ETV Bharat / state

Independence Day 2023: স্বাধীনতা দিবসে এই প্রথম রেড রোডে পুরস্কৃত হলেন সরকারি আমলারা - Red Road

স্বাধীনতা দিবসে প্রথমবার রেড রোডে পুরস্কৃত হলেন সরকারি আমলারা ৷ তাঁদের হাতে পুরস্কার তুলে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Chief Minister Mamata Banerjee
পুরস্কার তুলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী
author img

By

Published : Aug 15, 2023, 3:18 PM IST

Updated : Aug 15, 2023, 3:54 PM IST

ভালো কাজের জন্য রেড রোডে পুরস্কৃত সরকারি আমলারা

কলকাতা, 15 অগস্ট: 77তম স্বাধীনতা দিবসে বড় চমক । রেড রোডে স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে এবারই প্রথম পুরস্কৃত করা হল রাজ্য সরকারি আমলাদের । মঙ্গলবার 11 আমলা-সহ পুলিশ এবং প্রশাসনের কর্তা ব্যক্তিদের পুরস্কৃত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সাধারণত বিগত কয়েক বছর ধরে স্বাধীনতা দিবসের এই দিনটিতে ভালো কাজ করার জন্য পুলিশ অফিসারদের পুরস্কৃত করে থাকেন মুখ্যমন্ত্রী ৷ তাঁদের হাতে পুলিশ মেডেল তুলে দেন তিনি । তবে এবার পুলিশের পাশাপাশি পুরস্কার পেলেন আমলারাও ৷ এর আগে 2014 সালে আমলাদের পুরস্কৃত করার বিষয়টি সামনে এলেও ছাড়পত্র মেলেনি। এই বছর মহা সমারোহে আমলাদের পুরস্কৃত করা হলো ।

Independence Day celebration at Red Road
স্বাধীনতা দিবসে রেড রোডে সাংস্কৃতিক অনুষ্ঠান

এ দিন রেড রোডের মঞ্চ থেকে পুরস্কার পাওয়া আমলাদের তালিকায় রয়েছেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব বিপি গোপালিকা, বন ও প্রাণী সম্পদ দফতরের সচিব বিবেক কুমার, ভূমি দফতরের সচিব মনোজ পন্থ, সেচ দফতরের সচিব প্রভাত মিশ্র, নারী শিশু এবং সমাজকল্যাণ দফতরের সচিব সংঘমিত্রা ঘোষ, স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম, বিদ্যুৎ দফতরের সচিব শান্তনু বসু, সমবায় দফতরের সচিব পিবি সেলিম । একই সঙ্গে এ দিন পুরস্কৃত হয়েছেন উত্তর 24 পরগনার জেলাশাসক শরদকুমার দ্বিবেদী, হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য্য এবং বীরভূমের জেলাশাসক বিধান রায় । পাশাপাশি আজ রেড রোডের মঞ্চ থেকে চিফ মিনিস্টার পুলিশ মেডেল ফর আউটস্ট্যান্ডিং সার্ভিসের জন্য সম্মানিত হলেন পশ্চিমবঙ্গ পুলিশের ওয়েস্টার্ন জোনের এডিজি ও আইজিপি ত্রিপুরারি অথর্ব ।

Independence Day celebration at Red Road
রেড রোডে স্কুল পড়ুয়াদের নাচ

পাশাপাশি চিফ মিনিস্টার পুলিশ মেডেল ফর কমান্ডেবল সার্ভিস পুরস্কার পেয়েছেন আলিপুরদুয়ারের পুলিশ সুপার ওয়াই রঘুবংশী, হাওড়া গ্রামীণের পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়া, পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিত্‍ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার এবং হুগলি গ্রামীণের পুলিশ সুপার আমনদীপ ।

আরও পড়ুন: ঐতিহ্য মেনেই মাথায় রাজস্থানি বাঁধনির রঙিন পাগড়ি, লালকেল্লায় মোদির পোশাকে পরিচিত চমক

কলকাতায় রেড রোডে ঐতিহ্য মেনে উদযাপিত হয়েছে 77তম স্বাধীনতা দিবস । সাড়ে 10টায় এ দিন রেড রোডে পৌঁছন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এরপর জাতীয় পতাকা উত্তোলনের পর শুরু হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ । এ দিন রেড রোডে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য ও বিধায়করা । এছাড়াও উপস্থিত ছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, স্বরাষ্টসচিব বিপি গোপালিকা, রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য ও কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল ।

