ETV Bharat / state

পরের সপ্তাহে SSC চাকরি প্রার্থীদের সঙ্গে আলোচনায় বসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

29 দিনের অনশন । তারপরে চারমাসের অপেক্ষা । অবশেষে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার আশ্বাস পেলেন তারা ।

author img

By

Published : Jul 18, 2019, 9:30 PM IST

অনশন চলাকালীন SSC চাকরিপ্রার্থীরা

কলকাতা, 18 জুলাই : SSC চাকরি প্রার্থীদের সঙ্গে আলোচনায় বসার আশ্বাস দিলেন মুখ্য়মন্ত্রী । আজ চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানেই চাকরি প্রার্থীদের 21 জুলাইয়ের পর আলোচনার জন্য দিন ঠিক করার আশ্বাস দেন তিনি । এই আলোচনার পরই পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন চাকরি প্রার্থীরা ।

SSC যুব ছাত্র অধিকার মঞ্চের সভাপতি শেখ ইনসান আলি বলেন, "বিগত 8 মাস ধরে শিক্ষা দপ্তরের পাঁচ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা চলছে । হঠাৎ গত দু'সপ্তাহ ধরে শিক্ষা দপ্তরের প্রতিনিধি দলের আহ্বায়ক মণীশ জৈন আর দেখা করছেন না । শিক্ষামন্ত্রীর নির্দেশেই নাকি এই ব্য়বহার করা হচ্ছে । মুখ্যমন্ত্রী জুন মাসের প্রথমে আমাদের থেকে আরও 10 দিন সময় চেয়েছিলেন । তাই 20 জুন পর্যন্ত আমরা অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিলাম ।"

20 জুনের পর মণীশ জৈনের সঙ্গে দেখা করেন চাকরি প্রার্থীরা । তিনি ফের 15 দিনের সময় চান । এরপর 16 জুলাই চূড়ান্ত সিদ্ধান্ত জানতে বিকাশ ভবনে গেলে হেনস্থার শিকার হতে হয় বলে দাবি চাকরিপ্রার্থীদের । ইনসান বলেন, "আচার্য সদনে SSC-র চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে গেলে প্রথমে কথা বলতে রাজি হননি তিনি । আমরা এই সরকারকে আর বিশ্বাস করতে পারছি না ।"

তবে, আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার পর সাময়িকভাবে অনশনের সিদ্ধান্ত থেকে পিছু হটেছেন চাকরি প্রার্থীরা । তাঁদের তরফে তানিয়া শেঠ ও হাফিজুল গাজি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে কালীঘাটে যান ।

SSC যুব ছাত্র অধিকার মঞ্চের সদস্য অর্পিতা সাহা বলেন, "মুখ্যমন্ত্রী দেখা করেছেন । তিনি জানান, ২১ জুলাইয়ের পর আমাদের পাঁচ সদস্যের কমিটির সঙ্গে বসবেন । তারপর বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ করা হবে ।"

কলকাতা, 18 জুলাই : SSC চাকরি প্রার্থীদের সঙ্গে আলোচনায় বসার আশ্বাস দিলেন মুখ্য়মন্ত্রী । আজ চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানেই চাকরি প্রার্থীদের 21 জুলাইয়ের পর আলোচনার জন্য দিন ঠিক করার আশ্বাস দেন তিনি । এই আলোচনার পরই পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন চাকরি প্রার্থীরা ।

SSC যুব ছাত্র অধিকার মঞ্চের সভাপতি শেখ ইনসান আলি বলেন, "বিগত 8 মাস ধরে শিক্ষা দপ্তরের পাঁচ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা চলছে । হঠাৎ গত দু'সপ্তাহ ধরে শিক্ষা দপ্তরের প্রতিনিধি দলের আহ্বায়ক মণীশ জৈন আর দেখা করছেন না । শিক্ষামন্ত্রীর নির্দেশেই নাকি এই ব্য়বহার করা হচ্ছে । মুখ্যমন্ত্রী জুন মাসের প্রথমে আমাদের থেকে আরও 10 দিন সময় চেয়েছিলেন । তাই 20 জুন পর্যন্ত আমরা অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিলাম ।"

20 জুনের পর মণীশ জৈনের সঙ্গে দেখা করেন চাকরি প্রার্থীরা । তিনি ফের 15 দিনের সময় চান । এরপর 16 জুলাই চূড়ান্ত সিদ্ধান্ত জানতে বিকাশ ভবনে গেলে হেনস্থার শিকার হতে হয় বলে দাবি চাকরিপ্রার্থীদের । ইনসান বলেন, "আচার্য সদনে SSC-র চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে গেলে প্রথমে কথা বলতে রাজি হননি তিনি । আমরা এই সরকারকে আর বিশ্বাস করতে পারছি না ।"

