কলকাতা, 18 জুলাই : SSC চাকরি প্রার্থীদের সঙ্গে আলোচনায় বসার আশ্বাস দিলেন মুখ্য়মন্ত্রী । আজ চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানেই চাকরি প্রার্থীদের 21 জুলাইয়ের পর আলোচনার জন্য দিন ঠিক করার আশ্বাস দেন তিনি । এই আলোচনার পরই পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন চাকরি প্রার্থীরা ।
SSC যুব ছাত্র অধিকার মঞ্চের সভাপতি শেখ ইনসান আলি বলেন, "বিগত 8 মাস ধরে শিক্ষা দপ্তরের পাঁচ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা চলছে । হঠাৎ গত দু'সপ্তাহ ধরে শিক্ষা দপ্তরের প্রতিনিধি দলের আহ্বায়ক মণীশ জৈন আর দেখা করছেন না । শিক্ষামন্ত্রীর নির্দেশেই নাকি এই ব্য়বহার করা হচ্ছে । মুখ্যমন্ত্রী জুন মাসের প্রথমে আমাদের থেকে আরও 10 দিন সময় চেয়েছিলেন । তাই 20 জুন পর্যন্ত আমরা অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিলাম ।"
20 জুনের পর মণীশ জৈনের সঙ্গে দেখা করেন চাকরি প্রার্থীরা । তিনি ফের 15 দিনের সময় চান । এরপর 16 জুলাই চূড়ান্ত সিদ্ধান্ত জানতে বিকাশ ভবনে গেলে হেনস্থার শিকার হতে হয় বলে দাবি চাকরিপ্রার্থীদের । ইনসান বলেন, "আচার্য সদনে SSC-র চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে গেলে প্রথমে কথা বলতে রাজি হননি তিনি । আমরা এই সরকারকে আর বিশ্বাস করতে পারছি না ।"
তবে, আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার পর সাময়িকভাবে অনশনের সিদ্ধান্ত থেকে পিছু হটেছেন চাকরি প্রার্থীরা । তাঁদের তরফে তানিয়া শেঠ ও হাফিজুল গাজি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে কালীঘাটে যান ।
SSC যুব ছাত্র অধিকার মঞ্চের সদস্য অর্পিতা সাহা বলেন, "মুখ্যমন্ত্রী দেখা করেছেন । তিনি জানান, ২১ জুলাইয়ের পর আমাদের পাঁচ সদস্যের কমিটির সঙ্গে বসবেন । তারপর বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ করা হবে ।"