কলকাতা, 2 নভেম্বর: দলে থাকতে শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে টুঁ শব্দটিও করতে শোনা যায়নি তাঁকে । কিন্তু তৃণমূলে যোগদানের পর থেকেই লাগাতার বিজেপি-কে বিঁধে আসছেন বাবুল সুপ্রিয় । মঙ্গলবারও সেই ধারা অব্যাহত রাখলেন তিনি । উপনির্বাচনে গেরুয়া শিবিরের ভরাডুবির জন্য কাঠগড়ায় তুললেন বিজেপি নেতৃত্বকে ।
মঙ্গলবার উপনির্বাচনের ফলাফল সামনে আসার পর নতুন করে আত্মসমীক্ষার দাবি উঠছে বিজেপি-র অন্দরে । কারণ মাত্র ছ’মাসের মধ্যে জিতে আসা শান্তিপুর এবং দিনহাটা, দু’টি কেন্দ্রই হাতছাড়া হয়ে গিয়েছে তাদের ৷ জোড়াফুলের সামনে গোসাবা এবং খড়দায় মাথাই তুলতে পারেনি তারা ৷ তিন কেন্দ্র জামানত পর্যন্ত বাজেয়াপ্ত হয়েছে ৷
-
What good can @BJP4India do to the people of India when it betrays, humiliates & backstabs it’s own loyal workers who hv wholeheartedly shed their sweat & blood for their party? Check HOW MANY senior leaders, once pillars of @BJP4India , are now strong dissidents !! @abhishekaitc https://t.co/nFB1iqgmwK
— Babul Supriyo (@SuPriyoBabul) November 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">What good can @BJP4India do to the people of India when it betrays, humiliates & backstabs it’s own loyal workers who hv wholeheartedly shed their sweat & blood for their party? Check HOW MANY senior leaders, once pillars of @BJP4India , are now strong dissidents !! @abhishekaitc https://t.co/nFB1iqgmwK
— Babul Supriyo (@SuPriyoBabul) November 2, 2021What good can @BJP4India do to the people of India when it betrays, humiliates & backstabs it’s own loyal workers who hv wholeheartedly shed their sweat & blood for their party? Check HOW MANY senior leaders, once pillars of @BJP4India , are now strong dissidents !! @abhishekaitc https://t.co/nFB1iqgmwK
— Babul Supriyo (@SuPriyoBabul) November 2, 2021
আরও পড়ুন: Trinamool Congress : উপনির্বাচনেও বাংলা সবুজ
সেই নিয়েই বিজেপি এবং দলের নেতৃত্বকে তীব্র আক্রমণ করলেন বাবুল ৷ এ দিন টুইটারে তিনি লেখেন, ‘দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা ছাড়া ভাল কী আর করতে পারে বিজেপি ৷ দলের একনিষ্ঠ কর্মী, যাঁরা কি না মনপ্রাণ দিয়ে দলের জন্য রক্ত এবং ঘাম ঝরায়, তাঁদেরই অপমান করে বিজেপি, পিছন থেকে ছুরি মারে ৷ দলের বর্ষীয়ান নেতারা, যাঁরা এক সময় দলের স্তম্ভ ছিলেন, একে একে কত জন মুখ খুলছেন দেখুন ৷’
দলে থাকাকালীনই ভোটের আগে তৃণমূল ভাঙিয়ে দলভারি করা নিয়ে বিজেপি-র শীর্ষ নেতৃত্বের কাছে অসন্তোষ প্রকাশ করেছিলেন বাবুল । কিন্তু সেই সময় তাঁর ওজর আপত্তি খাটেনি । বরং ভোটে পরাজয়ের পর কেন্দ্রে তাঁর মন্ত্রিত্বই চলে যায় । তার পরই তৃণমূলে যোগ দেন বাবুল ।
সেই সময় তাঁর সমালোচনা করলেও, সম্প্রতি তৃণমূলে থেকে লোক ভাঙিয়ে দলভারি করা নিয়ে আক্ষেপ শোনা গিয়ে বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের গলাতেও । তৃণমূল থেকে আসা লোকজনকে ভরসা করেই ভরাডুবি হয়েছে বলে মন্তব্য করেন তিনি । একে একে সকলকে বিদায় দেবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি ।
-
My heartiest congratulations to all the four winning candidates!
— Mamata Banerjee (@MamataOfficial) November 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
This victory is people's victory, as it shows how Bengal will always choose development and unity over propaganda and hate politics. With people's blessings, we promise to continue taking Bengal to greater heights!
">My heartiest congratulations to all the four winning candidates!