তবে, আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার পর সাময়িকভাবে অনশনের সিদ্ধান্ত থেকে পিছু হটেছেন চাকরি প্রার্থীরা । তাঁদের তরফে তানিয়া শেঠ ও হাফিজুল গাজি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে কালীঘাটে যান ।

SSC যুব ছাত্র অধিকার মঞ্চের সদস্য অর্পিতা সাহা বলেন, "মুখ্যমন্ত্রী দেখা করেছেন । তিনি জানান, ২১ জুলাইয়ের পর আমাদের পাঁচ সদস্যের কমিটির সঙ্গে বসবেন । তারপর বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ করা হবে ।"

Intro:কলকাতা, ১৮ জুলাই: ২৯ দিন অনশন। তারপরে চার মাসের অপেক্ষা। তার উপর একাধিকবার বিকাশ ভবন ও আচার্য সদনে গিয়ে সদুত্তর না মেলার কারণে ধৈর্য্যের বাঁধ ভেঙেছে ২৯ দিন ধরে অনশন করা SSC-র নবম-দশম ও ইলেভেন-টুয়েলভের ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের। কার্যত তাঁরা প্রায় আবার অনশনে বসার সিদ্ধান্ত নিয়েই নিয়েছিলেন। কিন্তু, আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁদের প্রতিনিধিদল দেখা করার পর মুখ্যমন্ত্রী ২১ জুলাইয়ের পর তাঁদের পাঁচ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করার আশ্বাস দেওয়ায় আরও কিছুদিন অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই তাঁরা তাঁদের আন্দোলনের আগামী পদক্ষেপ ঠিক করবেন বলে জানিয়েছেন।

Body:SSC যুব ছাত্র অধিকার মঞ্চের সভাপতি শেখ ইনসান আলি আজ বলেন, "বিগত ৪ মাস ধরে মুখ্যমন্ত্রীর বলে দেওয়া আমাদের পাঁচ প্রতিনিধি ও শিক্ষা দপ্তরের পাঁচ প্রতিনিধির মধ্যে কথা চলতে থাকে। আমরা ৮-৯ বার গেছিলাম। আমাদের সমস্ত কথাবার্তা ঠিকঠাকই চলছিল। হঠাৎ গত দুই সপ্তাহ ধরে মনীশ জৈন স্যার আর দেখা করছেন না আমাদের সঙ্গে বা OSD কথা বলতে চাইছেন না। শিক্ষামন্ত্রীর নাকি নির্দেশ আছে আমাদের সঙ্গে কথা না বলা। যেহেতু আমরা ফাইনাল ডিসিশন জানতে চাইছিলাম যে, আমরা তো বিগত চার মাস ধরে আপনাদের কাছে আসছি, ফাইনাল ডিসিশন কী নিলেন? যেহেতু, মুখ্যমন্ত্রী জুন মাসের প্রথম দিকে বলেছিলেন, তারপরে ভোট ও রেজাল্ট বেরোনোর পর আরও ১০ দিন চেয়েছিলেন, সেক্ষেত্রে জুন মাসের ২০ তারিখ আমরা অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিলাম।"

কিন্তু, সেই সময় পার হয়ে যাওয়ার পর স্কুল শিক্ষা দপ্তরের মুখ্যসচিব তথা শিক্ষামন্ত্রীর গড়ে দেওয়া পাঁচ সদস্যের কমিটির কনভেনার মনীশ জৈনের সঙ্গে দেখা করলে তিনি আরও ১৫ দিন সময় চান। সেই সময় শেষে গত ১৬ জুলাই তাঁদের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত কী নেওয়া হল জানতে বিকাশ ভবন গেলে তাঁদের চূড়ান্ত হেনস্থার সম্মুখীন হতে হয় বলে জানাচ্ছেন ইনসান আলি। তিনি বলেন, "১৬ তারিখে আমরা গেলাম। মনীশ জৈন তো আমাদের সঙ্গে দেখাই করলেন না। উল্টে আমাদেরকে অপমান করা হয়। ওনার পার্সোনাল সেক্রেটারিকে দিয়ে আমাদেরকে বলেন, আমার সঙ্গে কথা বলা যাবে না। শিক্ষামন্ত্রীর নির্দেশ আছে। SSC-র চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে কথা বলার জন্য। SSC-র চেয়ারম্যান পাঁচ সদস্যের কমিটির একজন সদস্য। যে কমিটির কনভেনার হচ্ছেন মনীশ জৈন। তাহলে মনীশ জৈনের কাছে শুনব না, চেয়ারম্যানের কাছে থেকে শুনব এটা কী করে হয়?"

