ETV Bharat / state

Chhatradhar Mahato: রাজধানী এক্সপ্রেসে অপহরণ-কাণ্ড! ছত্রধরকে জামিন দিল হাইকোর্ট - মামলার বিচারপর্ব শেষ হবে কি

রাজধানী এক্সপ্রেসে অপহরণের ঘটনার মূল চক্রী ছত্রধর মাহাতোই। এর আগে চার্জশিট পেশ করে এমনটাই দাবি করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। এবার এই মামলায় জামিন পেলেন ছত্রধর ৷

Etv Bharat
জামিন পেলেন ছত্রধর মাহাতো
author img

By

Published : Jul 11, 2023, 3:34 PM IST

কলকাতা, 11 জুলাই: রাজধানী এক্সপ্রেস অপহরণ কাণ্ডে ছত্রধর মাহাতোকে কয়েকটি শর্ত দিয়ে জামিন দিল কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চ এই মামলার বিচারপর্ব শেষ হবে কি না তা নিয়েই সংশয় প্রকাশ করেছে। ঘটনায় এনআইএ'র হাতে গ্রাফতার হয়েছিলেন ছত্রধর মাহাতো ৷ 2009 সালের ঘটনার 11 বছর পর 2020 সালে তদন্তভার হাতে নেয় এনআইএ।

এই মামলায় এখনও কিছু অভিযুক্ত ফেরার বলে দাবি সংস্থার। সেই সঙ্গে, ধৃতদের অনেককে আদালতে পেশ করতে রাজ্য পুলিশ সহযোগিতা করছে না বলেও অভিযোগ তদন্ত সংস্থার । অন্যদিকে, পঞ্চায়েত ভোটের ফলপ্রকাশের দিনই ছত্রধরকে জামিন দেওয়ার সিদ্ধান্ত নেয় আদালত। তবে জামিনে দেওয়ার ক্ষেত্রে একাধিক শর্ত দিয়েছেন বিচারপতি ৷

আদালত জানিয়েছে, জামিন মিললেও দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া জেলায় ঢুকতে পারবেন না ছত্রধর। পাশাপাশি সপ্তাহে একবার তদন্তকারী আধিকারিকের কাছে হাজিরা দিতে হবে তাঁকে। আদালতের নির্দেশ, দ্রুত এই মামলার বিচারপর্ব শেষ করতে উদ্যোগ নিতে হবে জেলা আদালতের বিচারককে।

রাজধানী এক্সপ্রেসে অপহরণের ঘটনার মূল চক্রী ছত্রধর মাহাতোই। এর আগে চার্জশিট পেশ করে এমনটাই দাবি জানিয়েছিল তদন্তকারী সংস্থা এনআইএ। পাশাপশি, মামলায় 50 পাতার চার্জশিটে নাম রয়েছে প্রয়াত মাওবাদী নেতা কিষেণজি, ছত্রধরের ভাই শশধর মাহাতো-সহ 13 জনের। সকলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ ছাড়াও ভারতীয় দণ্ডবিধির একাধিক জামিন অযোগ্য ধারায় অভিযোগ এনেছে এনআইএ।

এর আগে, ছত্রধর মাহাতোর গৃহবন্দি থাকার আবেদন খারিজ করে দিয়েছিল এনআইএ-র স্পেশাল কোর্ট। আদালত সাফ জানিয়েছিল, জেলেই থাকতে হবে রাজধানী এক্সপ্রেস অপহরণকাণ্ডে ধৃত ছত্রধরকে। যদিও সেই মামলাতেই এদিন ছত্রধরের জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট ৷

আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসা রুখতে কড়া কমিশন, জেলাশাসক ও এসপিদের নয়া নির্দেশ

প্রসঙ্গত, 2009 সালের 27 অক্টোবর ঝাড়গ্রামের বাঁশতলা স্টেশনে ছত্রধর মাহাতোর মুক্তির দাবিতে ভুবনেশ্বর-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস আটকে দেওয়া হয়। সেইসময় ছত্রধর মাহাতোর সংগঠন জনসাধারণের কমিটির 500 জন সদস্যের বিরুদ্ধে ট্রেন আটকানো এবং দুই চালককে অপহরণের অভিযোগ ওঠে। গোটা ঘটনার নেপথ্যে মাওবাদীদের হাত ছিল বলেও অভিযোগ।

এনআইএ সূত্রে দাবি, রাজধানী অপহরণকাণ্ডে তাঁদের হাতে যে তথ্য আছে, তাতে ছত্রধরের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ জোরাল হয়েছে। বেআইনি কার্যকলাপে অভিযুক্ত ছত্রধরকে 2020 সালে জেল থেকে মুক্ত করে তৃণমূল সরকার ৷ এরপর তিনি যোগ দেন তৃণমূলে ৷ শাসকদলের রাজ্য সম্পাদকের পদও দেওয়া হয় তাঁকে ৷ তবে বিধানসভা ভোটের সময় তাঁকে গ্রেফতার করে এনআইএ ৷ দুটি পুরনো মামলায় ছত্রধরকে গ্রেফতার করা হয় ৷ এনআইএ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমোদন নিয়ে এই দুই মামলায় নতুন করে তদন্ত শুরু করে। তারপর থেকে ফের প্রেসিডেন্সি জেলে বন্দি ছিলেন ছত্রধর।

