কলকাতা, 10 ডিসেম্বর : বাংলায় সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে । আজ রাজভবনে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও ডিজিপি বীরেন্দ্রর সঙ্গে বৈঠকের পর টুইট করে এমনই বললেন রাজ্যপাল জগদীপ ধনকড় । তিনি লিখেছেন, মুখ্যসচিব বা রাজ্য পুলিশের ডিজি কেউই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলা সহ বিভিন্ন বিষয়ে কোনও তথ্য দিতে পারেননি ।
রাজ্যের পরিস্থিতি নিয়ে তথ্য চেয়ে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও ডিজিপি বীরেন্দ্রকে তলব করেন রাজ্যপাল । রিপোর্ট সহ সন্ধে 6টায় রাজভবনে দেখা করতে বলেন তিনি । সেইমতো আজ সন্ধ্যা ছটা নাগাদ রাজভবনে যান তাঁরা । মুখ্যসচিব ও ডিজিপি-র সঙ্গে বৈঠকের পর টুইট করেন রাজ্যপাল । তাঁর বক্তব্য, বৈঠকে তাঁকে কোনও তথ্যই দিতে পারেননি রাজ্য প্রশাসনের দুই শীর্ষকর্তা ।
-
CS @MamataOfficial & DGP @WBPolice called on me today at 6 PM. Unfortunately neither came with any update on pending issues or regarding attack on convoy of BJP President JP Nadda.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) December 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Their continued non responsive stance signals failure of constitutional machinery in the State. pic.twitter.com/0Fyo3qFzXk
">CS @MamataOfficial & DGP @WBPolice called on me today at 6 PM. Unfortunately neither came with any update on pending issues or regarding attack on convoy of BJP President JP Nadda.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) December 10, 2020
Their continued non responsive stance signals failure of constitutional machinery in the State. pic.twitter.com/0Fyo3qFzXkCS @MamataOfficial & DGP @WBPolice called on me today at 6 PM. Unfortunately neither came with any update on pending issues or regarding attack on convoy of BJP President JP Nadda.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) December 10, 2020
Their continued non responsive stance signals failure of constitutional machinery in the State. pic.twitter.com/0Fyo3qFzXk
হতাশ রাজ্যপাল লিখেছেন, "মুখ্যসচিব এবং ডিজিপি আজ ছটা নাগাদ আমার সঙ্গে দেখা করেন । দুর্ভাগ্যবশত তাঁরা পড়ে থাকা বিষয়গুলো বা বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার বিষয়ে কোনও আপডেট দিতে পারেননি ।" তিনি আরও লেখেন, "এতেই রাজ্যে সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়ার ইঙ্গিত মিলছে ।"