ETV Bharat / state

Protest at Private School: টাকা নিয়েও পড়ুয়াদের রেজিস্ট্রেশন হয়নি! ধুন্ধুমার কাণ্ড শহরের এক বেসরকারি স্কুলে - ধুন্ধুমার কাণ্ড

দশম ও দ্বাদশ শ্রেণির রেজিস্ট্রেশন না করানোর অভিযোগে, পড়ুয়া ও অভিভাবকদের বিক্ষোভ ঘিরে তুমুল উত্তেজনা কলকাতার একটি বেসরকারি স্কুলে ৷ শেষে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷

Private School protest
ধুন্ধুমার কাণ্ড শহরের এক বেসরকারি স্কুলে
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 7, 2023, 4:26 PM IST

Updated : Sep 7, 2023, 4:52 PM IST

টাকা নিয়েও পড়ুয়াদের রেজিস্ট্রেশন হয়নি

কলকাতা, 7 সেপ্টেম্বর: রিপন স্ট্রিটের বেসরকারি স্কুলে পড়ুয়া ও অভিভাবকদের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার কাণ্ড । টাকা নিয়েও পড়ুয়াদের রেজিস্ট্রশন করায়নি স্কুল, এই অভিযোগেই বিক্ষোভ অভিভাবকদের । বৃহস্পতিবার সকাল থেকেই তুমুল উত্তেজনা দেখা দেয় স্কুল চত্বরে । সময় পেড়িয়ে গেলেও দশম ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের রেজিস্ট্রেশন না করানোর অভিযোগ । এই ঘটনার জেরেই স্কুল কর্তৃপক্ষের উপর চড়াও হয় অভিভাবকেরা ।

পরিস্থিতি হাতের নাগালের বাইরে চলে যাওয়ায় স্কুল থেকে খবর দেওয়া হয় পার্ক স্ট্রিট থানায় । স্কুলে আসেন খোদ পার্ক স্ট্রিট থানার অফিসার ইনচার্জ । ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয় পুলিশ । স্কুল কর্তৃপক্ষ পুলিশ এবং অভিভাবকদের নিয়ে একটি বৈঠক করেন । বৈঠক শেষে স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের কাছ থেকে তিন সপ্তাহ সময় চেয়ে নিয়েছে ৷ যদিও স্কুল কর্তৃপক্ষের এই অনুরোধ মানতে রাজি হননি অভিভাবকেরা । আগে থেকে টাকা দিলেও কেন স্কুল কর্তৃপক্ষের এহেন গাফিলতির মাশুল দিতে হবে প্রায় তিনশো পড়ুয়াকে ! এই প্রশ্নই তুলেছেন তাঁরা ।

রেজিস্ট্রেশনের বিষয়ে এখন স্কুল কর্তৃপক্ষের তরফে চূড়ান্ত কোনও সিদ্ধান্তের কথা জানানো হয়নি । তবে বেশ কয়েকজন অভিভাবকদের অভিযোগ, বিষয়টি প্রকাশ্যে আশায় স্কুল কর্তৃপক্ষে টনক নড়েছে । বিষয়টি ধামাচাপা দিতে চাইছিল বিদ্য়ালয় কর্তৃপক্ষ বলেই অভিযোগ তোলেন তাঁরা । স্কুলের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ এনেছেন ক্ষুব্ধ অভিভাবকরা ।

আরও পড়ুন: ছাত্রের রহস্যমৃত্যুর জের, অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল কসবার বেসরকারি স্কুল

এই বেসরকারি স্কুলের এক পড়ুয়ার মা শুভ্রা ঘোষ বলেন, "13 বছর আমি আমার ছেলেকে এই স্কুলে পড়িয়েছি । আমি এখন আমার সন্তানকে অন্য কোনও স্কুলে ভরতি করতে হলে তার জীবনের দুটো বছর নষ্ট হয়ে যাবে । অষ্টম বা নবম ক্লাসে তাকে ভরতি করতে হবে । এই দুই বছর নষ্ট হওয়ার দায়িত্ব কে নেবে?" যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনও লিখিত অভিযোগ দায়ের করেননি অভিভাবকেরা ।

টাকা নিয়েও পড়ুয়াদের রেজিস্ট্রেশন হয়নি

কলকাতা, 7 সেপ্টেম্বর: রিপন স্ট্রিটের বেসরকারি স্কুলে পড়ুয়া ও অভিভাবকদের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার কাণ্ড । টাকা নিয়েও পড়ুয়াদের রেজিস্ট্রশন করায়নি স্কুল, এই অভিযোগেই বিক্ষোভ অভিভাবকদের । বৃহস্পতিবার সকাল থেকেই তুমুল উত্তেজনা দেখা দেয় স্কুল চত্বরে । সময় পেড়িয়ে গেলেও দশম ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের রেজিস্ট্রেশন না করানোর অভিযোগ । এই ঘটনার জেরেই স্কুল কর্তৃপক্ষের উপর চড়াও হয় অভিভাবকেরা ।

পরিস্থিতি হাতের নাগালের বাইরে চলে যাওয়ায় স্কুল থেকে খবর দেওয়া হয় পার্ক স্ট্রিট থানায় । স্কুলে আসেন খোদ পার্ক স্ট্রিট থানার অফিসার ইনচার্জ । ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয় পুলিশ । স্কুল কর্তৃপক্ষ পুলিশ এবং অভিভাবকদের নিয়ে একটি বৈঠক করেন । বৈঠক শেষে স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের কাছ থেকে তিন সপ্তাহ সময় চেয়ে নিয়েছে ৷ যদিও স্কুল কর্তৃপক্ষের এই অনুরোধ মানতে রাজি হননি অভিভাবকেরা । আগে থেকে টাকা দিলেও কেন স্কুল কর্তৃপক্ষের এহেন গাফিলতির মাশুল দিতে হবে প্রায় তিনশো পড়ুয়াকে ! এই প্রশ্নই তুলেছেন তাঁরা ।

রেজিস্ট্রেশনের বিষয়ে এখন স্কুল কর্তৃপক্ষের তরফে চূড়ান্ত কোনও সিদ্ধান্তের কথা জানানো হয়নি । তবে বেশ কয়েকজন অভিভাবকদের অভিযোগ, বিষয়টি প্রকাশ্যে আশায় স্কুল কর্তৃপক্ষে টনক নড়েছে । বিষয়টি ধামাচাপা দিতে চাইছিল বিদ্য়ালয় কর্তৃপক্ষ বলেই অভিযোগ তোলেন তাঁরা । স্কুলের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ এনেছেন ক্ষুব্ধ অভিভাবকরা ।

আরও পড়ুন: ছাত্রের রহস্যমৃত্যুর জের, অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল কসবার বেসরকারি স্কুল

এই বেসরকারি স্কুলের এক পড়ুয়ার মা শুভ্রা ঘোষ বলেন, "13 বছর আমি আমার ছেলেকে এই স্কুলে পড়িয়েছি । আমি এখন আমার সন্তানকে অন্য কোনও স্কুলে ভরতি করতে হলে তার জীবনের দুটো বছর নষ্ট হয়ে যাবে । অষ্টম বা নবম ক্লাসে তাকে ভরতি করতে হবে । এই দুই বছর নষ্ট হওয়ার দায়িত্ব কে নেবে?" যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনও লিখিত অভিযোগ দায়ের করেননি অভিভাবকেরা ।

Last Updated : Sep 7, 2023, 4:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.