Independence Day celebration at Red Road
স্বাধীনতা দিবসে রেড রোডে প্রদর্শিত ট্যাবলো

এ দিন রেড রোড বর্ণাঢ্য কুচকাওয়াজের অন্যতম প্রধান আকর্ষণ ছিল, রাজ্য সরকারের একাধিক প্রকল্পকে নিয়ে তৈরি ট্যাবলো । এ বছরই প্রথম রেড রোডের কুচকাওয়াজে অংশগ্রহণ করেছিলেন গার্ডেন রিচ শিপ বিল্ডারস ও ইছাপুর রাইফেল ফ্যাক্টরি । এছাড়াও স্কুল পড়ুয়াদের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন কোচবিহার জেলা থেকে রাজবংশী ও জঙ্গলমহলের আদিবাসী শিল্পীরা । এ দিন রেড রোডে আদিবাসীদের ধামসা মাদল নিয়ে নাচ উপস্থিত দর্শকদের নজর কেড়েছে । একইভাবে দার্জিলিং জেলা থেকে কুকরি নৃত্যশিল্পীরাও বিশেষভাবে নজর কেড়েছে দর্শকদের ।

Independence Day celebration in Kolkata
স্বাধীনতা দিবসে রেড রোডে প্রদর্শিত ট্যাবলো

আরও পড়ুন: 77তম স্বাধীনতা দিবসে ব্যারাকপুর গান্ধিঘাটে তেরঙা উত্তোলন রাজ্যপালের

এ দিন রেড রোডে যে ট্যাবলো গুলি প্রদর্শিত হয়েছে তার মধ্যে ছিল তথ্য সংস্কৃতি দফতর থেকে প্রদর্শিত ‘বাংলার গর্ব দুর্গা মা’ ট্যাবলো । এখানে দুর্গাপুজোর আমেজকেই তুলে ধরা হয়েছে ৷ প্রদর্শিত হয়েছে দুর্গা প্রতিমা । এছাড়া কুচকাওয়াজে ছিল খেলা হবে, সেভ ড্রাইভ সেভ লাইফ, একতার বার্তা নিয়ে একতাই সম্প্রীতি ট্যাবলো । ছিল লক্ষ্মীর ভাণ্ডার ও দুয়ারে রেশনের ট্যাবলোও । এ দিন রেড রোডে প্রবল বৃষ্টির মধ্যে কসরত দেখাতে দেখা গিয়েছে কলকাতা পুলিশের ডেয়ার ডেভিলস টর্নেডো বাহিনীকে ।

ভালো কাজের জন্য রেড রোডে পুরস্কৃত সরকারি আমলারা

কলকাতা, 15 অগস্ট: 77তম স্বাধীনতা দিবসে বড় চমক । রেড রোডে স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে এবারই প্রথম পুরস্কৃত করা হল রাজ্য সরকারি আমলাদের । মঙ্গলবার 11 আমলা-সহ পুলিশ এবং প্রশাসনের কর্তা ব্যক্তিদের পুরস্কৃত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সাধারণত বিগত কয়েক বছর ধরে স্বাধীনতা দিবসের এই দিনটিতে ভালো কাজ করার জন্য পুলিশ অফিসারদের পুরস্কৃত করে থাকেন মুখ্যমন্ত্রী ৷ তাঁদের হাতে পুলিশ মেডেল তুলে দেন তিনি । তবে এবার পুলিশের পাশাপাশি পুরস্কার পেলেন আমলারাও ৷ এর আগে 2014 সালে আমলাদের পুরস্কৃত করার বিষয়টি সামনে এলেও ছাড়পত্র মেলেনি। এই বছর মহা সমারোহে আমলাদের পুরস্কৃত করা হলো ।

Independence Day celebration at Red Road
স্বাধীনতা দিবসে রেড রোডে সাংস্কৃতিক অনুষ্ঠান

