ETV Bharat / state

আগামীকাল রাজভবন আসছেন মুখ্যসচিব ও রাজ্য পুলিশের DG - রাজ্যপাল

অবশেষে রাজভবন আসছেন মুখ্যসচিব ও রাজ্য পুলিশের DG । আগামীকাল রাজ্যপালের সঙ্গে বৈঠক করবেন ।

governor
জগদীপ ধনকড়
author img

By

Published : Dec 17, 2019, 9:17 PM IST

কলকাতা, 17 ডিসেম্বর : অবশেষে নবান্ন-রাজভবন সাক্ষাৎ । আগামীকাল রাজ্য সরকারের তরফে মুখ্যসচিব ও রাজ্য পুলিশের DG-র সঙ্গে বৈঠক করবেন রাজ্যপাল জগদীপ ধনকড় । আজ একথা জানান স্বয়ং রাজ্যপাল জগদীপ ধনকড় । তিনি টুইট করে এ কথা জানিয়েছেন ।

নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 নিয়ে রাজ্যজুড়ে যে বিক্ষোভ শুরু হয়েছে, তা নিয়ে আলোচনার জন্য রাজ্য পুলিশের DG পি বীরেন্দ্র এবং মুখ্য সচিব রাজীব সিনহাকে রবিবার সন্ধ্যেয় ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । গতকাল সকাল 10 টায় তাঁদের রাজভবনে ডেকে পাঠানো হয়েছিল । কিন্তু দুজনের কেউ সেই নির্দেশ পেয়েও রাজভবনে যাননি ।

  • After my fruitful visit to the assembly I had emphasized that it is time for the Raj Bhavan and the state government to set aside their differences and work together for "democracy to succeed". I await a positive response from CM.

    — Jagdeep Dhankhar (@jdhankhar1) December 17, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আজ বিকেলে রাজ্যপাল একটি টুইট করেন । সেখানে রাজ্য সরকারকে দূরত্ব সরিয়ে একসঙ্গে কাজ করার আহ্বান জানান । তিনি লেখেন, "বিধানসভার ফলপ্রসূ পরিদর্শনের পর এবার সময় রাজভবনের । রাজ্য সরকারের সঙ্গে সমস্তরকম দূরত্ব ঘুচিয়ে গণতন্ত্রের সাফল্যের জন্য একসঙ্গে কাজ করার সময় এসেছে । আমি মুখ্যমন্ত্রীর থেকে ইতিবাচক উত্তর পাওয়ার আশায় রইলাম ।" তাঁর এই টুইটের পর তিনি ফের একটি টুইট করেন । সেখানে তিনি জানান, মুখ্যসচিব রাজ্য পুলিশের DG-কে রাজভবনে আসার ইঙ্গিত দিয়েছেন ।

  • Chief Secretary had indicated that he along with DGP would come at one pm. However it was thereafter given out that fresh time will be sought.There is no further word so far. In public interest sometimes patience is virtue and may lead to fruitful way forward. So chosen to wait.

    — Jagdeep Dhankhar (@jdhankhar1) December 17, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাজ্যপাল শেষ একটি টুইট করেন । তাতেই তিনি লেখেন, "মুখ্যসচিবের কাছ থেকে মেসেজ এসেছে । আগামীকাল দুপুর 3 টের সময় রাজ্য পুলিশের DG-কে নিয়ে তিনি রাজভবনে আসছেন । আমি এই বৈঠক নিয়ে আশাবাদী ।"

  • There is a message from the Chief Secretary that he will now come with DGP at 3 pm tomorrow and I have consented. I look forward to this meeting with senior officials with optimism and hope to be briefed so that wholesome way forward takes place.

    — Jagdeep Dhankhar (@jdhankhar1) December 17, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কলকাতা, 17 ডিসেম্বর : অবশেষে নবান্ন-রাজভবন সাক্ষাৎ । আগামীকাল রাজ্য সরকারের তরফে মুখ্যসচিব ও রাজ্য পুলিশের DG-র সঙ্গে বৈঠক করবেন রাজ্যপাল জগদীপ ধনকড় । আজ একথা জানান স্বয়ং রাজ্যপাল জগদীপ ধনকড় । তিনি টুইট করে এ কথা জানিয়েছেন ।

নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 নিয়ে রাজ্যজুড়ে যে বিক্ষোভ শুরু হয়েছে, তা নিয়ে আলোচনার জন্য রাজ্য পুলিশের DG পি বীরেন্দ্র এবং মুখ্য সচিব রাজীব সিনহাকে রবিবার সন্ধ্যেয় ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । গতকাল সকাল 10 টায় তাঁদের রাজভবনে ডেকে পাঠানো হয়েছিল । কিন্তু দুজনের কেউ সেই নির্দেশ পেয়েও রাজভবনে যাননি ।

  • After my fruitful visit to the assembly I had emphasized that it is time for the Raj Bhavan and the state government to set aside their differences and work together for "democracy to succeed". I await a positive response from CM.

