ETV Bharat / state

আদালতের কর্মবিরতি তোলার আবেদন হাইকোর্টের প্রধান বিচারপতির - kolkata high court

যদিও বার কাউন্সিলের দাবিমতো দোষিদের এখনও গ্রেপ্তার করা হয়নি৷

হাইকোর্ট
author img

By

Published : Apr 29, 2019, 6:24 PM IST

Updated : Apr 30, 2019, 9:24 AM IST

কলকাতা, 29 এপ্রিল : হাওড়া আদালতে আইনজীবীদের উপর হামলার ঘটনায় রাজ্যজুড়ে আদালতে কর্মবিরতি পালন চলছে৷ এরফলে বিচারপ্রার্থী থেকে শুরু করে সকলে সমস্যায় পড়ছেন৷ ফলে দ্রুত আদালতে কাজকর্ম স্বাভাবিক করতে আবেদন জানালেন হাইকোর্টের প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণাণ৷

হাওড়া আদালতের ঘটনায় হাইকোর্টের তরফে স্বতঃস্ফূর্তভাবে দায়ের করা একটি মামলায় আজ সব পক্ষকেই আলাদা আলাদা করে হলফনামা দেওয়ার নির্দেশ দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। পাশাপাশি হাওড়া কোর্টের ঘটনা খতিয়ে দেখতে একটি বিচারবিভাগীয় কমিটি গঠন করে দেয় হাইকোর্ট৷ হাইকোর্টের তৈরি করা বিচারপতিদের কমিটি বিশ্বনাথ সমাদ্দারের নেতৃত্বে আজ হাওড়া আদালতে যায় ৷ দীপঙ্কর দত্ত, সঞ্জীব ব্যানার্জি, সৌমেন সেন ও মুমতাজ খান রয়েছেন এই কমিটিতে । পরশু দিন এই মামলার পরবর্তী শুনানি ।

এদিকে আইনজীবীরা কর্মবিরতি পালন করায় আজও হাইকোর্টের কাজকর্ম স্বাভাবিক হয়নি । বার কাউন্সিলের বৈঠকের পরই ঠিক হবে এই কর্মবিরতি আরও চলবে, না উঠে যাবে । কারণ বার কাউন্সিলের দাবি মত দোষীদের এখনও গ্রেপ্তার করা হয়নি । 24 এপ্রিল হাওড়া আদালতে আইনজীবীদের মারধরের ঘটনার প্রতিবাদে 26 এপ্রিল থেকে আজ পর্যন্ত হাইকোর্ট সহ রাজ্যের সমস্ত জেলা আদালতে কর্মবিরতির ডাক দিয়েছিল বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল ।


কাউন্সিলের চেয়ারম্যান অশোক দেব বলেন, "সমস্ত দোষী পুলিশ অফিসারকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে । যদি আগামী সোমবারের মধ্যে দোষীদের গ্রেপ্তার করা না হয় তাহলে আমরা আমাদের পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব ৷"

আজ শুনানিতে বিচারপতি জানান, ডিস্ট্রিক্ট জাজ ও চিফ সেক্রেটারির কাছে ঘটনায় রিপোর্ট তলব করা হয়েছে । আগামীকালের মধ্যে যদি ঘটনার যুক্তিসঙ্গত জবাব না পান, স্বতঃস্ফূর্ত পদক্ষেপ নেবেন তিনি । স্বতঃস্ফূর্ত মামলা দায়ের করবেন । কিন্ত 25 তারিখ সন্ধ্যাতেই প্রধান বিচারপতি একটি নোটিশ দিয়ে জানান আইনজীবীদের উপর আক্রমণের ঘটনায় তিনি স্বতঃস্ফূর্ত মামলা দায়ের করছেন । সেই মামলার শুনানি হবে আজ। এই মামলার শুনানির পর প্রধান বিচারপতি টিবিএন নায়ার ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ, সেক্রেটারি হোম ডিপার্টমেন্ট, ডিরেক্টর জেনেরাল অফ পুলিশ, কমিশনার অফ পুলিশ হাওড়া, কমিশনার হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের - এদের প্রত্যেককে আলদা আলাদা হলফনামা দিতে বলা হয়েছে আগামী বুধবারের মধ্যে। ওইদিন মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

