কলকাতা, 17 মে : বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মঙ্গলবার সন্ধ্যায় জয়পুর যাওয়ার আগে দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন (Sukanta Majumdar in Netaji Subhash Chandra Bose International Airport) ৷ মাওবাদীদের পুনর্বাসনের জন্য সিভিক ভলান্টিয়ারদের চাকরি দেওয়া হচ্ছে এই প্রসঙ্গে তিনি বলেন, "মহামান্য আদালতের সামনে রাজ্য সরকারের যিনি এসজি আছেন তিনি বলেছেন সিভিকের চাকরি উঠিয়ে দেওয়া উচিত ৷ ভোটের কাজের যথেচ্ছভাবে ব্যবহার করে তাঁদেরকে ছুড়ে ফেলে দেওয়া হচ্ছে ৷ এতে ওনার স্টাইল বজায় রাখছেন ৷ কিষানজী থেকে শুরু করে সবার ক্ষেত্রে একই নীতি নেওয়া হয়েছিল ।"
আরও পড়ুন : Paresh Chandra Adhikary: অবৈধভাবে মেয়েকে চাকরি, মমতার মন্ত্রীকে আজই সিবিআইয়ে হাজিরার নির্দেশ হাইকোর্টের
নিয়োগ দুর্নীতিতে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে সিবিআইয়ের কাছে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, "দেখুন শিক্ষাপ্রতিমন্ত্রীর মেয়ে জালিয়াতি করে চাকরি পেয়েছে ৷ এই না হলে এগিয়ে বাংলা ৷ মুখ্যমন্ত্রী পুরো বাংলাটাকে বিক্রি করে দিচ্ছেন ৷ বাঙালির শিক্ষা-সংস্কৃতি ছিল সেটাও বিক্রি হয়ে গেল ।
100 দিনের কাজে প্রকল্পের টাকা দিচ্ছে না কেন্দ্র ৷ মেদিনীপুরের প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সেই প্রসঙ্গে তিনি বলেন, "100 দিনের কাজের টাকা রাজ্যকে চাইতে হচ্ছে ৷ মুখ্য়মন্ত্রী তো আগে বলতেন সব ওনারা করেন ৷ জব কার্ড ধরে ধরে কারা বিজেপি করে, কারা অন্য দল করে তাদের দেওয়া হয় না । এরকম তো চলছে ৷ স্বাভাবিকভাবে দুর্নীতির বিরুদ্ধে কেন্দ্র অডিট করেছে সেই দুর্নীতি ধরা পড়েছে ।