ETV Bharat / state

রাজ্যজুড়ে পুলিশে রদবদল, আসানসোল-দুর্গাপুরে নতুন পুলিশ কমিশনার

নবান্নের তরফে পুলিশের রদবদলের নোটিফিকেশন জারি করা হয়েছে ৷ এবার বড়সড় রদবদল পুলিশে ‌। নতুন বছরের শুরুতে অনেকেরই হল পদোন্নতি । পরিবর্তন হল কয়েকজন শীর্ষ কর্তারও ।

author img

By

Published : Dec 31, 2019, 7:45 PM IST

নবান্ন
নবান্ন

কলকাতা, 31 ডিসেম্বর : এবার বড়সড় রদবদল পুলিশে ‌। নতুন বছরের শুরুতে অনেকেরই হল পদোন্নতি । পদ পরিবর্তন হল কয়েকজন শীর্ষ কর্তারও । রদবদল কলকাতা পুলিশেও । বড় দায়িত্ব পেলেন জয়েন্ট CP স্পেশাল ফোর্স হিসেবে কাজ করা শুভঙ্কর সিনহা সরকার । তিনি যুগ্ম-কমিশনার হেডকোয়ার্টার হলেন । আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার পরিবর্তন হল । বর্তমানে সেখানকার পুলিশ কমিশনার হিসেবে কাজ করা দেবেন্দ্র প্রকাশ সিংকে আনা হল কলকাতা পুলিশে । তিনি কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হলেন । আসানসোল-দুর্গাপুরের নতুন কমিশনার হচ্ছেন সুকেশ কুমার জৈন । তিনি DIG মেদিনীপুর রেঞ্জ হিসেবে কর্মরত ছিলেন ।

নবান্নের তরফে পুলিশের রদবদলের যে নোটিফিকেশন জারি হয়েছে তা বলছে, ADG সাউথ বেঙ্গল সঞ্জয় সিংহ দায়িত্ব পেলেন পশ্চিমাঞ্চলের । IC পশ্চিমাঞ্চল ছিলেন রাজীব মিশ্র । তিনি সাউথ বেঙ্গলের IG হলেন । হরিকিশোর কুসুমাকারকে স্বরাষ্ট্র এবং হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের কোঅর্ডিনেশন সচিব করা হল । বাস্তব বৈদ্যকে IG মুর্শিদাবাদ থেকে CID-তে বদলি করা হল । ক্রাইমে দক্ষ অফিসার হিসেবে পরিচিত বাস্তবকে IG CID-র পদ দেওয়া হল । অখিলেশ চতুর্বেদী যুগ্ম কমিশনার ট্র্যাফিক হিসেবে কর্মরত ছিলেন কলকাতা পুলিশে । তাকে যুগ্ম কমিশনার আর্মড পুলিশ করা হল । ওই পদে কর্মরত প্রবীণ কুমার ত্রিপাঠীকে প্রেসিডেন্সি রেঞ্জের DIG করা হল । মিতেশ জৈন DIG-CID হিসেবে কর্মরত ছিলেন । তাকে DIG CID সাইবার ক্রাইম করা হল । আসানসোল-দুর্গাপুরের ডিভিশনাল কমিশনার হিসেবে কাজ করা অভিষেক গুপ্তাকে জঙ্গিপুরের পুলিশ সুপারের পদ দেওয়া হল । অজিত সিং যাদব হচ্ছেন মুর্শিদাবাদের নতুন পুলিশ সুপার । তিনি হাওড়া পুলিশ কমিশনারেট DC হেডকোয়ার্টার হিসেবে কর্মরত ছিলেন । দেবর্ষি দত্ত দক্ষিণ দিনাজপুরের নতুন পুলিশ সুপার হচ্ছেন । তিনি SRP খড়গপুর হিসেবে কর্মরত ছিলেন ।