কলকাতা, 29 এপ্রিল : হাওড়া আদালতে আইনজীবীদের উপর হামলার ঘটনায় রাজ্যজুড়ে আদালতে কর্মবিরতি পালন চলছে৷ এরফলে বিচারপ্রার্থী থেকে শুরু করে সকলে সমস্যায় পড়ছেন৷ ফলে দ্রুত আদালতে কাজকর্ম স্বাভাবিক করতে আবেদন জানালেন হাইকোর্টের প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণাণ৷

হাওড়া আদালতের ঘটনায় হাইকোর্টের তরফে স্বতঃস্ফূর্তভাবে দায়ের করা একটি মামলায় আজ সব পক্ষকেই আলাদা আলাদা করে হলফনামা দেওয়ার নির্দেশ দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। পাশাপাশি হাওড়া কোর্টের ঘটনা খতিয়ে দেখতে একটি বিচারবিভাগীয় কমিটি গঠন করে দেয় হাইকোর্ট৷ হাইকোর্টের তৈরি করা বিচারপতিদের কমিটি বিশ্বনাথ সমাদ্দারের নেতৃত্বে আজ হাওড়া আদালতে যায় ৷ দীপঙ্কর দত্ত, সঞ্জীব ব্যানার্জি, সৌমেন সেন ও মুমতাজ খান রয়েছেন এই কমিটিতে । পরশু দিন এই মামলার পরবর্তী শুনানি ।

এদিকে আইনজীবীরা কর্মবিরতি পালন করায় আজও হাইকোর্টের কাজকর্ম স্বাভাবিক হয়নি । বার কাউন্সিলের বৈঠকের পরই ঠিক হবে এই কর্মবিরতি আরও চলবে, না উঠে যাবে । কারণ বার কাউন্সিলের দাবি মত দোষীদের এখনও গ্রেপ্তার করা হয়নি । 24 এপ্রিল হাওড়া আদালতে আইনজীবীদের মারধরের ঘটনার প্রতিবাদে 26 এপ্রিল থেকে আজ পর্যন্ত হাইকোর্ট সহ রাজ্যের সমস্ত জেলা আদালতে কর্মবিরতির ডাক দিয়েছিল বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল ।


কাউন্সিলের চেয়ারম্যান অশোক দেব বলেন, "সমস্ত দোষী পুলিশ অফিসারকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে । যদি আগামী সোমবারের মধ্যে দোষীদের গ্রেপ্তার করা না হয় তাহলে আমরা আমাদের পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব ৷"

আজ শুনানিতে বিচারপতি জানান, ডিস্ট্রিক্ট জাজ ও চিফ সেক্রেটারির কাছে ঘটনায় রিপোর্ট তলব করা হয়েছে । আগামীকালের মধ্যে যদি ঘটনার যুক্তিসঙ্গত জবাব না পান, স্বতঃস্ফূর্ত পদক্ষেপ নেবেন তিনি । স্বতঃস্ফূর্ত মামলা দায়ের করবেন । কিন্ত 25 তারিখ সন্ধ্যাতেই প্রধান বিচারপতি একটি নোটিশ দিয়ে জানান আইনজীবীদের উপর আক্রমণের ঘটনায় তিনি স্বতঃস্ফূর্ত মামলা দায়ের করছেন । সেই মামলার শুনানি হবে আজ। এই মামলার শুনানির পর প্রধান বিচারপতি টিবিএন নায়ার ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ, সেক্রেটারি হোম ডিপার্টমেন্ট, ডিরেক্টর জেনেরাল অফ পুলিশ, কমিশনার অফ পুলিশ হাওড়া, কমিশনার হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের - এদের প্রত্যেককে আলদা আলাদা হলফনামা দিতে বলা হয়েছে আগামী বুধবারের মধ্যে। ওইদিন মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

