কলকাতা, 25 সেপ্টেম্বর : ED-র নামে তলবের নোটিস ছাপিয়ে রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অংকের টাকা প্রতারণার অভিযোগ দায়ের হল বিধাননগর উত্তর থানায় । ED-র দাবি তাদের নামে নোটিস ছাপিয়ে এবং ED কর্তাদের সঙ্গে যোগাযোগের ভয় দেখিয়ে বিভিন্ন ব্যবসায়ী ও নেতাদের কাছ থেকে বিভিন্ন সময়ে মোটা অংকের টাকা আদায় করা হয়েছে ।
কীভাবে কাজ করত এই প্রতারণা চক্র!
সূত্রের খবর, প্রথমে ED-র নামে নোটিস ছাপিয়ে চিটফান্ড প্রতারণা কাণ্ডে যুক্ত বিভিন্ন ব্যবসায়ী এবং নেতাদের নোটিস পাঠাত এই চক্রের পান্ডারা । নোটিসে দেওয়া নম্বরে যোগাযোগ করলে প্রথমে তাদের ভয় দেখানো হত । তারপর তাদের সুরাহা পাইয়ে দেওয়ার নামে মোটা অংকের টাকা দাবি করা হত । তবে বেশ কিছু ব্যবসায়ী সরাসরি ED অফিসে চলে আসলে জানা যায় তাদের তলব করেনি ED। এরপর এই বিষয়টি নজরে আসে ED কর্তাদের । তারা এই ঘটনার তদন্ত নামে ।
এই ঘটনা নজরে আসতেই অভ্যন্তরীণ তদন্তে নেমে ED সুদীপ্ত রায়চৌধুরী নামে এক ব্যবসায়ীর এই চক্রের সঙ্গে যোগ পেয়েছে । সুদীপ্ত রায়চৌধুরীকে আগে দুর্নীতির অভিযোগে 2018 গ্রেপ্তার করেছিল ED । তার সঙ্গে গৌতম কুন্ডুর যোগাযোগ ছিল ।
আরও জানা গেছে, 9 সেপ্টেম্বর বিষয়ে বিধান নগর উত্তর থানায় FIR দায়ের করে এনফর্সমেন্ট ডিরেক্টরেট । সেই অভিযোগের ভিত্তিতে নড়েচড়ে বসে বিধাননগরের গোয়েন্দা শাখা । ইতিমধ্যে তদন্তে নেমে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এসেছে বিধান নগর গোয়েন্দা শাখার হাতে ৷