কলকাতা, 11 জুলাই: রাজধানী এক্সপ্রেস অপহরণ কাণ্ডে ছত্রধর মাহাতোকে কয়েকটি শর্ত দিয়ে জামিন দিল কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চ এই মামলার বিচারপর্ব শেষ হবে কি না তা নিয়েই সংশয় প্রকাশ করেছে। ঘটনায় এনআইএ'র হাতে গ্রাফতার হয়েছিলেন ছত্রধর মাহাতো ৷ 2009 সালের ঘটনার 11 বছর পর 2020 সালে তদন্তভার হাতে নেয় এনআইএ।

এই মামলায় এখনও কিছু অভিযুক্ত ফেরার বলে দাবি সংস্থার। সেই সঙ্গে, ধৃতদের অনেককে আদালতে পেশ করতে রাজ্য পুলিশ সহযোগিতা করছে না বলেও অভিযোগ তদন্ত সংস্থার । অন্যদিকে, পঞ্চায়েত ভোটের ফলপ্রকাশের দিনই ছত্রধরকে জামিন দেওয়ার সিদ্ধান্ত নেয় আদালত। তবে জামিনে দেওয়ার ক্ষেত্রে একাধিক শর্ত দিয়েছেন বিচারপতি ৷

আদালত জানিয়েছে, জামিন মিললেও দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া জেলায় ঢুকতে পারবেন না ছত্রধর। পাশাপাশি সপ্তাহে একবার তদন্তকারী আধিকারিকের কাছে হাজিরা দিতে হবে তাঁকে। আদালতের নির্দেশ, দ্রুত এই মামলার বিচারপর্ব শেষ করতে উদ্যোগ নিতে হবে জেলা আদালতের বিচারককে।

রাজধানী এক্সপ্রেসে অপহরণের ঘটনার মূল চক্রী ছত্রধর মাহাতোই। এর আগে চার্জশিট পেশ করে এমনটাই দাবি জানিয়েছিল তদন্তকারী সংস্থা এনআইএ। পাশাপশি, মামলায় 50 পাতার চার্জশিটে নাম রয়েছে প্রয়াত মাওবাদী নেতা কিষেণজি, ছত্রধরের ভাই শশধর মাহাতো-সহ 13 জনের। সকলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ ছাড়াও ভারতীয় দণ্ডবিধির একাধিক জামিন অযোগ্য ধারায় অভিযোগ এনেছে এনআইএ।

এর আগে, ছত্রধর মাহাতোর গৃহবন্দি থাকার আবেদন খারিজ করে দিয়েছিল এনআইএ-র স্পেশাল কোর্ট। আদালত সাফ জানিয়েছিল, জেলেই থাকতে হবে রাজধানী এক্সপ্রেস অপহরণকাণ্ডে ধৃত ছত্রধরকে। যদিও সেই মামলাতেই এদিন ছত্রধরের জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট ৷

আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসা রুখতে কড়া কমিশন, জেলাশাসক ও এসপিদের নয়া নির্দেশ

প্রসঙ্গত, 2009 সালের 27 অক্টোবর ঝাড়গ্রামের বাঁশতলা স্টেশনে ছত্রধর মাহাতোর মুক্তির দাবিতে ভুবনেশ্বর-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস আটকে দেওয়া হয়। সেইসময় ছত্রধর মাহাতোর সংগঠন জনসাধারণের কমিটির 500 জন সদস্যের বিরুদ্ধে ট্রেন আটকানো এবং দুই চালককে অপহরণের অভিযোগ ওঠে। গোটা ঘটনার নেপথ্যে মাওবাদীদের হাত ছিল বলেও অভিযোগ।

এনআইএ সূত্রে দাবি, রাজধানী অপহরণকাণ্ডে তাঁদের হাতে যে তথ্য আছে, তাতে ছত্রধরের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ জোরাল হয়েছে। বেআইনি কার্যকলাপে অভিযুক্ত ছত্রধরকে 2020 সালে জেল থেকে মুক্ত করে তৃণমূল সরকার ৷ এরপর তিনি যোগ দেন তৃণমূলে ৷ শাসকদলের রাজ্য সম্পাদকের পদও দেওয়া হয় তাঁকে ৷ তবে বিধানসভা ভোটের সময় তাঁকে গ্রেফতার করে এনআইএ ৷ দুটি পুরনো মামলায় ছত্রধরকে গ্রেফতার করা হয় ৷ এনআইএ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমোদন নিয়ে এই দুই মামলায় নতুন করে তদন্ত শুরু করে। তারপর থেকে ফের প্রেসিডেন্সি জেলে বন্দি ছিলেন ছত্রধর।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.