কলকাতা পুলিশের DC দক্ষিণ-পশ্চিম ডিভিশন হিসেবে কর্মরত ছিলেন নীলাঞ্জন বিশ্বাস । তাঁকে SS CID করা হল । বন্দনা বরুণ চন্দ্র শেখর DC DD স্পেশাল ছিলেন । তাঁকে SRP শিয়ালদা হিসেবে বদলি করা হল । দেবস্মিতা দাস ইস্ট সাব-আরবান ডিভিশন থেকে দক্ষিণ-পূর্বের DC হলেন । ওই পদে কর্মরত অজয় প্রসাদ দেবস্মিতা দাসের স্থলাভিষিক্ত হচ্ছেন । DC ওয়ারলেস হিসেবে কর্মরত জয়িতা বোস DC উত্তর হচ্ছেন । পূর্ব ডিভিশনের DC রূপেশ কুমার কলকাতা পুলিশের নতুন DC ট্র্যাফিক হচ্ছেন । অর্থাৎ দায়িত্ব বাড়ল রূপেশের । গৌরব লাল DC আর্মড পুলিশ সেকেন্ড ব্যাটেলিয়ান হিসেবে কর্মরত ছিলেন । তিনি DC পূর্ব হচ্ছেন । সন্তোষ পাণ্ডে DC ট্র্যাফিক হিসেবে কর্মরত ছিলেন । তার পদোন্নতি হল । তিনি জয়েন্ট CP ট্র্যাফিক হলেন । পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার হিসেবে কর্মরত ভি সুলেমান নিশাকুমার যুগ্ম-কমিশনার স্পেশাল টাস্ক ফোর্স হিসেবে কলকাতা পুলিশে আসছেন । মুকেশ মুর্শিদাবাদের পুলিশ সুপার ছিলেন । তাঁর পদোন্নতি হল । তিনি DIG মুর্শিদাবাদ হলেন । বারাসত পুলিশ জেলার সুপার সি সুধাকর বারাসত রেঞ্জের DIG হলেন । দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায় DIG মালদা রেঞ্জ হলেন । অশেষ বিশ্বাস কলকাতা পুলিশের নতুন যুগ্ম কমিশনার আর্মড পুলিশ হচ্ছেন । সব মিলিয়ে মোট 58 জন পুলিশ কর্তার বদলি এবং পদোন্নতি হল ।

কলকাতা, 31 ডিসেম্বর : এবার বড়সড় রদবদল পুলিশে ‌। নতুন বছরের শুরুতে অনেকেরই হল পদোন্নতি । পদ পরিবর্তন হল কয়েকজন শীর্ষ কর্তারও । রদবদল কলকাতা পুলিশেও । বড় দায়িত্ব পেলেন জয়েন্ট CP স্পেশাল ফোর্স হিসেবে কাজ করা শুভঙ্কর সিনহা সরকার । তিনি যুগ্ম-কমিশনার হেডকোয়ার্টার হলেন । আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার পরিবর্তন হল । বর্তমানে সেখানকার পুলিশ কমিশনার হিসেবে কাজ করা দেবেন্দ্র প্রকাশ সিংকে আনা হল কলকাতা পুলিশে । তিনি কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হলেন । আসানসোল-দুর্গাপুরের নতুন কমিশনার হচ্ছেন সুকেশ কুমার জৈন । তিনি DIG মেদিনীপুর রেঞ্জ হিসেবে কর্মরত ছিলেন ।

নবান্নের তরফে পুলিশের রদবদলের যে নোটিফিকেশন জারি হয়েছে তা বলছে, ADG সাউথ বেঙ্গল সঞ্জয় সিংহ দায়িত্ব পেলেন পশ্চিমাঞ্চলের । IC পশ্চিমাঞ্চল ছিলেন রাজীব মিশ্র । তিনি সাউথ বেঙ্গলের IG হলেন । হরিকিশোর কুসুমাকারকে স্বরাষ্ট্র এবং হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের কোঅর্ডিনেশন সচিব করা হল । বাস্তব বৈদ্যকে IG মুর্শিদাবাদ থেকে CID-তে বদলি করা হল । ক্রাইমে দক্ষ অফিসার হিসেবে পরিচিত বাস্তবকে IG CID-র পদ দেওয়া হল । অখিলেশ চতুর্বেদী যুগ্ম কমিশনার ট্র্যাফিক হিসেবে কর্মরত ছিলেন কলকাতা পুলিশে । তাকে যুগ্ম কমিশনার আর্মড পুলিশ করা হল । ওই পদে কর্মরত প্রবীণ কুমার ত্রিপাঠীকে প্রেসিডেন্সি রেঞ্জের DIG করা হল । মিতেশ জৈন DIG-CID হিসেবে কর্মরত ছিলেন । তাকে DIG CID সাইবার ক্রাইম করা হল । আসানসোল-দুর্গাপুরের ডিভিশনাল কমিশনার হিসেবে কাজ করা অভিষেক গুপ্তাকে জঙ্গিপুরের পুলিশ সুপারের পদ দেওয়া হল । অজিত সিং যাদব হচ্ছেন মুর্শিদাবাদের নতুন পুলিশ সুপার । তিনি হাওড়া পুলিশ কমিশনারেট DC হেডকোয়ার্টার হিসেবে কর্মরত ছিলেন । দেবর্ষি দত্ত দক্ষিণ দিনাজপুরের নতুন পুলিশ সুপার হচ্ছেন । তিনি SRP খড়গপুর হিসেবে কর্মরত ছিলেন ।

