কলকাতা, 27 জানুয়ারি: করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে বেলেঘাটা ID হাসপাতালে ভরতি এক যুবতি । গতকাল রাতে তাঁকে ভরতি করা হয়েছে । হাসপাতাল সূত্রে খবর, চিন থেকে কলকাতায় বেড়াতে এসেছেন এই যুবতি । তবে তাঁর নাম ও পরিচয় এখনও জানা যায়নি ।
EM বাইপাসের কাছে একটি বেসরকারি হাসপাতাল থেকে গতরাতে ওই যুবতিকে বেলেঘাটা ID হাসপাতালে পাঠানো হয়েছে । তিনি করোনা ভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে । তবে, যুবতির ক্ষেত্রে ভাষাগত বাধা চিকিৎসায় সমস্যা হয়ে দাঁড়িয়েছে । তাঁর কাছ থেকে উপসর্গগুলি ও আগে কোনও রোগে আক্রান্ত ছিলেন কি না তা জানার চেষ্টা চলছে ।
এবিষয়ে বেলেঘাটা ID হাসপাতালের অধ্যক্ষ অনিমা হালদারের বক্তব্য জানতে চেয়ে তাঁর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হয় । কিন্তু ফোন না ধরায় তাঁর বক্তব্য মেলেনি । বেলেঘাটা ID হাসপাতালের সুপারিনটেনডেন্ট আশিস মান্নাকে এবিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি । রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তী বর্তমানে কলকাতার বাইরে রয়েছেন । স্বাস্থ্য অধিকর্তার কাছে যুবতির বিষয়ে জানতে চাওয়া হলে তিনি খোঁজ নিয়ে দেখছেন বলে জানিয়েছেন ।