ETV Bharat / state

Child Death: ফের শিশুমৃত্যু বিসি রায় হাসপাতালে, চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ পরিবারের - শিশু মৃত্যুর ঘটনা ঘটল

আবারও বিসি রায় হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনা ঘটল (Children Death) ৷ পরিবারের দাবি, তাঁদের বাচ্চা মারা গিয়েছে হাসপাতালের গাফিলতির কারণে ৷ তাই মৃত শিশুর পরিবারের তরফে এদিন হাসপাতালের সামনে বিক্ষোভ দেখানো হয়।

Child Death
ফাইল ছবি
author img

By

Published : Mar 19, 2023, 9:26 PM IST

কলকাতা, 19 মার্চ: ফের শিশুমৃত্যু বিসি রায় হাসপাতালে (BC Roy Hospital) । জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভরতি ছিল পাঁচ মাসের এক শিশু ৷ রবিবার বিকেল 4টে নাগাদ মৃত্যু হয় তার। মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলা হয়। মৃত শিশুকে কোলে নিয়ে বিক্ষোভ দেখান পরিবারের লোকজন। পরিবারের অভিযোগ, ওই শিশুর মৃত্যু কীভাবে হয়েছে তা হাসপাতালের তরফে পরিবারকে জানানো হয়নি। চিকিৎসায় গাফিলতির কারণেই মৃত্যু হয়েছে বলেই দাবি পরিবারের।

জানা গিয়েছে, 18 দিন ধরে বিসি রায় হাসপাতালে ভরতি ছিল ওই শিশু। পরিবারের দাবি, শ্বাসকষ্ট জনিত সমস্যা ছিল তার। এদিন সকালে হাসপাতাল থেকে বলা হয়েছে ওই শিশুর নাক ও মুখ দিয়ে হঠাৎই রক্ত বের হচ্ছে, সুতরাং রক্তের দরকার ৷ পরিবারের লোকজন সেইমতো তা জোগাড়ও করে দেয় ৷ তারপর আচমকাই বিকাল 4টে নাগাদ সময় হাসপাতাল থেকে জানায় শিশুটি মারা গিয়েছে। কিন্তু কী সমস্যায় শিশুটি মারা গিয়েছে, তা হাসপাতাল থেকে জানানো হচ্ছে না ৷

উল্লেখ্য, রাজ্যজুড়ে একের পর এক শিশুমৃত্যু ঘটেছে। জ্বর-সর্দি-কাশি নিয়ে হাসপাতালে ভরতি হতে হচ্ছে শিশুদের। বেসরকারি মতে গত দু'মাসে প্রায় 150-এরও বেশি শিশুর মৃত্যু হয়েছে রাজ্যে। তবে সরকারি মতে, গত আড়াই মাসে 13 হাজার 61 জন শিশু শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভরতি হয়েছে। তাতে মৃত্যু হয়েছে 19 জন শিশুর। যা নিয়ে ইতিমধ্যে বৈঠক করেছে টাস্ক ফোর্স। যেখানে বলা হয়েছে, জেলা হাসপাতালগুলিতে নজরদারি আরও বেশি মাত্রায় করতে হবে। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পাশাপাশি সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলিতেও স্যানিটাইজেশন প্রক্রিয়া চলছে। তাছাড়া রেফার রোগীর সংখ্যা যাতে কমানো হয় সেদিকেও নজর দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: 2 মাসে রাজ্যে অন্তত 123 শিশুর মৃত্যু, গরম বাড়ায় কমছে রোগের প্রকোপ

স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জনসাধারণের জন্য একটি গাইডলাইন দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, যদি কোনও শিশুর এই ধরনের সমস্যা দেখা দেয় তবে তাঁকে যেন স্কুলে না-পাঠায়। বাইরে থেকে আসলে অবশ্যই যেন হাত-মুখ সাবান দিয়ে ধুয়ে তারপর যেন বাচ্চার সামনে আসে। এছাড়া শিশুদের ভিড় এড়িয়ে যাওয়া এবং মাস্ক ব্যবহারের কথা হচ্ছে। তাতেও যদি কারও মনে প্রশ্ন থেকে যায় তবে রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে। 1800-313-444-222- এই নম্বর 24 ঘণ্টা খোলা থাকছে, যদি দরকার হয় তাতে সাধারণ মানুষ ফোন করে উত্তর পাবেন ৷

