন্য এক কলকাতা যেন ৷ বড়দিন থেকে নববর্ষ পর্যন্ত এমন আলোময়, মুখর থাকবে এই পাড়া, জানালেন এক স্থানীয় ৷
আরও পড়ুন: মধ্যরাতে ক্যাথিড্রালে প্রার্থনায় মমতা-অভিষেক, হাজির আজানিয়াও
শুধু আলোকসজ্জা নয়, রয়েছে পেটপুজোর জমজমাট বন্দোবস্ত ৷ রাস্তার ধারে বসেছে একের পর এক জিভে জল আনা খাবারের স্টল ৷ বাসিন্দাদের কেউ বিক্রি করছেন কেক, কেউ বা স্টিমড মোমো ৷ শীতের আমেজে পার্ক স্ট্রিট, অ্যালেন পার্ক বা সেন্ট পলস ক্যাথিড্রাল মতো এই অ্যাংলো পাড়ার এই ঐতিহ্য, মায়ায় ঢল নেমেছে মানুষের ৷ 9 থেকে 90- নানা বয়স-ধর্মের মানুষ এসেছেন প্রাক-খ্রিসমাসের সন্ধেয় ।
ডিজিটাল যুগে হাতে হাতে মোবাইল আর ক্যামেরা ৷ প্রতিটা মুহূর্তকে ছবিতে বেঁধে রাখতে একটামাত্র ক্লিক, কয়েক সেকেন্ড ৷ তাই মোহময় ছোট্ট অ্যাংলো পাড়ায় খ্রিসমাস উৎসবের সাক্ষী আমি- তাকে তো ধরে রাখতে হবে ৷ সেলফি তুলতে ভুলছেন না প্রায় কেউ ৷ নানা ভঙ্গিতে, নানা কায়দায়, রংবেরঙের মেজাজে আর প্রাচীন বাড়িগুলির গা ঘেঁষে সেলফি তুলছেন ঘুরতে আসা মানুষেরা । এক কোণে নামী বেকারির মিল্ক কেকের স্বাদ নিতে লম্বা লাইন ৷ শীতের মরশুমে ঠান্ডা না থাকলে কী ? বড়দিন ঘিরে ভরপুর উত্তেজনা ৷ তিল ধরনের ঠাঁই নেই ৷ রাত বাড়ছে, ভিড়ও ৷ আর বয়সের সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে আকর্ষণ ৷