এ দিন রেড রোডের মঞ্চ থেকে পুরস্কার পাওয়া আমলাদের তালিকায় রয়েছেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব বিপি গোপালিকা, বন ও প্রাণী সম্পদ দফতরের সচিব বিবেক কুমার, ভূমি দফতরের সচিব মনোজ পন্থ, সেচ দফতরের সচিব প্রভাত মিশ্র, নারী শিশু এবং সমাজকল্যাণ দফতরের সচিব সংঘমিত্রা ঘোষ, স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম, বিদ্যুৎ দফতরের সচিব শান্তনু বসু, সমবায় দফতরের সচিব পিবি সেলিম । একই সঙ্গে এ দিন পুরস্কৃত হয়েছেন উত্তর 24 পরগনার জেলাশাসক শরদকুমার দ্বিবেদী, হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য্য এবং বীরভূমের জেলাশাসক বিধান রায় । পাশাপাশি আজ রেড রোডের মঞ্চ থেকে চিফ মিনিস্টার পুলিশ মেডেল ফর আউটস্ট্যান্ডিং সার্ভিসের জন্য সম্মানিত হলেন পশ্চিমবঙ্গ পুলিশের ওয়েস্টার্ন জোনের এডিজি ও আইজিপি ত্রিপুরারি অথর্ব ।

Independence Day celebration at Red Road
রেড রোডে স্কুল পড়ুয়াদের নাচ

পাশাপাশি চিফ মিনিস্টার পুলিশ মেডেল ফর কমান্ডেবল সার্ভিস পুরস্কার পেয়েছেন আলিপুরদুয়ারের পুলিশ সুপার ওয়াই রঘুবংশী, হাওড়া গ্রামীণের পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়া, পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিত্‍ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার এবং হুগলি গ্রামীণের পুলিশ সুপার আমনদীপ ।

আরও পড়ুন: ঐতিহ্য মেনেই মাথায় রাজস্থানি বাঁধনির রঙিন পাগড়ি, লালকেল্লায় মোদির পোশাকে পরিচিত চমক

কলকাতায় রেড রোডে ঐতিহ্য মেনে উদযাপিত হয়েছে 77তম স্বাধীনতা দিবস । সাড়ে 10টায় এ দিন রেড রোডে পৌঁছন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এরপর জাতীয় পতাকা উত্তোলনের পর শুরু হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ । এ দিন রেড রোডে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য ও বিধায়করা । এছাড়াও উপস্থিত ছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, স্বরাষ্টসচিব বিপি গোপালিকা, রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য ও কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল ।

Independence Day celebration at Red Road
স্বাধীনতা দিবসে রেড রোডে প্রদর্শিত ট্যাবলো

এ দিন রেড রোড বর্ণাঢ্য কুচকাওয়াজের অন্যতম প্রধান আকর্ষণ ছিল, রাজ্য সরকারের একাধিক প্রকল্পকে নিয়ে তৈরি ট্যাবলো । এ বছরই প্রথম রেড রোডের কুচকাওয়াজে অংশগ্রহণ করেছিলেন গার্ডেন রিচ শিপ বিল্ডারস ও ইছাপুর রাইফেল ফ্যাক্টরি । এছাড়াও স্কুল পড়ুয়াদের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন কোচবিহার জেলা থেকে রাজবংশী ও জঙ্গলমহলের আদিবাসী শিল্পীরা । এ দিন রেড রোডে আদিবাসীদের ধামসা মাদল নিয়ে নাচ উপস্থিত দর্শকদের নজর কেড়েছে । একইভাবে দার্জিলিং জেলা থেকে কুকরি নৃত্যশিল্পীরাও বিশেষভাবে নজর কেড়েছে দর্শকদের ।

Independence Day celebration in Kolkata
স্বাধীনতা দিবসে রেড রোডে প্রদর্শিত ট্যাবলো

আরও পড়ুন: 77তম স্বাধীনতা দিবসে ব্যারাকপুর গান্ধিঘাটে তেরঙা উত্তোলন রাজ্যপালের

এ দিন রেড রোডে যে ট্যাবলো গুলি প্রদর্শিত হয়েছে তার মধ্যে ছিল তথ্য সংস্কৃতি দফতর থেকে প্রদর্শিত ‘বাংলার গর্ব দুর্গা মা’ ট্যাবলো । এখানে দুর্গাপুজোর আমেজকেই তুলে ধরা হয়েছে ৷ প্রদর্শিত হয়েছে দুর্গা প্রতিমা । এছাড়া কুচকাওয়াজে ছিল খেলা হবে, সেভ ড্রাইভ সেভ লাইফ, একতার বার্তা নিয়ে একতাই সম্প্রীতি ট্যাবলো । ছিল লক্ষ্মীর ভাণ্ডার ও দুয়ারে রেশনের ট্যাবলোও । এ দিন রেড রোডে প্রবল বৃষ্টির মধ্যে কসরত দেখাতে দেখা গিয়েছে কলকাতা পুলিশের ডেয়ার ডেভিলস টর্নেডো বাহিনীকে ।

Last Updated : Aug 15, 2023, 3:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.