ETV Bharat / state

গেটের তালা ভেঙে ফের ছটপুজো রবীন্দ্র সরোবরে, গ্রেপ্তার 6 - Six held in Sarobar case

ছটপুজো উপলক্ষে রবীন্দ্র সরোবরের গেটের তালা ভাঙল বহিরাগতরা ৷ ছিল না কোনও পুলিশ । পরিবেশ বিধিকে বুড়ো আঙুল দেখিয়েই রবীন্দ্র সরোবরে হল ছটপুজো ৷ এই ঘটনায় গ্রেপ্তার 6 ৷

ছটপুজো
author img

By

Published : Nov 2, 2019, 9:03 PM IST

Updated : Nov 2, 2019, 11:42 PM IST

কলকাতা, 2 নভেম্বর : শিকেয় উঠল ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের নির্দেশ । কাজ করল না রাজ্য সরকারের বিধিনিষেধও । গেটের তালা ভেঙে রবীন্দ্র সরোবরে ঢুকে এ বছরও যথারীতি ছটপুজো করা হল । না, দেখার কেউ ছিলেন না । ছিল না কোনও পুলিশ । নিরাপত্তারক্ষীরা কার্যত ঠুঁটো জগন্নাথ হয়ে দাঁড়িয়েছিলেন গেটের সামনে । পরে অবশ্য ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷

ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের নির্দেশ ছিল, রবীন্দ্র সরোবরে ছটপুজো করা যাবে না । গত বছরও একই নির্দেশিকা ছিল । কিন্তু সেই নিষেধাজ্ঞাকে তুড়ি মেরে রবীন্দ্র সরোবরে হয়েছিল ছটপুজো । এবার যাতে তা কোনওভাবেই না হয়, তা নিশ্চিত করতে চাইছিল লালবাজার । কলকাতা পুলিশ সূত্রে খবর ছিল, পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা থাকবে রবীন্দ্র সরোবরে । রাজ্য সরকারের তরফে রবীন্দ্র সরোবরের বিকল্প হিসেবে শহরের দশটি অতিরিক্ত ঘাটে এ বছর ছটপুজোর আয়োজন করা হয় । কিন্তু কোথায় কী? আজ সকালেই শুরু হয় গন্ডগোল । রবীন্দ্র সরোবরের গেটের তালা ভেঙে ফেলে কয়েকজন । তাদের বাধা দিয়েছিল নিরাপত্তারক্ষীরা । নিরাপত্তারক্ষীদের ও প্রাতর্ভ্রমণকারীদের সঙ্গে রীতিমতো বচসা বেধে যায় ছটপুজো করতে আসা ওই যুবকদের । খবর পেয়ে রবীন্দ্র সরোবর থানা থেকে ঘটনাস্থলে আসে পুলিশ । তখনকার মতো গন্ডগোল থেমে গেলেও পরে আবার শুরু হয় বিক্ষোভ । ভেঙে ফেলা হয় গেটের তালা । তারপর থেকে আর পুলিশের দেখা মেলেনি । দুপুর গড়াতেই যথারীতি রবীন্দ্র সরোবরে শুরু হয় ছটপুজো ।

দেখুন ভিডিয়ো

পরিচিত দৃশ্য দেখা যায় কিছু পরেই । তারস্বরে বাজতে থাকে বাদ্যযন্ত্র । গাড়িতে দেখা যায় সাউন্ড বক্স । পুলিশি নজরদারির অভাবেই এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ পরিবেশকর্মীদের । সরোবরে লাগানো KMD-এর নোটিশও ছেঁড়া হয় বলে অভিযোগ । এই ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ তবে, এত বিধিনিষেধ সত্ত্বেও এই ধরনের ঘটনার পর প্রশ্ন উঠছে পরিবেশ দূষণের হাত থেকে রবীন্দ্র সরোবরকে তাহলে বাঁচাবে কে ?

কলকাতা, 2 নভেম্বর : শিকেয় উঠল ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের নির্দেশ । কাজ করল না রাজ্য সরকারের বিধিনিষেধও । গেটের তালা ভেঙে রবীন্দ্র সরোবরে ঢুকে এ বছরও যথারীতি ছটপুজো করা হল । না, দেখার কেউ ছিলেন না । ছিল না কোনও পুলিশ । নিরাপত্তারক্ষীরা কার্যত ঠুঁটো জগন্নাথ হয়ে দাঁড়িয়েছিলেন গেটের সামনে । পরে অবশ্য ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷

ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের নির্দেশ ছিল, রবীন্দ্র সরোবরে ছটপুজো করা যাবে না । গত বছরও একই নির্দেশিকা ছিল । কিন্তু সেই নিষেধাজ্ঞাকে তুড়ি মেরে রবীন্দ্র সরোবরে হয়েছিল ছটপুজো । এবার যাতে তা কোনওভাবেই না হয়, তা নিশ্চিত করতে চাইছিল লালবাজার । কলকাতা পুলিশ সূত্রে খবর ছিল, পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা থাকবে রবীন্দ্র সরোবরে । রাজ্য সরকারের তরফে রবীন্দ্র সরোবরের বিকল্প হিসেবে শহরের দশটি অতিরিক্ত ঘাটে এ বছর ছটপুজোর আয়োজন করা হয় । কিন্তু কোথায় কী? আজ সকালেই শুরু হয় গন্ডগোল । রবীন্দ্র সরোবরের গেটের তালা ভেঙে ফেলে কয়েকজন । তাদের বাধা দিয়েছিল নিরাপত্তারক্ষীরা । নিরাপত্তারক্ষীদের ও প্রাতর্ভ্রমণকারীদের সঙ্গে রীতিমতো বচসা বেধে যায় ছটপুজো করতে আসা ওই যুবকদের । খবর পেয়ে রবীন্দ্র সরোবর থানা থেকে ঘটনাস্থলে আসে পুলিশ । তখনকার মতো গন্ডগোল থেমে গেলেও পরে আবার শুরু হয় বিক্ষোভ । ভেঙে ফেলা হয় গেটের তালা । তারপর থেকে আর পুলিশের দেখা মেলেনি । দুপুর গড়াতেই যথারীতি রবীন্দ্র সরোবরে শুরু হয় ছটপুজো ।

দেখুন ভিডিয়ো

পরিচিত দৃশ্য দেখা যায় কিছু পরেই । তারস্বরে বাজতে থাকে বাদ্যযন্ত্র । গাড়িতে দেখা যায় সাউন্ড বক্স । পুলিশি নজরদারির অভাবেই এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ পরিবেশকর্মীদের । সরোবরে লাগানো KMD-এর নোটিশও ছেঁড়া হয় বলে অভিযোগ । এই ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ তবে, এত বিধিনিষেধ সত্ত্বেও এই ধরনের ঘটনার পর প্রশ্ন উঠছে পরিবেশ দূষণের হাত থেকে রবীন্দ্র সরোবরকে তাহলে বাঁচাবে কে ?

Intro:কলকাতা, 2 নভেম্বর: শিকেয় উঠল নেশনাল গ্রীন ট্রিবুনালের নির্দেশ। কাজ করলো না রাজ্য সরকারের বিধি নিষেধ। কেবিনেট লাগানো গেটে তালা ভেঙ্গে রবীন্দ্র সরোবরের ভেতরে ঢুকে যথারীতি হলো ছট পুজো। না, দেখার কেউ ছিলেন না। ছিল না কোন পুলিশ। নিরাপত্তারক্ষীরা কার্যত ঠুঁটো জগন্নাথ হয়ে দাঁড়িয়েছিলেন গেটের সামনে।


Body:ন‍্যাশনাল গ্রীন ট্রিবুনালের নির্দেশ, এবার রবীন্দ্র সরোবরে ছট পুজো করা যাবে না। গত বছরও একই নির্দেশিকা ছিল। কিন্তু সেই নিষেধাজ্ঞাকে তুড়ি মেরে রবীন্দ্র সরোবরে হয়েছিল ছট পুজো। এবার যাতে সেটা কেউ কোনভাবেই না করতে পারে তা নিশ্চিত করতে চাইছিল লালবাজার। কলকাতা পুলিশের সদর দফতর সূত্রের খবর ছিল, পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা থাকবে রবীন্দ্র সরোবরে। রাজ্য সরকারের তরফে রবীন্দ্রসদনের বদলে দশটি অতিরিক্ত ঘাটে ছট পুজোর আয়োজন করা হয়। কিন্তু কোথায় কী আজ সকালেই শুরু হয় গন্ডগোল। রবীন্দ্র সরোবরের গেটের তালা ভেঙে ফেলেন বেশকিছু মানুষ। তখন বাধা দিয়েছিল নিরাপত্তারক্ষীরা। তাদের এবং প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে রীতিমতো বছর বেধে যায় ছট পুজো করতে চাওয়া ওই যুবকদের সঙ্গে। সেই মুহূর্তে খবর পেয়ে রবীন্দ্র সরোবর থানা থেকে পুলিশের দল আসে। সেই মুহূর্তে গন্ডগোল থেমে গেলেও পরে আবার শুরু হয় বিক্ষোভ। ভেঙে ফেলা হয় গেটে তালা। তারপর থেকে আর পুলিশে দেখা মেলেনি। দুপুর গড়াতেই যথারীতি রবীন্দ্র সরোবরে শুরু হয়ে যায় ছট পুজো।



Conclusion:পরিচিত দৃশ্য দেখা যায় কিছু পর থেকেই। তারস্বরে বাজতে থাকে বাজনা। গাড়িতে দেখা যায় সাউন্ড বক্স। প্রশ্ন উঠেছে পরিবেশ দূষণের হাত থেকে রবীন্দ্র সরোবর কে বাঁচাবে কে?
Last Updated : Nov 2, 2019, 11:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.