কলকাতা পুলিশের DC দক্ষিণ-পশ্চিম ডিভিশন হিসেবে কর্মরত ছিলেন নীলাঞ্জন বিশ্বাস । তাঁকে SS CID করা হল । বন্দনা বরুণ চন্দ্র শেখর DC DD স্পেশাল ছিলেন । তাঁকে SRP শিয়ালদা হিসেবে বদলি করা হল । দেবস্মিতা দাস ইস্ট সাব-আরবান ডিভিশন থেকে দক্ষিণ-পূর্বের DC হলেন । ওই পদে কর্মরত অজয় প্রসাদ দেবস্মিতা দাসের স্থলাভিষিক্ত হচ্ছেন । DC ওয়ারলেস হিসেবে কর্মরত জয়িতা বোস DC উত্তর হচ্ছেন । পূর্ব ডিভিশনের DC রূপেশ কুমার কলকাতা পুলিশের নতুন DC ট্র্যাফিক হচ্ছেন । অর্থাৎ দায়িত্ব বাড়ল রূপেশের । গৌরব লাল DC আর্মড পুলিশ সেকেন্ড ব্যাটেলিয়ান হিসেবে কর্মরত ছিলেন । তিনি DC পূর্ব হচ্ছেন । সন্তোষ পাণ্ডে DC ট্র্যাফিক হিসেবে কর্মরত ছিলেন । তার পদোন্নতি হল । তিনি জয়েন্ট CP ট্র্যাফিক হলেন । পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার হিসেবে কর্মরত ভি সুলেমান নিশাকুমার যুগ্ম-কমিশনার স্পেশাল টাস্ক ফোর্স হিসেবে কলকাতা পুলিশে আসছেন । মুকেশ মুর্শিদাবাদের পুলিশ সুপার ছিলেন । তাঁর পদোন্নতি হল । তিনি DIG মুর্শিদাবাদ হলেন । বারাসত পুলিশ জেলার সুপার সি সুধাকর বারাসত রেঞ্জের DIG হলেন । দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায় DIG মালদা রেঞ্জ হলেন । অশেষ বিশ্বাস কলকাতা পুলিশের নতুন যুগ্ম কমিশনার আর্মড পুলিশ হচ্ছেন । সব মিলিয়ে মোট 58 জন পুলিশ কর্তার বদলি এবং পদোন্নতি হল ।

Intro:কলকাতা,৩১ ডিসেম্বর: এবার বড়সড় রদবদল পুলিশে‌। নতুন বছরের শুরুতেই অনেকেই পেলেন পদোন্নতি। পরিবর্তন হলো বেশ কিছু শীর্ষ কর্তার। রদবদল হল কোলকাতা পুলিশেও। বড় দায়িত্ব পেলেন জয়েন্ট সিপি স্পেশাল ফোর্স হিসেবে কাজ করা শুভঙ্কর সিনহা সরকার। তিনি যুগ্ম-কমিশনার হেডকোয়ার্টার হলেন। আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার পরিবর্তন হল। বর্তমানে সেখানকার পুলিশ কমিশনার হিসেবে কাজ করা দেবেন্দ্র প্রকাশ সিংকে আনা হল কলকাতা পুলিশে। তিনি কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হলেন। আসানসোল দুর্গাপুরের নতুন কমিশনার হচ্ছেন সুকেশ কুমার জইন। তিনি ডিআইজি মেদিনীপুর রেঞ্জ হিসেবে কর্মরত ছিলেন।



