ETV Bharat / state

Mamata Turns Singer in Dharna: দ্বিতীয়দিন সকাল থেকেই গান-বাজনায় প্রতিবাদ ধরনা মঞ্চে, গলা মেলালেন মমতাও - মুখ্যমন্ত্রী

ধরনা মঞ্চে গানে গানে প্রতিবাদ করতে দেখা গেল তৃণমূলের নেতা মন্ত্রীদের ৷ গান গাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Turns Singer in Dharna) ৷ রেড রোডে ধরনার দ্বিতীয় দিন বৃহস্পতিবার ৷

Mamata Sings in Dharna
গান গাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Mar 30, 2023, 2:47 PM IST

ধরনা মঞ্চে গানের মাধ্যমে প্রতিবাদ তৃণমূলের

কলকাতা, 30 মার্চ: রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের রেড রোডে ধরনার দ্বিতীয় দিন আজ ৷ সকাল থেকেই চলছে সেখানে গান-বাজনায় চলছে প্রতিবাদ । ছাত্র যুব মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা গান গাইছেন । তাদের সঙ্গে গলা মেলালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee Sings on Dharna Dais) । বৃহস্পতিবার বেশ খোশমেজাজে দেখা গেল মুখ্যমন্ত্রীকে ৷ বাবুল সুপ্রিয়, ইন্দ্রনীল সেন, সায়নী ঘোষ সকলেই গান গাইলেন ধরনা মঞ্চে । এসবের মাঝে মমতাকে একবার বলতে শোনা গিয়েছে, " আমরা কোরাস, তবলায় অরূপ ।' নিজেও কয়েকটি গান গাওয়ার পর মুখ্যমন্ত্রী বলেন, "আমরা গানে গানে প্রতিবাদ করব ।"

সকাল থেকে টানা তিন ঘণ্টা মঞ্চে থাকার পর বেলা বারোটা পাঁচ নাগাদ নীচে নেমে আসেন মমতা। ঘুরে দেখলেন মঞ্চের চারপাশ। কথা বলেন উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে। সকাল থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা মঞ্চে গান গাইছিলেন ঘণ্টা দেড়েক পেড়িয়ে যাওয়ার পর তাঁদের সঙ্গে পরিচয় করিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায় । নিজের ছাত্র জীবনের গল্পও তাঁদের শোনান । বুধবার সকালে রেড রোডের আম্বেদকর মূর্তির সামনে অবস্থান-বিক্ষোভে বসেন তৃণমূল সুপ্রিমো । দিনভর তিনি প্রায় নীরবই ছিলেন । সন্ধে নাগাদ মুখ খোলেন তিনি । তাঁর আগে সৌগত রায়, সুখেন্দুশেখর রায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বক্তব্য রাখেন । কেন্দ্র থেকে বিজেপিকে হটাতে সমস্ত বিরোধীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তাঁরা ।

Chief Minister Mamata Banerjee
ধরনা মঞ্চে গান গাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বুধবার বলেছিলেন, "মোদিকে হটিয়ে কে নেতা হবেন বাছবিচারের সময় আসেনি ।" মহাভারতের দুই ভিলেন 'দুঃশাসন' এবং 'দুর্যোধনের' সঙ্গে বিজেপির দুই শীর্ষ নেতাকে তুলনা করেন তিনি । মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "সারা দেশের সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলিকে বলব, এমন কোনও বিরোধী দল নেই যার বিরুদ্ধে অত্যাচার হয় না । অখিলেশ থেকে শুরু করে লালুপ্রসাদ যাদব, উদ্ভব, অরবিন্দ, জগন, স্ট্যালিন সবাই চোর । আর তোমরা বিজেপি সাধু ?" তবে তিনি কেবল কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করেননি, বাংলার বিজেপি এবং বামেদের কড়া ভাষায় সমালোচনা করেন মমতা । ডিএ আন্দোলনকারীদের কদর্য ভাষায় আক্রমণ করেন এদিন মুখ্যমন্ত্রী । চিরকুটের চাকরি পাওয়া চোর-ডাকাত বলে কটাক্ষ করেন তাদের ।