Intro:সঠিক পদক্ষেপ নিন।নির্বাচন কমিশনকে বললোহাইকো। Body:মানস নস্কর---


কলেজের অধ্যাপকদের দেওয়া হয়েছে পোলিং অফিসারের দায়িত্ব, যথাযথ পদক্ষেপ নিন নির্বাচন কমিশনকে বললো হাইকোর্ট

কোলকাতা ১৭ এপ্রিলঃ
চলতি লোকসভা নির্বাচনে বিভিন্ন কলেজের গ্রুপ ডি কর্মচারীদের দেওয়া হয়েছে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব আর কলেজের অধ্যাপকদেরকে দেওয়া হয়েছে পোলিং অফিসারের দায়িত্ব। কিন্ত নির্বাচন কমিশনের নির্দেশিকায় পরিস্কার রয়েছে গ্রুপ এ অফিসারদের পোলিং এর কাজে নিয়োগ করা যাবে না।এই অভিযোগে গত
৭ এপ্রিল কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন একাধিক কলেজের অধ্যাপকরা।
আজ বিচারপতি দেবাংশু বসাক দুই পক্ষের বক্তব্য শোনার পর তার নির্দেশে নির্বাচন কমিশনকে জানালেন," বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা কিছু করুন।যথাযথ পদক্ষেপ নিন।"পাশাপাশি আগামী ৭ মের মধ্যে নির্বাচন কমিশনকে হলফনামা দিতে নির্দেশ দিয়েছেন।

মামলাকারীদের আইনজীবী শীর্ষেন্দু সিনহা রায় জানালেন,"উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ কলেজ, রানীগঞ্জের ত্রিবেণী দেবী কলেজ, দূর্গাপুরের মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজ, আসানসোলের নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের, পুরুলিয়ার সিধুকানু বিরসা বিশ্ববিদ্যালয় ছাড়াও আরো একাধিক কলেজে এই ঘটনা ঘটেছে।গত ৮ এপ্রিল মামলাটি বিচারপতি দেবাংশু বসাকের সিংগল বেঞ্চে উঠলে তিনি বলেছিলেন এই ঘটনা ঘটেছে এরমক অন্তত একটা নজির দেখান।সেই মত আজকে আমরা একাধিক নমুনা কোর্টকে দিয়েছি।আসানসোলের নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে দেওয়া হয়েছে পোলিং অফিসারের দায়িত্ব, আর ঐ বিশ্ববিদ্যালয়েরই গ্রুপ ডি কর্মচারী উৎপল মূর্মুকে দেওয়া হয়েছে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব। পুরুলিয়ার সিধুকানু বিরসা বিশ্ববিদ্যালয়ের গ্রুপ ডি কর্মচারীকে টেকনিক্যাল এসিস্ট্যান্ট পদে চাকরি করেন তাকে দেওয়া হয়েছে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব। "

আজ মামলাটি বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চে উঠলে নির্বাচন কমিশনের তরফে আইনজীবী জানান,"আমরা যতটা সম্ভব চেষ্টা করেছি যাতে এই ঘটনা না ঘটে।দু'একটা ক্ষেত্রে ভুল হলেও হতে পারে।"এরপরই বিচারপতি নির্বাচন কমিশনকে যথাযথ পদক্ষেপ নিতে বলেন। পাশাপাশি আগামী ৭ মের মধ্যে এই ব্যাপারে হলফনাম দেওয়ার নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত কয়েকদিন আগেই এই সংক্রান্ত একটি মামলায় বিচারপতি দেবাংশু বসাক মন্তব্য করেছিলেন,"আমাদের মত গনতান্ত্রিক দেশে ভোটের কাজে দায়িত্ব পালন করা সম্মানের কাজ।"Conclusion:
Last Updated : Apr 30, 2019, 9:24 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.