— Mamata Banerjee (@MamataOfficial) November 2, 2021
This victory is people's victory, as it shows how Bengal will always choose development and unity over propaganda and hate politics. With people's blessings, we promise to continue taking Bengal to greater heights!My heartiest congratulations to all the four winning candidates!
— Mamata Banerjee (@MamataOfficial) November 2, 2021
This victory is people's victory, as it shows how Bengal will always choose development and unity over propaganda and hate politics. With people's blessings, we promise to continue taking Bengal to greater heights!
আরও পড়ুন: Dilip Ghosh: তিন কেন্দ্রে জামানত বাজেয়াপ্ত হলেও সন্ত্রাসের তত্ত্বেই অনড় দিলীপ
এর আগে, নির্বাচনী পরাজয়ের আঁচ দিলীপকেও পোহাতে হয়েছে । রাজ্য সভাপতি থেকে সরিয়ে নামমাত্র সর্বভারতীয় সভাপতির পদে বসানো হয় । তাই তৃণমূল থেকে লোক নেওয়া নিয়ে তাঁকে এখন আক্ষেপ করতে দেখে তথাগত রায়ের মতো বর্ষীয়ান নেতাও দিলীপকে একহাত নিয়েছেন । সরাসরি দিলীপের নাম না করলেও, টুইটে বাবুলও দিলীপকেই নিশানা করেছেন বলে করছে রাজনৈতিক মহল । নিজের টুইটে আবার সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করেছেন বাবুল, উপনির্বাচনের ফলাফল সামনে আসার পর কয়েক ঘণ্টা আগেই যিনি বিজেপি-র উদ্দেশে শ্লেষ দাগেন ।
উপনির্বাচন থেকেই 2024-এর লোকসভার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বলে এ দিন শোনা যায় একাধিক তৃণমূল নেতার মুখে । বাবুলের গলাতেও সেই একই সুর । বিজেপি-র যা প্রাপ্য ছিল, তা-ই পেয়েছে বলে মত তাঁর । টুইটারে লেখেন, ‘দিদি আপনাকে অভিনন্দন । বিজেপি যা পাওয়ার যোগ্য, তা-ই পেয়েছে । জনতা বিরোধী এই দল, যারা পিছন থেকে তৃণমূলস্তরের নেতাদের পিছন থেকে ছুরি মারে, অভব্য আচরণ করে তাঁদের সঙ্গে, অযোগ্য নেতাদের নিয়ে 2024-এ কটা আসন জিততে পারে দেখব।’
-
Congratulate Honble #Didi @MamataOfficial & @AITCofficial for a clean sweep in the WB #ByeElections • @BJP got what it deserves•Wil see how many seats this Anti-Janata Party of uncouth incompetent leaders, who backstab & ill-treat their grassroot level loyalists, wins in 2024
— Babul Supriyo (@SuPriyoBabul) November 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Congratulate Honble #Didi @MamataOfficial & @AITCofficial for a clean sweep in the WB #ByeElections • @BJP got what it deserves•Wil see how many seats this Anti-Janata Party of uncouth incompetent leaders, who backstab & ill-treat their grassroot level loyalists, wins in 2024
— Babul Supriyo (@SuPriyoBabul) November 2, 2021Congratulate Honble #Didi @MamataOfficial & @AITCofficial for a clean sweep in the WB #ByeElections • @BJP got what it deserves•Wil see how many seats this Anti-Janata Party of uncouth incompetent leaders, who backstab & ill-treat their grassroot level loyalists, wins in 2024
— Babul Supriyo (@SuPriyoBabul) November 2, 2021
তবে শুধু বিজেপি-কে আক্রমণ করেই থামেননি বাবুল । বিজেপি-তে থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে করা মন্তব্য এ দিন শুধরে নেওয়ার চেষ্টা করতেও দেখা গিয়েছে তাঁকে । বিধানসভা নির্বাচনে বিজেপি-র পরাজয়ের পর ‘বাংলার মানুষ ঐতিহাসিক ভুল করেছেন’ বলে বিজেপি-র হয়ে নেটমাধ্যমে লিখেছিলেন বাবুল । এ দিন পুরনো সুর বদলে বাবুল লেখেন, ‘এটা মানুষের জয় । অপপ্রচার এবং ঘৃণার রাজনীতির পরিবর্তে বাংলা যে উন্নয়ন এবং ঐক্যই বেছে নেবে, আজকের ফলাফলই তার প্রমাণ ।’ মানুষের আশীর্বাদ সঙ্গে থাকলে আগামী দিনে এ ভাবেই তৃণমূল বাংলাকে শিখরে নিয়ে যাবেন বলেও প্রতিশ্রুতি দেন বাবুল ।