Mamata Banerjee Sings on Dharna Dais
দ্বিতীয় দিনে সকাল থেকেই গান বাজনা ধরনা মঞ্চে

আরও পড়ুন: মোদিকে হঠিয়ে কে নেতা হবেন বাছবিচারের সময় আসেনি, বার্তা মমতার

ধরনা মঞ্চে গানের মাধ্যমে প্রতিবাদ তৃণমূলের

কলকাতা, 30 মার্চ: রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের রেড রোডে ধরনার দ্বিতীয় দিন আজ ৷ সকাল থেকেই চলছে সেখানে গান-বাজনায় চলছে প্রতিবাদ । ছাত্র যুব মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা গান গাইছেন । তাদের সঙ্গে গলা মেলালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee Sings on Dharna Dais) । বৃহস্পতিবার বেশ খোশমেজাজে দেখা গেল মুখ্যমন্ত্রীকে ৷ বাবুল সুপ্রিয়, ইন্দ্রনীল সেন, সায়নী ঘোষ সকলেই গান গাইলেন ধরনা মঞ্চে । এসবের মাঝে মমতাকে একবার বলতে শোনা গিয়েছে, " আমরা কোরাস, তবলায় অরূপ ।' নিজেও কয়েকটি গান গাওয়ার পর মুখ্যমন্ত্রী বলেন, "আমরা গানে গানে প্রতিবাদ করব ।"

সকাল থেকে টানা তিন ঘণ্টা মঞ্চে থাকার পর বেলা বারোটা পাঁচ নাগাদ নীচে নেমে আসেন মমতা। ঘুরে দেখলেন মঞ্চের চারপাশ। কথা বলেন উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে। সকাল থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা মঞ্চে গান গাইছিলেন ঘণ্টা দেড়েক পেড়িয়ে যাওয়ার পর তাঁদের সঙ্গে পরিচয় করিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায় । নিজের ছাত্র জীবনের গল্পও তাঁদের শোনান । বুধবার সকালে রেড রোডের আম্বেদকর মূর্তির সামনে অবস্থান-বিক্ষোভে বসেন তৃণমূল সুপ্রিমো । দিনভর তিনি প্রায় নীরবই ছিলেন । সন্ধে নাগাদ মুখ খোলেন তিনি । তাঁর আগে সৌগত রায়, সুখেন্দুশেখর রায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বক্তব্য রাখেন । কেন্দ্র থেকে বিজেপিকে হটাতে সমস্ত বিরোধীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তাঁরা ।

Chief Minister Mamata Banerjee
ধরনা মঞ্চে গান গাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বুধবার বলেছিলেন, "মোদিকে হটিয়ে কে নেতা হবেন বাছবিচারের সময় আসেনি ।" মহাভারতের দুই ভিলেন 'দুঃশাসন' এবং 'দুর্যোধনের' সঙ্গে বিজেপির দুই শীর্ষ নেতাকে তুলনা করেন তিনি । মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "সারা দেশের সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলিকে বলব, এমন কোনও বিরোধী দল নেই যার বিরুদ্ধে অত্যাচার হয় না । অখিলেশ থেকে শুরু করে লালুপ্রসাদ যাদব, উদ্ভব, অরবিন্দ, জগন, স্ট্যালিন সবাই চোর । আর তোমরা বিজেপি সাধু ?" তবে তিনি কেবল কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করেননি, বাংলার বিজেপি এবং বামেদের কড়া ভাষায় সমালোচনা করেন মমতা । ডিএ আন্দোলনকারীদের কদর্য ভাষায় আক্রমণ করেন এদিন মুখ্যমন্ত্রী । চিরকুটের চাকরি পাওয়া চোর-ডাকাত বলে কটাক্ষ করেন তাদের ।

Mamata Banerjee Sings on Dharna Dais
দ্বিতীয় দিনে সকাল থেকেই গান বাজনা ধরনা মঞ্চে

আরও পড়ুন: মোদিকে হঠিয়ে কে নেতা হবেন বাছবিচারের সময় আসেনি, বার্তা মমতার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.