Body:নবান্নের তরফে পুলিশের রদবদলের যে নোটিফিকেশন জারি হয়েছে তা বলছে, এডিজি সাউথ বেঙ্গল সঞ্জয় সিংহ দায়িত্ব পেলেন পশ্চিমাঞ্চলের। আইসি পশ্চিমাঞ্চল ছিলেন রাজীব মিশ্র। তিনি সাউথ বেঙ্গলের আইজি হলেন। হরিকিশোর কুসুমাকারকে স্বরাষ্ট্র এবং হিল এফেয়ার্স ডিপার্টমেন্টের কোঅর্ডিনেশন সচিব করা হলো। বাস্তব বৈদ্যকে আইজি মুর্শিদাবাদ থেকে সিআইডিতে বদলি করা হলো। ক্রাইমে দক্ষ অফিসার হিসেবে পরিচিত বাস্তবকে আইজি সিআইডির পদ দেওয়া হল। অখিলেশ চতুর্বেদী যুগ্ম কমিশনার ট্রাফিক হিসেবে কর্মরত ছিলেন কলকাতা পুলিশে। তাকে যুগ্ম কমিশনার আর্মড পুলিশ করা হলো। ওই পদে কর্মরত প্রভীন কুমার ত্রিপাঠীকে প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি করা হল। মিতেশ জৈন ডিআইজি সিআইডি হিসেবে কর্মরত ছিলেন। তাকে ডিআইজি সিআইডি সাইবার ক্রাইম করা হল। আসানসোল দুর্গাপুরের ডিভিশনাল কমিশনার হিসেবে কাজ করা অভিষেক গুপ্তাকে জঙ্গিপুরের পুলিশ সুপারের পদ দেওয়া হল। অজিত সিং যাদব হচ্ছেন মুর্শিদাবাদের নতুন পুলিশ সুপার। তিনি হাওড়া পুলিশ কমিশনারেট ডিসি হেডকোয়ার্টার হিসেবে কর্মরত ছিলেন। দেবর্ষি দত্ত দক্ষিণ দিনাজপুরের নতুন পুলিশ সুপার হচ্ছেন। তিনি এসআরপি খড়গপুর হিসেবে কর্মরত ছিলেন।



Conclusion:কলকাতা পুলিশের ডিসি south-west ডিভিশন হিসেবে কর্মরত ছিলেন নীলাঞ্জন বিশ্বাস। তাকে এস এস সি আই ডি করা হলো। বন্দনা বরুণ চন্দ্র শেখর ডিসি ডিডি স্পেশাল ছিলেন। তাকে এসআরপি শিয়ালদা হিসেবে বদলি করা হল। দেবস্মিতা দাস ইস্ট সুবারবার্ন ডিভিশন থেকে সাউথ ইস্টের ডিসি হলেন। ওই পদে কর্মরত অজয় প্রসাদ দেবস্মিতা দাসের স্থলাভিষিক্ত হচ্ছেন। ডিসি ওয়ারলেস হিসেবে কর্মরত জয়িতা বোস ডিসি নর্থ হচ্ছেন। ইস্ট ডিভিশনের ডিসি রুপেশ কুমার কলকাতা পুলিশের নতুন ডিসি ট্রাফিক হচ্ছেন। অর্থাৎ দায়িত্ব বাড়ল রুপেশের। গৌরব লাল ডিসি আর্মড পুলিশ সেকেন্ড ব্যাটেলিয়ান হিসেবে কর্মরত ছিলেন। তিনি ডিসি ইস্ট হচ্ছেন। সন্তোষ পান্ডে ডিসি ট্রাফিক হিসেবে কর্মরত ছিলেন। তার পদোন্নতি হলো। তিনি জয়েন্ট সিপি ট্রাফিক হলেন। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার হিসেবে কর্মরত ভি সুলেমান নিশাকুমার যুগ্ম-কমিশনার স্পেশাল টাস্ক ফোর্স হিসেবে কলকাতা পুলিশে আসছেন। মুকেশ মুর্শিদাবাদের পুলিশ সুপার ছিলেন। তার পদোন্নতি হলো। তিনি ডিআইজি মুর্শিদাবাদ হলেন। বারাসাত পুলিশ জেলার সুপার সি সুধাকর বারাসাত রেঞ্জের ডিআইজি হলেন। দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায় ডিআইজি মালদা রেঞ্জ হলেন। অশেষ বিশ্বাস কলকাতা পুলিশের নতুন যুগ্ম কমিশনার আর্মড পুলিশ হচ্ছেন। সব মিলিয়ে মোট 58 জন পুলিশ কর্তার বদলি এবং পদোন্নতি হলো।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.