    — Jagdeep Dhankhar (@jdhankhar1) December 17, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আজ বিকেলে রাজ্যপাল একটি টুইট করেন । সেখানে রাজ্য সরকারকে দূরত্ব সরিয়ে একসঙ্গে কাজ করার আহ্বান জানান । তিনি লেখেন, "বিধানসভার ফলপ্রসূ পরিদর্শনের পর এবার সময় রাজভবনের । রাজ্য সরকারের সঙ্গে সমস্তরকম দূরত্ব ঘুচিয়ে গণতন্ত্রের সাফল্যের জন্য একসঙ্গে কাজ করার সময় এসেছে । আমি মুখ্যমন্ত্রীর থেকে ইতিবাচক উত্তর পাওয়ার আশায় রইলাম ।" তাঁর এই টুইটের পর তিনি ফের একটি টুইট করেন । সেখানে তিনি জানান, মুখ্যসচিব রাজ্য পুলিশের DG-কে রাজভবনে আসার ইঙ্গিত দিয়েছেন ।

  • Chief Secretary had indicated that he along with DGP would come at one pm. However it was thereafter given out that fresh time will be sought.There is no further word so far. In public interest sometimes patience is virtue and may lead to fruitful way forward. So chosen to wait.

    — Jagdeep Dhankhar (@jdhankhar1) December 17, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাজ্যপাল শেষ একটি টুইট করেন । তাতেই তিনি লেখেন, "মুখ্যসচিবের কাছ থেকে মেসেজ এসেছে । আগামীকাল দুপুর 3 টের সময় রাজ্য পুলিশের DG-কে নিয়ে তিনি রাজভবনে আসছেন । আমি এই বৈঠক নিয়ে আশাবাদী ।"

  • There is a message from the Chief Secretary that he will now come with DGP at 3 pm tomorrow and I have consented. I look forward to this meeting with senior officials with optimism and hope to be briefed so that wholesome way forward takes place.

    — Jagdeep Dhankhar (@jdhankhar1) December 17, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Intro:বিপন্ন দেশ এবং রাজ্য। দেশের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক কাঠামো ধ্বংস করা এবং ধর্মীয় বিভাজনের লক্ষ্যে সংশোধিত নাগরিকত্ব আইন ও এন আর সির বিরুদ্ধে জোট বাঁধল রাজ্যের বিরোধী দলগুলি। দিল্লিতে যখন বিরোধী দলের শীর্ষ নেতৃত্ব জোট বাঁধার কথা ভাবছেন, তখন এ রাজ‍্যেও শহরে ওয়ার্ড ও গ্রামাঞ্চলে পঞ্চায়েত ভিত্তিক কর্মসূচি সংগঠিত করার আহ্বান জানালো বাম শরিক দল গুলি।


Body:সরকারি সম্পত্তি ভেঙে, মানুষের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত করে কোনো রকম প্রতিবাদকে বরদাস্ত করা হবে না বলে আজ ফের বার্তা দিলেন ১৭ টি বামপন্থী ও সহযোগী দলসমূহ।
রাজ্যব্যাপী প্রতিবাদ কর্মসূচি এবং কলকাতায় কেন্দ্রীয় মিছিল করবে তারা। সংবিধানবিরোধী নাগরিকত্ব সংশোধিত আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে কেন্দ্রীয় মিছিলে অংশগ্রহণ করবেন রাজ্যের সমস্ত স্তরের মানুষ এবং বিরোধী বামপন্থী দলসমূহের নেতৃত্ব।
ইতিমধ্যেই সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র জানিয়েছেন, নাগরিকত্ব সংশোধনী আইন বাতিল করতে দেশব্যাপী স্বতস্ফুর্ত হরতালই শক্তিশালী হাতিয়ার। ৮ জানুয়ারি নাগরিক সংশোধনী আইন বাতিলের দাবিতে সর্বাত্বক ধর্মঘটে শামিল হওয়ার জন্য রাজ্যবাসীর কাছে আবেদন জানিয়েছেন তিনি।
১৭ টি বামপন্থী দলসমূহের নেতৃত্ব জানিয়েছেন, সর্বাত্মকভাবে নাগরিকত্ব সংশোধনী আইন বাতিল করার জন্য প্রয়োজনে তারা দিল্লি অভিযান করতে পারেন। তবে কোনোভাবেই সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি না করে সাংবিধানিক পদ্ধতি মেনে প্রতিবাদ হওয়া প্রয়োজন বলে মনে করেন তারা।


Conclusion:রাজ্যস্তরে বাম এবং কংগ্রেস যৌথভাবে প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করবে বলে জানা গিয়েছে। বিজেপি বিরোধী যে কোন শক্তিকে এই প্রতিবাদ কর্মসূচিতে আহ্বান জানানো হয়েছে। তৃণমূল কংগ্রেসের হাত ধরেই এ রাজ্যে বিজেপির উত্থান। এই অভিযোগ বামেদের। সেই কারণে, তৃণমূলকে সঙ্গী করে কোনোরকম আন্দোলনে যেতে নারাজ বিরোধী বাম এবং কংগ্রেস।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.