ETV Bharat / state

"কোনও তথ্য দিতে পারেননি মুখ্যসচিব ও ডিজিপি", বৈঠকের পর টুইট রাজ্যপালের - chief secretary & dgp failed to give update regarding convoy attack says govornor jagdeep dhankar

রাজ্যের পরিস্থিতি নিয়ে তথ্য চেয়ে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও ডিজিপি বীরেন্দ্রকে তলব করেন রাজ্যপাল ।

chief secretary & dgp failed to give update regarding convoy attack says govornor jagdeep dhankar
chief secretary & dgp failed to give update regarding convoy attack says govornor jagdeep dhankar
author img

By

Published : Dec 10, 2020, 10:41 PM IST

কলকাতা, 10 ডিসেম্বর : বাংলায় সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে । আজ রাজভবনে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও ডিজিপি বীরেন্দ্রর সঙ্গে বৈঠকের পর টুইট করে এমনই বললেন রাজ্যপাল জগদীপ ধনকড় । তিনি লিখেছেন, মুখ্যসচিব বা রাজ্য পুলিশের ডিজি কেউই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলা সহ বিভিন্ন বিষয়ে কোনও তথ্য দিতে পারেননি ।

রাজ্যের পরিস্থিতি নিয়ে তথ্য চেয়ে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও ডিজিপি বীরেন্দ্রকে তলব করেন রাজ্যপাল । রিপোর্ট সহ সন্ধে 6টায় রাজভবনে দেখা করতে বলেন তিনি । সেইমতো আজ সন্ধ্যা ছটা নাগাদ রাজভবনে যান তাঁরা । মুখ্যসচিব ও ডিজিপি-র সঙ্গে বৈঠকের পর টুইট করেন রাজ্যপাল । তাঁর বক্তব্য, বৈঠকে তাঁকে কোনও তথ্যই দিতে পারেননি রাজ্য প্রশাসনের দুই শীর্ষকর্তা ।

  • CS @MamataOfficial & DGP @WBPolice called on me today at 6 PM. Unfortunately neither came with any update on pending issues or regarding attack on convoy of BJP President JP Nadda.

    Their continued non responsive stance signals failure of constitutional machinery in the State. pic.twitter.com/0Fyo3qFzXk

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) December 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

হতাশ রাজ্যপাল লিখেছেন, "মুখ্যসচিব এবং ডিজিপি আজ ছটা নাগাদ আমার সঙ্গে দেখা করেন । দুর্ভাগ্যবশত তাঁরা পড়ে থাকা বিষয়গুলো বা বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার বিষয়ে কোনও আপডেট দিতে পারেননি ।" তিনি আরও লেখেন, "এতেই রাজ্যে সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়ার ইঙ্গিত মিলছে ।"

কলকাতা, 10 ডিসেম্বর : বাংলায় সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে । আজ রাজভবনে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও ডিজিপি বীরেন্দ্রর সঙ্গে বৈঠকের পর টুইট করে এমনই বললেন রাজ্যপাল জগদীপ ধনকড় । তিনি লিখেছেন, মুখ্যসচিব বা রাজ্য পুলিশের ডিজি কেউই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলা সহ বিভিন্ন বিষয়ে কোনও তথ্য দিতে পারেননি ।

রাজ্যের পরিস্থিতি নিয়ে তথ্য চেয়ে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও ডিজিপি বীরেন্দ্রকে তলব করেন রাজ্যপাল । রিপোর্ট সহ সন্ধে 6টায় রাজভবনে দেখা করতে বলেন তিনি । সেইমতো আজ সন্ধ্যা ছটা নাগাদ রাজভবনে যান তাঁরা । মুখ্যসচিব ও ডিজিপি-র সঙ্গে বৈঠকের পর টুইট করেন রাজ্যপাল । তাঁর বক্তব্য, বৈঠকে তাঁকে কোনও তথ্যই দিতে পারেননি রাজ্য প্রশাসনের দুই শীর্ষকর্তা ।

  • CS @MamataOfficial & DGP @WBPolice called on me today at 6 PM. Unfortunately neither came with any update on pending issues or regarding attack on convoy of BJP President JP Nadda.

    Their continued non responsive stance signals failure of constitutional machinery in the State. pic.twitter.com/0Fyo3qFzXk

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) December 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

হতাশ রাজ্যপাল লিখেছেন, "মুখ্যসচিব এবং ডিজিপি আজ ছটা নাগাদ আমার সঙ্গে দেখা করেন । দুর্ভাগ্যবশত তাঁরা পড়ে থাকা বিষয়গুলো বা বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার বিষয়ে কোনও আপডেট দিতে পারেননি ।" তিনি আরও লেখেন, "এতেই রাজ্যে সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়ার ইঙ্গিত মিলছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.