কলকাতা, 28 মে : করোনার জেরে সমস্ত রাজ্যের মত পশ্চিমবঙ্গও আর্থিকভাবে সমস্যায় মুখে পড়েছে । তাই জিএসটি থেকে আশানুরূপ আয় না হলে, রাজ্যগুলিকে ক্ষতিপূরণ দেবে কেন্দ্র সরকার । যার মেয়াদ শেষ হচ্ছে আগামী মাসেই । তাই সেই মেয়াদ আরও কিছুটা বাড়ানো হবে কি না, তা নিয়ে এখনও কেন্দ্রের তরফে রাজ্যকে কিছু জানানো হয়নি (Chandrima Bhattacharya slams Modi Govt on GST compensation)। শনিবার চাটার্ড অ্যাকাউন্টেন্ট-এর একটি অনুষ্ঠানে এসে এই কথাই জানান অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ।
আজ মধ্য কলকাতার একটি পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হল অ্যাকাউন্টেন্টস লাইব্রেরীর 75তম বর্ষপূর্তি উৎসব । জটিল অর্থনীতির প্রেক্ষিতে ভারতের আর্থিক অবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি এই বিষয় শিক্ষা ও প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে উচ্চতর দক্ষতাসম্পন্ন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তৈরি করা এই সংস্থার মূল লক্ষ । এই অনুষ্ঠানে এসে রাজ্য সরকারের তরফে সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দেন চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima slams Modi Govt)।
কারণ ব্যবসায় সংক্রান্ত আইন ও তৎসংশ্লিষ্ট ব্যাপারে সরকারকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান ও পারস্পারিক সহযোগীতার পরিবেশ সৃষ্টি করে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়াই হচ্ছে রাজ্য সরকারের লক্ষ । সাধারণ মানুষের ট্যাক্স-এর কাজকে আরও সহজ করে দেওয়া থেকে শুরু করে অফলাইন থেকে অনলাইনে পুরো বিষয়টিগুলি করার ক্ষেত্রে চাটার্ড অ্যাকাউন্টেন্ট প্রতিনিয়ত সাহায্য করেন । এমনটাই জানান মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ।
আরও পড়ুন : Cal HC on Ragging : ব়্যাগিংয়ে আহতের চিকিৎসার খরচ দেবে অভিযুক্তরা, নির্দেশ কলকাতা হাইকোর্টের
এই উপলক্ষে আজ সারাদিন ধরে বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠান এবং সেমিনার চলবে । সেমিনারের মূল ভাবনা হল '75 ইয়ারস অফ এক্সেলেন্স বাই নলেজ শেয়ারিং (75 years of Excellence by Knowledge Sharing)। চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "পেট্রোল ও ডিজেলের দামের উপর আগেই রাজ্য ছাড় দিয়েছে । কেন্দ্র যদি আরও একটু কমায় তাহলে সেই ক্ষেত্রে পেট্রোপণ্যের দাম আরও কিছুটা কমবে ।"