ETV Bharat / state

করোনায় আক্রান্ত সন্দেহে বেলেঘাটার হাসপাতালে ভরতি চিনা যুবতি - china tourist admitted in beleghata

ছবি
ছবি
author img

By

Published : Jan 27, 2020, 10:29 AM IST

Updated : Jan 27, 2020, 11:28 AM IST

10:28 January 27

গতরাতে বেলেঘাটা ID হাসপাতালে ভরতি করা হয়েছে যুবতিকে । করোনা ভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে । আপতত পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

কলকাতা, 27 জানুয়ারি: করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে বেলেঘাটা ID হাসপাতালে ভরতি এক যুবতি । গতকাল রাতে তাঁকে ভরতি করা হয়েছে । হাসপাতাল সূত্রে খবর, চিন থেকে কলকাতায় বেড়াতে এসেছেন এই যুবতি । তবে তাঁর নাম ও পরিচয় এখনও জানা যায়নি । 

EM বাইপাসের কাছে একটি বেসরকারি হাসপাতাল থেকে গতরাতে ওই যুবতিকে বেলেঘাটা ID হাসপাতালে পাঠানো হয়েছে । তিনি করোনা ভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে । তবে, যুবতির ক্ষেত্রে ভাষাগত বাধা চিকিৎসায় সমস্যা হয়ে দাঁড়িয়েছে । তাঁর কাছ থেকে উপসর্গগুলি ও আগে কোনও রোগে আক্রান্ত ছিলেন কি না তা জানার চেষ্টা চলছে । 

এবিষয়ে বেলেঘাটা ID হাসপাতালের অধ্যক্ষ অনিমা হালদারের বক্তব্য জানতে চেয়ে তাঁর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হয় । কিন্তু ফোন না ধরায় তাঁর বক্তব্য মেলেনি । বেলেঘাটা ID হাসপাতালের সুপারিনটেনডেন্ট আশিস মান্নাকে এবিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি । রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তী বর্তমানে কলকাতার বাইরে রয়েছেন । স্বাস্থ্য অধিকর্তার কাছে যুবতির বিষয়ে জানতে চাওয়া হলে তিনি খোঁজ নিয়ে দেখছেন বলে জানিয়েছেন ।

10:28 January 27

গতরাতে বেলেঘাটা ID হাসপাতালে ভরতি করা হয়েছে যুবতিকে । করোনা ভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে । আপতত পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

কলকাতা, 27 জানুয়ারি: করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে বেলেঘাটা ID হাসপাতালে ভরতি এক যুবতি । গতকাল রাতে তাঁকে ভরতি করা হয়েছে । হাসপাতাল সূত্রে খবর, চিন থেকে কলকাতায় বেড়াতে এসেছেন এই যুবতি । তবে তাঁর নাম ও পরিচয় এখনও জানা যায়নি । 

EM বাইপাসের কাছে একটি বেসরকারি হাসপাতাল থেকে গতরাতে ওই যুবতিকে বেলেঘাটা ID হাসপাতালে পাঠানো হয়েছে । তিনি করোনা ভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে । তবে, যুবতির ক্ষেত্রে ভাষাগত বাধা চিকিৎসায় সমস্যা হয়ে দাঁড়িয়েছে । তাঁর কাছ থেকে উপসর্গগুলি ও আগে কোনও রোগে আক্রান্ত ছিলেন কি না তা জানার চেষ্টা চলছে । 

এবিষয়ে বেলেঘাটা ID হাসপাতালের অধ্যক্ষ অনিমা হালদারের বক্তব্য জানতে চেয়ে তাঁর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হয় । কিন্তু ফোন না ধরায় তাঁর বক্তব্য মেলেনি । বেলেঘাটা ID হাসপাতালের সুপারিনটেনডেন্ট আশিস মান্নাকে এবিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি । রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তী বর্তমানে কলকাতার বাইরে রয়েছেন । স্বাস্থ্য অধিকর্তার কাছে যুবতির বিষয়ে জানতে চাওয়া হলে তিনি খোঁজ নিয়ে দেখছেন বলে জানিয়েছেন ।

Intro:কলকাতা, ২৭ জানুয়ারি: করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে বছর ২০-র এক যুবতিকে গতকাল, রবিবার রাতে ভরতি করানো হয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালে। জানা গিয়েছে, এই যুবতি কলকাতায় বেড়াতে এসেছেন। তিনি চিনা ভাষায় কথা বলছেন। এই কারণে, এই যুবতিকে চিনের বাসিন্দা বলে মনে করা হচ্ছে। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।


Body:এই যুবতির বিষয়ে বেলেঘাটা আইডি হাসপাতালের অধ্যক্ষ অনিমা হালদারের বক্তব্য জানতে চেয়ে তাঁর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তিনি ফোন না ধরায় তাঁর বক্তব্য মেলেনি। বেলেঘাটা আইডি হাসপাতালের সুপারিনটেনডেন্ট আশিস মান্নার কাছে জানতে চাওয়া হলে, এই বিষয়ে তিনি কোনও মন্তব্য করতে চাননি। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তী বর্তমানে কলকাতার বাইরে রয়েছেন। স্বাস্থ্য অধিকর্তার কাছে এই যুবতির বিষয়ে জানতে চাওয়া হলে তিনি খোঁজ নিয়ে দেখছেন বলে জানিয়েছেন।


Conclusion:সূত্রের খবর, উল্টোডাঙ্গার কাছে EM বাইপাসের ধারে অবস্থিত বেসরকারি একটি হাসপাতাল থেকে গতকাল রাতে এই যুবতিকে বেলেঘাটা আইডি হাসপাতালে পাঠানো হয়েছে। এই যুবতিকে করোনা ভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে। তবে, এই যুবতির ক্ষেত্রে ভাষাগত বাধা সমস্যা হিসাবে দেখা গিয়েছে। তিনি একজন পর্যটক। চিনা ভাষায় তিনি কথা বলছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত, বেলেঘাটা আইডি হাসপাতালে এই যুবতিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ভাষাগত সমস্যা দূর করে কীভাবে এই যুবতীর কাছ থেকে তাঁর মেডিকেল হিস্ট্রি জানা সম্ভব হয়, তার চেষ্টা করা হচ্ছে। _______
Last Updated : Jan 27, 2020, 11:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.