কলকাতা, 19 মার্চ: ফের শিশুমৃত্যু বিসি রায় হাসপাতালে (BC Roy Hospital) । জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভরতি ছিল পাঁচ মাসের এক শিশু ৷ রবিবার বিকেল 4টে নাগাদ মৃত্যু হয় তার। মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলা হয়। মৃত শিশুকে কোলে নিয়ে বিক্ষোভ দেখান পরিবারের লোকজন। পরিবারের অভিযোগ, ওই শিশুর মৃত্যু কীভাবে হয়েছে তা হাসপাতালের তরফে পরিবারকে জানানো হয়নি। চিকিৎসায় গাফিলতির কারণেই মৃত্যু হয়েছে বলেই দাবি পরিবারের।

জানা গিয়েছে, 18 দিন ধরে বিসি রায় হাসপাতালে ভরতি ছিল ওই শিশু। পরিবারের দাবি, শ্বাসকষ্ট জনিত সমস্যা ছিল তার। এদিন সকালে হাসপাতাল থেকে বলা হয়েছে ওই শিশুর নাক ও মুখ দিয়ে হঠাৎই রক্ত বের হচ্ছে, সুতরাং রক্তের দরকার ৷ পরিবারের লোকজন সেইমতো তা জোগাড়ও করে দেয় ৷ তারপর আচমকাই বিকাল 4টে নাগাদ সময় হাসপাতাল থেকে জানায় শিশুটি মারা গিয়েছে। কিন্তু কী সমস্যায় শিশুটি মারা গিয়েছে, তা হাসপাতাল থেকে জানানো হচ্ছে না ৷

উল্লেখ্য, রাজ্যজুড়ে একের পর এক শিশুমৃত্যু ঘটেছে। জ্বর-সর্দি-কাশি নিয়ে হাসপাতালে ভরতি হতে হচ্ছে শিশুদের। বেসরকারি মতে গত দু'মাসে প্রায় 150-এরও বেশি শিশুর মৃত্যু হয়েছে রাজ্যে। তবে সরকারি মতে, গত আড়াই মাসে 13 হাজার 61 জন শিশু শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভরতি হয়েছে। তাতে মৃত্যু হয়েছে 19 জন শিশুর। যা নিয়ে ইতিমধ্যে বৈঠক করেছে টাস্ক ফোর্স। যেখানে বলা হয়েছে, জেলা হাসপাতালগুলিতে নজরদারি আরও বেশি মাত্রায় করতে হবে। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পাশাপাশি সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলিতেও স্যানিটাইজেশন প্রক্রিয়া চলছে। তাছাড়া রেফার রোগীর সংখ্যা যাতে কমানো হয় সেদিকেও নজর দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: 2 মাসে রাজ্যে অন্তত 123 শিশুর মৃত্যু, গরম বাড়ায় কমছে রোগের প্রকোপ

স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জনসাধারণের জন্য একটি গাইডলাইন দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, যদি কোনও শিশুর এই ধরনের সমস্যা দেখা দেয় তবে তাঁকে যেন স্কুলে না-পাঠায়। বাইরে থেকে আসলে অবশ্যই যেন হাত-মুখ সাবান দিয়ে ধুয়ে তারপর যেন বাচ্চার সামনে আসে। এছাড়া শিশুদের ভিড় এড়িয়ে যাওয়া এবং মাস্ক ব্যবহারের কথা হচ্ছে। তাতেও যদি কারও মনে প্রশ্ন থেকে যায় তবে রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে। 1800-313-444-222- এই নম্বর 24 ঘণ্টা খোলা থাকছে, যদি দরকার হয় তাতে সাধারণ মানুষ ফোন করে উত্তর পাবেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.