ইনসান আলি জানাচ্ছেন, তারপরেও মনীশ জৈন তাঁদের সঙ্গে দেখা করেননি। আচার্য সদনে গিয়ে SSC-র চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে গেলে তিনিও প্রথমে কথা বলতে রাজি হননি। এভাবে একাধিকবার বিকাশ ভবন ও আচার্য সদন যাওয়া আসার পর বিকাশ ভবন থেকে একজন আধিকারিক SSC-তে যান। ইনসান আলি বলেন, "বিকাশ ভবন থেকে অলোকবাবু গেলেন। উনি কোনও মুখ খুললেন না। চেয়ারম্যান বললেন, ফোর্থ কাউন্সেলিংয়ে যারা মোটামুটি মেরিটের মধ্যে আসবে তাদেরকে নিয়োগ করা হবে। আমাদের বলা হয়েছিল ফোর্থ কাউন্সেলিং তোমাদের জন্য লেট করা হচ্ছে। তোমাদের নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে, মুখ্যমন্ত্রীরও সবুজ সংকেত আছে, শিক্ষামন্ত্রীর সংকেত আছে। তোমাদের নেওয়া হবে। সি ট্যাবলেট করে হোক আর যেভাবেই হোক তোমাদের নেওয়া হবে, তোমাদের কথা ভাবা হচ্ছে। চার মাস ধরে করে সেই গল্প শুনিয়ে আমাদেরকে ওখান থেকে অপমান করে তাড়িয়ে দেওয়া হয়। বিকাশ ভবনেও আমাদের সঙ্গে দেখা করতে চাইছে না।"

এই পরিস্থিতিতে দ্রুত কোনও সদুত্তর না পেলে আবার অনশনের পথে হাঁটার ভাবনাচিন্তা করছিলেন SSC-র ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীরা। ইনসান আলি বলেন, "আজকে আমাদের চারজন প্রতিনিধি কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে গেছেন। ওদের কালীঘাটে থানাতেই বসিয়ে রেখেছে। আর আমাদের দু-জন প্রতিনিধি মুখ্যমন্ত্রীর বাড়িতে গেছেন। এই হচ্ছে আমাদের সঙ্গে প্রতারণার কাহিনী। চার মাস ধরে ঝুলিয়ে ঝুলিয়ে শেষ পর্যন্ত নেট ফল জিরো। আমরা আবার সিদ্ধান্ত নিয়েছি, আমরা আবার রাস্তায় নামব। প্রেসক্লাবের সামনে গিয়ে অনশনে বসব। যতক্ষণ না আমাদের দাবিদাওয়া পূরণ হচ্ছে, আমরা কোনো মতেই উঠব না। যতক্ষণ না আমাদের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার না দেওয়া হচ্ছে। আমরা এই সরকারকে আর বিশ্বাস করতে পারছি না। এবার ছেলেগুলো সুইসাইড করবে। আমাদের ভয় লাগছে।"

যদিও, আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার পর এক্ষুনি অনশনের পথে হাঁটার সিদ্ধান্ত থেকে পিছু হটেছেন আন্দোলনকারীরা। তাঁদের তরফ থেকে দু-জন তানিয়া শেঠ ও হাফিজুল গাজি যান মুখ্যমন্ত্রীর বাড়িতে তাঁর সঙ্গে কথা বলতে। এই নিয়ে SSC যুব ছাত্র অধিকার মঞ্চের সদস্য অর্পিতা সাহা বলেন, "মুখ্যমন্ত্রী দেখা করেছেন। ওনার আধিকারিকরা আমাদের বিষয়টা শুনে মুখ্যমন্ত্রীকে জানান। উনি তখন আমাদের ডেকে নিয়ে কথা বলেন। উনি জানান, পরের সপ্তাহে ২১ জুলাইয়ের পর উনি আমাদের পাঁচ সদস্যের কমিটির সঙ্গে বসবেন। আমরা তো অবশ্যই আলোচনায় বসব। তারপরে উনি কী বলছেন, আমরা কী বলছি বিবেচনা করে পরবর্তী পরিকল্পনা নেওয়া হবে আমাদের।"
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.