ETV Bharat / state

Mamata Banerjee: মমতা'র মুকুটে নয়া পালক ! মুখ্যমন্ত্রীকে সাম্মানিক ডি.লিট দিতে চলেছে সেন্ট জেভিয়ার্স - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডি.লিট পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee receiving honorary D Litt from St Xaviers University) ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Nov 25, 2022, 4:32 PM IST

Updated : Nov 25, 2022, 11:04 PM IST

কলকাতা, 25 নভেম্বর: সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডি.লিট পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । 6 ফেব্রুয়ারি রাজ্যের প্রশাসনিক প্রধানের হাতে এই সম্মান তুলে দেওয়া হবে (Mamata Banerjee receiving honorary D Litt from St Xaviers University) ।

নবান্ন সূত্রে খবর, সম্প্রতি মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছিল সেন্ট জেভিয়ার্স কর্তৃপক্ষ । সাম্মানিক ডি.লিট দিতে চেয়ে পাঠানো ওই চিঠি পাওয়ার পরেই তা নিতে সম্মতি জানান মুখ্যমন্ত্রী । প্রসঙ্গত, এই নিয়ে তৃতীয়বার সাম্মানিক ডি.লিট পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় । এর আগে 2018 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে তাঁকে ডক্টরেট উপাধি দেওয়া হয় । এছাড়াও ভুবনেশ্বরের কলিঙ্গ ইন্সটিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি-ও তাঁকে সাম্মানিক ডক্টরেট উপাধিতে ভূষিত করে ।

2018 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম বার তাঁকে সম্মানিক ডি.লিট দিয়েছিল । তৎকালীন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর হাত থেকে সে সময় তিনি এই সান্মানিক ডিগ্রি গ্রহণ করেছিলেন । আরও একবার সেই সম্মান পেতে চলেছেন মুখ্যমন্ত্রী । ফারাক শুধু এটাই, এবার এই সম্মান দিতে চলেছে সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি ।

আরও পড়ুন: দিদি ও নেত্রী, অস্তিত্ব বাঁচানোর সম্মান রক্ষার লড়াইয়ে মমতা

প্রসঙ্গত, 2018 সালের 12 জানুয়ারি নজরুল মঞ্চে এই সান্মানিক ডক্টরেট ডিগ্রি গ্রহণের মঞ্চে আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা গিয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে । সে সময় এই সম্মান গ্রহণের মঞ্চ থেকে তিনি জানিয়েছিলেন, তিনি এর যোগ্য নন । কিন্তু এই সম্মান তাঁর জীবনকে পূর্ণ করে দিয়েছে । যথেষ্ট আবেগপ্রবণ হতে দেখা গিয়েছিল তাঁকে । যদিও এমনটা বলার পেছনে যথেষ্ট কারণ ছিল। সে সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে কম জলঘোলা হয়নি । বিষয়টি আদালত পর্যন্তও গড়িয়েছিল । মনে করা হয়, মূলত এর কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আবেগ ।

কলকাতা, 25 নভেম্বর: সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডি.লিট পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । 6 ফেব্রুয়ারি রাজ্যের প্রশাসনিক প্রধানের হাতে এই সম্মান তুলে দেওয়া হবে (Mamata Banerjee receiving honorary D Litt from St Xaviers University) ।

নবান্ন সূত্রে খবর, সম্প্রতি মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছিল সেন্ট জেভিয়ার্স কর্তৃপক্ষ । সাম্মানিক ডি.লিট দিতে চেয়ে পাঠানো ওই চিঠি পাওয়ার পরেই তা নিতে সম্মতি জানান মুখ্যমন্ত্রী । প্রসঙ্গত, এই নিয়ে তৃতীয়বার সাম্মানিক ডি.লিট পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় । এর আগে 2018 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে তাঁকে ডক্টরেট উপাধি দেওয়া হয় । এছাড়াও ভুবনেশ্বরের কলিঙ্গ ইন্সটিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি-ও তাঁকে সাম্মানিক ডক্টরেট উপাধিতে ভূষিত করে ।

2018 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম বার তাঁকে সম্মানিক ডি.লিট দিয়েছিল । তৎকালীন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর হাত থেকে সে সময় তিনি এই সান্মানিক ডিগ্রি গ্রহণ করেছিলেন । আরও একবার সেই সম্মান পেতে চলেছেন মুখ্যমন্ত্রী । ফারাক শুধু এটাই, এবার এই সম্মান দিতে চলেছে সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি ।

আরও পড়ুন: দিদি ও নেত্রী, অস্তিত্ব বাঁচানোর সম্মান রক্ষার লড়াইয়ে মমতা

প্রসঙ্গত, 2018 সালের 12 জানুয়ারি নজরুল মঞ্চে এই সান্মানিক ডক্টরেট ডিগ্রি গ্রহণের মঞ্চে আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা গিয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে । সে সময় এই সম্মান গ্রহণের মঞ্চ থেকে তিনি জানিয়েছিলেন, তিনি এর যোগ্য নন । কিন্তু এই সম্মান তাঁর জীবনকে পূর্ণ করে দিয়েছে । যথেষ্ট আবেগপ্রবণ হতে দেখা গিয়েছিল তাঁকে । যদিও এমনটা বলার পেছনে যথেষ্ট কারণ ছিল। সে সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে কম জলঘোলা হয়নি । বিষয়টি আদালত পর্যন্তও গড়িয়েছিল । মনে করা হয়, মূলত এর কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আবেগ ।

Last Updated : Nov 25, 2022, 11:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.